পুলিশ পাহারায় মাঠে আস্ফালন করে বিতাড়িত ছাত্রলীগ যুবলীগ!
০৫ আগস্ট ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ১২:১০ এএম
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিরোধ নানা আস্ফালন করে বিতাড়িত ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারেরা গতকাল রোববার মাঠে নেমেছে পুলিশ পাহারায়। পুলিশের আশ্রয়ে আবার কোথাও পুলিশের গাড়িতে এসে তারা নগরীর নিউমার্কেট এলাকায়সহ কয়েকটি এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার উপর চালিয়েছে ঝটিকা হামলা। অলিগলিতে ঘাপটি মেরে থেকে গুলি বর্ষণ করেছে ছাত্র ও পথচারীদের উপর। পুলিশ বাহিনীও চড়াও হয়েছে নিরস্ত্র ছাত্র-জনতার উপর। গুলি, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ছুড়েছে নির্বিচারে। অন্যদিকে আন্দোলনকারীরাও লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে। তারা ঘণ্টার পর ঘণ্টা আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের কর্মীদের সঙ্গে লড়াই চালিয়ে যায়। তাদের সাথে যোগ দেয় সাধারণ মানুষও। এরফলে চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। সংঘর্ষের সূত্রপাত হয় নিউমার্কেট এলাকা থেকে। পরে তা ছড়িয়ে পড়ে নগরীর অন্যান্য এলাকায়। জেলার পটিয়াসহ কয়েকটি এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটে। দিনভর ব্যাপক সংঘাতে শিক্ষার্থী, পথচারীসহ শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ মানুষ।
তাদের মধ্যে ১৭০ জনকে চমেক হাসপাতাল এবং অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাসায় আক্রমণের ঘটনায় পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের কর্মীরা নূর আহমদ সড়কে নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে। আন্দোলনকারীরাও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে।
চলমান কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে তাদের প্রতিহত করতে নানা হম্বিতম্বি করে ছাত্রলীগ যুবলীগের ক্যাডারেরা। বিগত ১৬ জুলাই সর্বাত্মক সাটডাউন কর্মসূচির দিন নগরীর মুরাদপুর এলাকায় শিক্ষার্থীদের প্রতিরোধ করতে মাঠে নামে তারা। প্রকাশ্যে দিবালোকে অস্ত্র উঁচিয়ে ছাত্রদের উপর গুলি করে। এক পর্যায়ে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোড়ে তারা রীতিমতো বিতাড়িত হয়। তবে গতকাল দলীয় কর্মসূচিতে তারা ফের পুলিশের ছত্রছায়ায় মাঠে নামে। পূর্ব ঘোষণা অনুযায়ী নিউমার্কেট এলাকায় সকালে সমাবেশ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই এলাকায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকেও সমাবেশের ঘোষণা করেন নেতারা। আওয়ামী লীগের আগেই রাজপথ দখলে নেয় শিক্ষার্থীরা। দুপুরে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ এবং আওয়ামী লীগ-ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলে বিক্ষোভরত বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় আন্দোলনকারীদের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের দমাতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্ররা কয়েক ভাগে ভাগ হয়ে নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভে ফেটে পড়ে এবং পুলিশ ও ছাত্র লীগের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে নগরীর লালদিঘি, জুবিলি রোড, কদমতলি, দেওয়ান হাট, আগ্রাবাদ, আন্দরকিল্লা, চকবাজার, মুরাদপুর, দামপাড়া, টাইগারপাসসহ বেশ কয়েকটিএলাকা সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয়। কোন কোন এলাকায় সন্ধ্যায়ও সংঘর্ষ অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। নিউমার্কেট এলাকায় সংঘর্ষে সরকারি দলের ক্যাডারদের প্রকাশ্যে গুলি করতে দেখা যায়। তারা নগরীর বিভিন্ন এলাকায় মহড়া দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ট্রাকে এমন কি পুলিশের গাড়িতে করে তাদের নগরীর আসতে দেখা যায় ওই ছবিতে। আন্দোলনকারীরাও অভিযোগ করেন পুলিশের ছত্রছায়ায় সরকারি দলের ক্যাডাররা নিরস্ত্র মানুষের উপর গুলিবর্ষণ করেছে। পটিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ করে বিক্ষোভে করা কালে যুবলীগের কর্মীরা গুলিবর্ষণ করেছে। সেখানে কমপক্ষে বিশ জন গুলিবিদ্ধ হয়েছে।
চট্টগ্রামে বিএনপি অফিসে দফায় হামলা-আগুন : কাজীর দেউড়ির নূর আহমদ সড়কের মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনে দফায় দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার দলীয় নেতাকর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নেতাকর্মীবিহীন বিএনপি কার্যালয়। বেলা দেড়টায় পুলিশ বেষ্টিত হয়ে ৩০/৪০ জনের অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত নাসিমন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় পুলিশ নীরবতা পালন করতে দেখা যায়। পরে বিএনপির দলীয় ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেয়।
বেলা ৫টার দিকে ৫০ জনের সন্ত্রাসী জয়বাংলা শ্লোগান দিয়ে আবারও বিএনপি অফিসে এবং পাশবর্তি ভবনে হামলা করে। এসময় মসজিদে আছরের নামাজ পড়ছিলেন মুসল্লিরা। সেখানে সন্ত্রাসী ইটপাটকে মারে। ব্যাপক ককটেল ফাটায়। এতে পুরো আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা ভবনে অগুন ধরিয় দেয়। নাসিমন ভবন এলাকার একজন বাসিন্দা জানান, এখানে শুধু বিএনপি অফিস নয়।বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের চট্টগ্রাম বিভাগের কার্যালয় এটি। এই ভবনে কর্মকর্তা কর্মচারীদের পরিবার সহ সাংবাদিক আইজীবীদের অফিস ও বাসা রয়েছে। সন্ত্রাসী হামলায় ও আগুনে এসব পরিবার এক প্রকার জিম্মি হয়ে আছে দীর্ঘদিন। নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বলেন, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে হামলা ভাঙচুর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের সঙ্গে বেশ কয়েকজন পুলিশ সদস্যও ছিলো। তারা কোন বাধা দেননি। এ ব্যাপারে জানতে সিএমপির কোতোয়ালী ওবায়দুল হকের সরকারী মোবাইল ফোনে বার বার ফোন দিয়েও পাওয়া যায়নি। নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) অতনু চক্রবর্তী গণমাধ্যমেক বলেন, নগরীর বিভিন্ন এলাকাতে কোটা আন্দোলনতারীদের সাথে সংঘর্ষ হচ্ছে। নিউমার্কেট, লালদীঘি, ওয়াসা, কদমতলীসহ বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা রয়েছেন। বিএনপি কার্যালয়ে হামলা কথা শুনেছি। সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। উল্লেখ্য- শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর নাছির, নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও বর্তমান আহ্বায়ক এরশাদ উল্ল্যাহর বাসভবনে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার জন্যও বিএনপির পক্ষ থেকে সরকারদলীয় নেতাকর্মীদের দায়ী করা হয়।
পুলিশের গুলিতে একজন নিহত : নগরীর বহদ্দারহাট এলাকায় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলার চেষ্টার সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত আটটার দিকে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির নাম নাম মো. শহীদ (৩৬)। তিনি চকবাজারের রসুলবাগ এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে একদল লোক সিটি মেয়রের বাসায় হামলার চেষ্টা করে। এ সময় বাসার মূল ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। তখন পাঁচজন গুলিবিদ্ধ হন। তার মধ্যে মো. শহীদকে গুরুতর আহত অবস্থায় নগরের বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান। পার্ক ভিউ হাসপাতালের মহাব্যবস্থাপক জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শহীদের মা শামসুন্নাহার বলেন, তার ছেলের নির্দিষ্ট কোনো পেশা নেই। যখন যেটা পান সেটা করেন। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন
নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ
দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক
ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস
জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল
বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে কাতারের ব্যবসায়ী মহিন উদ্দিন
উন্নয়নের প্রতিটি ধাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতই সরকারের লক্ষ্য : রিজওয়ানা হাসান
খুঁটির জোর কোথায়? আওয়ামী ঠিকাদারের নিম্নমানের কাজ করে বিল নেয়ার অভিযোগ!
দুমকী উপজেলা জমিয়তে হিজবুল্লাহ সভাপতির ইন্তেকাল
সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিক গোপাল হত্যার প্রতিবাদে মানববন্ধন
ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটায় দুইটি এক্সেভেটর জব্দ
আব্দুল্লাহ শফিকের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
সৈয়দপুরে সাদপন্থি তাবলীগ জামায়াতের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ
স্বেচ্ছাসেবক লীগনেতা ফুয়াদ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার কারাগারে
বাংলাদেশে আইওটি ইকোসিস্টেম উন্মোচন করেছে ওয়ানপ্লাস
শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন