স্বাধীনতা থেকে অল্প দূরে দাঁড়িয়ে আমরা, জোর কদম বাড়িয়ে চলো একসাথে
০৫ আগস্ট ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ১২:১০ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই ভার্চুয়াল জগতে বেশ সরব জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। চলমান আন্দোলন নিয়ে প্রায় প্রতিদিনই ফেসবুকে নিজের মনোভাব জানিয়েছেন নন্দিত এই নির্মাতা। গত শনিবার ও গতকাল রোববার দুটি আলাদা ফেসবুক পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতো জানিয়েছেন ফারুকী। গতকালকের এক পোস্টে ফারকী লিখেছেন, ‘আজ জুলাই ৩৫। স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা। জোর কদম আগে বাড়ি চলো, এক সাথে।’
সবাই মিলে রাষ্ট্র সংস্কার করতে হবে উল্লেখ করে ফারুকী লিখেছেন, ‘তারপর থাকবে রাষ্ট্র সংস্কারের লম্বা কাজ, প্রতিষ্ঠান সংস্কারের লম্বা কাজ, যাতে আর কোনো দিন আমাদের এই রকম বন্দিদশায় পড়তে না হয়। কেউ কেউ বলছেন, এই সংস্কার করবে কারা? আপনি করবেন। আমরা, আপনারা, সবাই করব।’
তরুণদের প্রতি নিজের আস্থার কথা জানিয়ে ফারুকী লিখেছেন, ‘খুলে বলি, সবাই জানে আমাদের সিস্টেমের সমস্যাগুলো কোথায়, ওভারহোলিং কোথায় কোথায় দরকার। এই কাজে দেশের ভেতর সিনিয়ররা তো আছেনই। তরুণদের কথাও আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। ওরা নতুন বিশ্বদৃষ্টি নিয়ে বড় হচ্ছে। এত বড় আন্দোলনের পর ওদের সক্ষমতা নিয়ে নিশ্চয়ই আপনার মিনিমাম ডাউট থাকার কথা না। ওদিকে হ্যাশট্যাশ রিজার্ভ ব্রেইনড্রেইনও দেখছি। দেশের বাইরে পড়াশোনা করা একটা প্রজন্মও এই কাজে হাত লাগাতে চায়। অনেক তো হলো নৈরাজ্য। এবার সময় নতুনভাবে দেশটা সাজানোর। একটা মানবিক গণতান্ত্রিক সমাজ তৈরির। বিপ্লব দীর্ঘজীবী হউক।’
এ ছাড়া গত রাতে ‘সেনাবাহিনী, সরকার এবং আন্দোলনরত ভাই-বোনদের উদ্দেশ্যে কয়টা কথা’ শিরোনামের আরেকটি দীর্ঘ পোস্ট দেন ফারুকী। সেখানে সবার উদ্দেশে নিজের চাওয়া জানান। ‘ইটস বেটার টু একসেপ্ট রিয়ালিটি’ লিখে সরকারের উদ্দেশে বার্তা দিয়েছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘আপনাদের রাজনীতির এক ভয়াবহ পরাজয় ঘটেছে। স্বাধীনতার আগে আওয়ামী রাজনীতি আর আজকের আওয়ামী রাজনীতি দুইটার যে বিপরীত অবস্থান, এটা আগামী দিনের ইতিহাসের ছাত্ররা বিস্ময় নিয়ে পাঠ করবে। বাংলার মানুষ আজ ফ্যাসিজম থেকে মুক্তি চায়। বাংলার মানুষ স্বাধীনতা চায়। এই সত্য মেনে নিয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিলে আপনাদের রাজনীতির বাকি ড্যামেজ হয়তো কিছুটা হলেও কন্ট্রোল করা যাবে। আর তা না করে মানুষ মেরে ক্ষমতায় থাকার চেষ্টা করলে এক নিদারুণ ক্ষতি হবে। বঙ্গবন্ধুর পাকিস্তানি কাউন্টার পার্ট এই রকম মানুষ মেরে টিকে যাওয়ার চেষ্টা করেছিল। ইতিহাসে তাদের অবস্থান আজ কোথায় সেটা নিশ্চয়ই আমার বলে দিতে হবে না।’
দীর্ঘ পোস্টের শেষে আন্দোলনরত ভাইবোনদের উদ্দেশে ফারুকী লিখেছেন, ‘আজকে আন্দোলনরত কেউ কেউ শাহবাগে পুলিশের দিকে তেড়ে যাওয়ার সময় তোমরা একদল যেমন মানব ঢাল হয়ে পুলিশকে রক্ষা করেছিলে, এটাই হোক আগামীর বাংলাদেশ। আমরা জানি ক্ষোভের এক লক্ষ কারণ আছে। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে এ রকম ট্রানজিশনের সময় ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে হয়। বিপক্ষের কাউকে হেনস্তা বা হামলার মতো ঘটনা ঘটলে আখেরে আমাদের প্রগ্রেস ক্ষতিগ্রস্ত হবে। কেউ অপরাধ করলে তার জন্য আইনি ব্যবস্থা আছে। ফ্যাসিবাদ নির্মূল করতে গিয়ে ফ্যাসিবাদের ভাষায় কথা বললে আমরা আগাতে পারব কি? খেয়াল রাখতে হবে, অতি উৎসাহী কেউ ঢুকে যেন এইসব না ঘটাতে পারে। অথবা কেউ স্যাবোটাজ করছে কি না, সেটাও খেয়াল রাখতে হবে।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৭২ বিজিবি সদস্য
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জনজীবন স্থবির
খুবির নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ উপাচার্যের
নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা
জাহাজে ছিল ৫ জনের লাশ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন
বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন
নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ
দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক
ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস
জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল
বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে কাতারের ব্যবসায়ী মহিন উদ্দিন
উন্নয়নের প্রতিটি ধাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতই সরকারের লক্ষ্য : রিজওয়ানা হাসান
খুঁটির জোর কোথায়? আওয়ামী ঠিকাদারের নিম্নমানের কাজ করে বিল নেয়ার অভিযোগ!
দুমকী উপজেলা জমিয়তে হিজবুল্লাহ সভাপতির ইন্তেকাল
সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিক গোপাল হত্যার প্রতিবাদে মানববন্ধন