নতুন সরকারের শপথ আজ
০৮ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের শপথ আজ। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৮টার পর পাঠ করানো এ শপথ। বঙ্গভবনে প্রেসিডেন্ট মো: সাহাবুদ্দিন আহমেদ শপথবাক্য পাঠ করাবেন বলে জানা গেছে। আজকের শপথের তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান। গতকাল বুুধবার বিকালে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এর আগে গতকাল দুপুরে শেখ হাসিনার স্বৈরশাসন আমলে নিয়ন্ত্রিত শ্রম আদালতের দেয়া নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বাতিল করেছেন আদালত। ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএ আউয়াল কারাদণ্ড বাতিল করেন। একই সঙ্গে গ্রামীণ টেলিকমের তার ৪ সহকর্মীর কারাদণ্ডও বাতিল করা হয়।
এ তথ্য জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ইনকিলাবকে তিনি বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের দেয়া শ্রম আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাসের কারাদণ্ড বাতিল করেছেন আদালত। রায়ে আরও চারজনের সাজা বাতিল করা হয়েছে। ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ রায় দিয়েছেন।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের, শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ ৪ জনের এ মামলা দায়ের করেন।
চলতি বছর ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩-এর বিচারক শেখ মেরিনা সুলতানা তাদের কারাদণ্ড দেন।
এদিকে আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা ১০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় পৌঁছাবেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউনূস সেন্টার।
গতকাল দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ (বৃহস্পতিবার) দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) ঢাকার সময় দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
এর আগে গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট মো: সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে প্রধান উপদেষ্টা হিসেবে সানন্দে মেনে নেয় প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল-বিএনপিসহ সব রাজনৈতিক দল। এরপর থেকে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অবিসংবাদিত এই ব্যক্তির জন্য।
উল্লেখ্য, গত ৫ আগস্ট পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ছাত্র-জনতার এক গণঅভ্যুত্থানে দেড় দশকের স্বৈরশাসনের অবসান ঘটে। বিশ্ব দরবারে ‘মাফিয়া সরকার’ হিসেবে কুখ্যাতি পাওয়া সরকারটির প্রধান ব্যক্তি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তার সঙ্গে ছোট বোন রেহানাও ভারতে আশ্রয় নেন। এরপরদিনই ৬ আগস্ট প্রেসিডেন্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙ্গে দেন। আওয়ামীলীগের মন্ত্রিসভাও বিলুপ্ত ঘোষণা করা হয়। পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা বঙ্গভবনে এসে প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার দেশত্যাগের এ তথ্য জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি ঘোষণা দেন,অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। এরপর থেকেই শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তৎপরতা।
প্রচণ্ড প্রতিহিংসার বিপরীতে অবিচল এক ড. ইউনূস :
শেখ হাসিনার ব্যক্তিগত জিঘাংসার বিপরীতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ছিলেন অবিচল, ধীরচেতা, সংযমী ও ধৈর্যশীল। একের পর এক দায়েরকৃত মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা হলেও ড. ইউনূস ছিলেন ভাবাবেগহীন। কথিত এসব মামলায় ড. ইউনূসকে এজলাসে রক্ষিত লোহার খাঁচায়ও প্রবেশ করতে হয়েছে। তাতে তার তীব্র প্রতিক্রিয়া ছিলো। কিন্তু সেই প্রতিক্রিয়া ছিলো পরিশীলিত, মাধুর্যমণ্ডিত ও গঠনমূলক। তার ভূবনমোহিনী স্মিত হাসির কাছে প্রতিবারই পরাজিত হচ্ছিলো স্বৈর শাসকের ক্রোধ আর জিজ্ঞাসা। কেন জানে, বিশ্ববরেণ্য এই ব্যক্তির হাসির মাঝেই লুকিয়ে ছিলো জগদ্দল পাথর হয়ে বসা এক স্বৈরশাসকের লজ্জাজনক ও নির্মম পতনের আগাম বার্তা?
পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে দায়ের করেন অন্তত ২ শত মামলা। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ববোর্ড (এনবিআর)সহ রাষ্ট্রীয় এসব প্রতিষ্ঠানকে ব্যবহার করেন মামলা দায়েরে। এছাড়া চাকরিচ্যুত কিংবা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেয়া শ্রমিক-কর্মচারিদের দিয়েও মামলা করান তিনি। এসব মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে সপ্তায় সপ্তায় হাজিরা দিতে হয়েছে। এজলাসে রক্ষিত লোহার খাঁচায় প্রবেশ করতে হয়েছে। শেখ হাসিনার রোষানলের শিকার ড. মুহাম্মদ ইউনূস এসব মামলায় অতটুকুন বিচলিত হননি। বরং অত্যন্ত ধৈর্য্য, নিষ্ঠা ও মনোবল নিয়ে মোকাবেলা করছিলেন সব হয়রানি। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবে যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম উঠে আসে-তাদের অনুরোধ দেশের দায়িত্ব গ্রহণে সাড়া দেন। কিন্তু নীতিগত প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তার ওপর জারি থাকা ৬ মাসের দণ্ডাদেশ এবং চলমান মামলা। ত্বরিৎ সিদ্ধান্ত হয় মামলাগুলো বাতিলের। বঙ্গভবনের নির্দেশে আইনমন্ত্রণালয় থেকে সঙ্গে সঙ্গে শুরু হয় মামলা বাতিলের প্রক্রিয়া।
সূত্র মতে, নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বর্তমানে ১৬৮টি মামলা বিচারাধীন। এর মধ্যে ফৌজদারি আদালতে একটি, দুর্নীতি দমন কমিশনে একটি এবং বাকি ১৬৬টি মামলা বিচারাধীন ঢাকার তৃতীয় শ্রম আদালতে। তবে শ্রমিকদের দাবিকৃত ৪৩৭ কোটি টাকা পাওনা পরিশোধ করায় ১০৬টি মামলা নিষ্পত্তি হয়ে গিয়েছিলো। কিন্তু শেখ হাসিনা সরকার মামলাগুলো মধ্যস্থতাকারী আইনজীবীর প্রাপ্ত ফি’র সম্পর্কে প্রশ্ন তুলে উল্টো ড. ইউনূসসহ ওই আইনজীবীর বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। ফলে মামলাগুলো শেষ পর্যন্ত প্রত্যাহার হয়নি।
ড. ইউনূসসহ অন্য বিবাদীদের বিরুদ্ধে শ্রম আদালতে বিচারাধীন মামলাগুলোর মধ্যে গ্রামীণ টেলিকম সংশ্লিষ্ট মামলা ৬৪টি। এছাড়া গ্রামীণ কল্যাণের ৬৯টি, গ্রামীণ কমিউনিকেশনের ২৫টি ও গ্রামীণ ফিশারিজের নামে ৮টি।
শ্রম আইনের কথিত ‘লঙ্ঘন’র অভিযোগে এনে গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের কর্মচারীরা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আলাদাভাবে এসব মামলা করেন। এসব মামলায় শ্রমিকরা তাদের পাওনা টাকা পরিশোধের দাবি করেছেন। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় চলতিবছর ২৯ জানুয়ারি চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে ড. মুহাম্মদ ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
তবে দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক (লিগ্যাল) ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মো: মঈদুল ইসলাম মনে করেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে সেগুলোর সত্যতা, যথার্থতা এবং আইনগত ন্যায্যতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। মামলাগুলো প্রশ্নবিদ্ধ। তাই এসব মামলা সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এক আদেশেই বাতিল করে দিতে পারেন। এ জন্য রাষ্ট্রপতি বরাবর ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগতভাবে আবেদন করারও প্রয়োজন নেই।
সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টের ক্ষমা প্রদর্শনের বিশেষাধিকার রয়েছে। সেই অনুচ্ছেদ অনুযায়ী কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের প্রদত্ত যেকোন দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে।
এছাড়া ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেসব মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে সেগুলো আইনি প্রক্রিয়ায় দ্রুত প্রত্যাহারেরও বিধান রয়েছে। আইনি প্রক্রিয়ায় প্রত্যাহারের মধ্যে দীর্ঘসূত্রিতার কোনো বিষয় নেই। একটি আদেশেই আদালতের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে প্রত্যাহার হতে পারে।
দ্বিতীয় বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করবো : ড. ইউনূস
এদিকে দেশে ফেরার পথে থাকা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কোনো ভুলে যেন বিজয় হাতছাড়া না হয়। আমরা দ্বিতীয় বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করবো। কোনো ভুলে যেন আমাদের এ বিজয় হাতছাড়া না হয়। গতকাল বুধবার দুপুরে দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান তিনি। ইউনূস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই। যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবস বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এ আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ :
আজ (বৃহস্পতিবার) রাত ৮টার পর শপথ নেবেন ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এ তথ্য জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরণের সহায়তা করবে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে। গতকাল বিকালে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি