ঢাকা   মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
টঙ্গীর যুবদল নেতা ফারুকের মেয়ে রোজা ঢাকায় আমাদের হাতে কেউ আটক নেই- মানবাধিকার প্রতিনিধি দলকে ডিজিএফআই গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার আশায় ডিজিএফআই কার্যালয়ে স্বজনেরা

১২ বছর ধরে অপেক্ষা করছি বাবাকে ফেরত চাই

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৮ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম

গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার আশায় ডিজিএফআইয়ের (প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর) কার্যালয়ে গিয়েছিলেন স্বজনেরা। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় ডিজিএফআইয়ের সদর দপ্তরে যান তারা। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলামসহ কয়েকজন মানবাধিকারকর্মী প্রতিনিধি হিসেবে সদর দপ্তরের ভেতরে যান। সেখানে ডিজিএফআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা কথা বলেন। এ সময় গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন। ডিজিএফআই কার্যালয়ের ভেতরে যান প্রতিনিধি দলের মানবাধিকারকর্মী শিরীন হক, মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং অভিবাসন ও উদ্বাস্তু বিশেষজ্ঞ অধ্যাপক সি আর আবরার। এ দিকে কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। গত মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়।
ডিজিএফআইয়ের কার্যালয়ের ফটকের সামনে এবং সামনের রাস্তায় গুম হওয়া ব্যক্তিদের শতাধিক স্বজনদের অপেক্ষা করতে দেখা যায়। গণমাধ্যমকর্মীদের দেখামাত্র তারা গুম হওয়া স্বজনের ছবি দেখিয়ে কে গুম হয়েছেন, কবে কোথা থেকে গুম করা হয়েছে, সেগুলো জানাচ্ছেন। কার্যালয়ের ভেতর থেকে প্রতিনিধিদলের সদস্যরা ফিরে আসার পরে স্বজনের রাস্তায় দাঁড়িয়ে কিছুটা সময় মানববন্ধন করেন। এ সময় তারা বিক্ষোভ করে স্লোগান দেন।
মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম বলেন, আমাদের স্বজনদের নিতে এখানে এসেছিলাম। ডিজিএফআইয়ের কর্মকর্তারা আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটা সময় চাচ্ছি, সেটার জন্যই অপেক্ষা করছি। সানজিদা ইসলাম আরও বলেন, আয়নাঘরের যে ঘটনাগুলো এবং যাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, এই ঘটনাগুলো সত্যি। পূর্ববর্তী সময়ে যে টিম বা যে সংস্থা করুক না কেন, তাদের সেই দায়গুলো নিতে হবে। সে জন্য আমরা মায়ের ডাক থেকে এখানে ১০০ ব্যক্তির পরিবার একসঙ্গে এসেছি। সানজিদার দাবি, ডিজিএফআই ছাড়াও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও পুলিশ অনেককে তুলে নিয়েছিল। যে যেখানে আটকে আছেন, সেখান থেকে তাদের মুক্তির জন্য একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। সানজিদা ইসলাম বলেন, আমরা স্বজনদের মুক্তি চাই।
মানবাধিকারকর্মী শিরীন হক বলেন, ডিজিএফআই থেকে আমাদের সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাদের পরামর্শ সেনাপ্রধানের সঙ্গে দেখা করার। আমরা সেই চেষ্টা করছি।
ডিজিএফআইয়ের কার্যালয়ের সামনের রাস্তায় রোদের মধ্যে বাবা ফারুক হোসেনের ছবি হাতে দাঁড়িয়ে ছিলেন মেয়ে রোজা আক্তার। সঙ্গে ছিলেন রোজার মা ও ছোট চাচা মোহাম্মদ রাসেল। রোজা বলে, বাবার জন্য ১২ বছর ধরে অপেক্ষা করছি। আমি আমার বাবাকে ফিরে পেতে চাই। বাবাকে ফিরিয়ে নিতেই এখানে এসেছি। আমি আর কিছু চাই না। তারা আমার বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিক।
ফারুক হোসেনের ভাই মোহাম্মদ রাসেল জানান, তাদের বাসা গাজীপুর সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের টঙ্গী পূর্ব এলাকায়। সে এলাকায় যুবদলের রাজনীতি করতেন ফারুক। তবে তিনি কোনো কমিটিতে ছিলেন না। ২০১২ সালে তাকে ব্যবসায়িক কাজে বাসা থেকে ডেকে নতুনবাজার রেলগেট এলাকার কাছ থেকে সাদাপোশাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এখনো তিনি নিখোঁজ।
পরে সানজিদা ইসলাম তার নিজ বাসায়ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ডিজিএফআই তাদের বলেছে দেশে অন্য কোনো সংস্থার বন্দীশালা আছে কি না কিংবা কাউকে আটক করে রাখা হয়েছে কি না, সে ব্যাপারে জানতে ডিজিএফআই সহযোগিতা করবে।
গতকাল দুপুরে তাদেরকে ডিজিএফআইয়ের সদরদপ্তরের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। ২০১১ সালের ৮ ডিসেম্বর গুম হওয়া আতাউর রহমানের স্ত্রী নাদিরা সুলতানা গতকাল ঢাকায় ছুটে আসেন তার নিখোঁজ স্বামীকে ফিরে পাওয়ার জন্য।তিনি সাংবাদিকদের বলেন, স্বামী গুম হওয়ার পর ঢাকা ছেড়ে যাই। এখন মাদারীপুরে থাকি। সবাইকে বলেছি ঢাকায় যাচ্ছি মেয়ের বাবাকে ফিরিয়ে আনতে। এখন তারা বলছে এখানে কেউ আটক নেই। আমি গুম হওয়া আমার স্বামীকে ফেরত চাই।
আয়নাঘর’ থেকে মুক্তি পেয়েছেন মাইকেল চাকমা: ডিজিএফআইয়ের কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। বুধবার ইউপিডিএফ এ তথ্য জানিয়ে বলেছে, রাষ্ট্রীয় গুমের শিকার হওয়া ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর অবরুদ্ধদশা থেকে মুক্তি পেয়েছেন। গত মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়।
ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা গতকাল বলেন, মাইকেল চাকমা ‘আয়নাঘর’ থেকে মুক্তি পেয়েছেন। নিরাপত্তার জন্য তাকে বিশেষ স্থানে রাখা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ভোরে আট বছর পর নিজ নিজ বাসায় ফেরেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাসেম (আরমান)। ২০১৬ সালের ৯ আগস্ট আহমদ বিন কাসেমকে (আরমান) মিরপুর ডিওএইচএস থেকে এবং এর কয়েক দিন পর ২৩ আগস্ট আবদুল্লাহিল আমান আযমীকে গুম করা হয়েছিল।
মাইকেল চাকমা নিখোঁজ হয়েছিলেন ২০১৯ সালের ৯ এপ্রিল। মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের সব জাতিসত্তার জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। ইউপিডিএফের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক মাইকেল চাকমা গুমের শিকার হন। এর পর থেকে তার কোনো হদিশ পাওয়া যায়নি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আট বিভাগে একযোগে শুরু হবে জুলাই বিপ্লবের সিনেমা নির্মাণ
ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
সচিবালয় গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কসহ আহত ৩
পুঁজিবাজারে নতুন নীতিমালা নয়, পরিস্থিতি উন্নয়নে সংস্কার হবে : অর্থ উপদেষ্টা
আরও

আরও পড়ুন

আট বিভাগে একযোগে শুরু হবে জুলাই বিপ্লবের সিনেমা নির্মাণ

আট বিভাগে একযোগে শুরু হবে জুলাই বিপ্লবের সিনেমা নির্মাণ

সিংগাইরে গৃহবধূর লাশ উদ্ধার

সিংগাইরে গৃহবধূর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে আলোচিত সাব্বির হত্যা মামলায় জাকির খানসহ সকল আসামি খালাস

নারায়ণগঞ্জে আলোচিত সাব্বির হত্যা মামলায় জাকির খানসহ সকল আসামি খালাস

সরকারি গাছ চুরির অভিযোগে সদরপুরের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

সরকারি গাছ চুরির অভিযোগে সদরপুরের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

নারায়ণগঞ্জে আলোচিত সাব্বির হত্যা মামলায় জাকির খানসহ সকল আসামি খালাস

নারায়ণগঞ্জে আলোচিত সাব্বির হত্যা মামলায় জাকির খানসহ সকল আসামি খালাস

ধামরাইয়ে ছাত্র হত্যা মামলায়  ইউনিয়ন আ'লীগের  সাধারণ সম্পাদক  গ্রেফতার

ধামরাইয়ে ছাত্র হত্যা মামলায়  ইউনিয়ন আ'লীগের  সাধারণ সম্পাদক  গ্রেফতার

কিশোরগঞ্জে ইট উৎপাদনে উন্নত প্রযুক্তি সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ইট উৎপাদনে উন্নত প্রযুক্তি সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোনো বন্ধুরাষ্ট্র জনগণের হত্যাকারীকে আশ্রয় দিতে পারে না : দুদু

কোনো বন্ধুরাষ্ট্র জনগণের হত্যাকারীকে আশ্রয় দিতে পারে না : দুদু

রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখার সুযোগ পেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখার সুযোগ পেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

রাবি কর্মকর্তা দাবি, বন্দুকের নল ঠেকিয়ে বাতিল করা হয়েছে আমাদের ন্যায্য সুবিধা

রাবি কর্মকর্তা দাবি, বন্দুকের নল ঠেকিয়ে বাতিল করা হয়েছে আমাদের ন্যায্য সুবিধা

ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

মোরেলগঞ্জে কৃষি অফিসে দুদকের অভিযান

মোরেলগঞ্জে কৃষি অফিসে দুদকের অভিযান

কাজী জাহিদ ইকবাল খিলখিলের ইন্তেকাল

কাজী জাহিদ ইকবাল খিলখিলের ইন্তেকাল

পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে মৃত্যু এক শুঁটকি পল্লীর জেলে

পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে মৃত্যু এক শুঁটকি পল্লীর জেলে

লক্ষ্মীপুরে ফার্মেসীতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে ফার্মেসীতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে ফার্মেসীতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে ফার্মেসীতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ভূমিকম্পে লন্ডভন্ড তিব্বতে নিহত বেড়ে প্রায় ১০০

ভূমিকম্পে লন্ডভন্ড তিব্বতে নিহত বেড়ে প্রায় ১০০

রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল

রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল

ঢাকাকে চতুর্থ হারের স্বাদ দিয়ে রংপুরের পাঁচে পাঁচ

ঢাকাকে চতুর্থ হারের স্বাদ দিয়ে রংপুরের পাঁচে পাঁচ

ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ব্রিকস জোটে যোগ দিল

ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ব্রিকস জোটে যোগ দিল