নৌকায় ওঠা শাহজাহান ওমর আবারো ধানের ছড়া হাতে নিচ্ছেন?

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

১১ আগস্ট ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১১ আগস্ট ২০২৪, ১২:০২ এএম

সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে অন্যসব এমপিদের মতো এলাকায় নেই গত ৭ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রার্থী হবার শর্তে কারামুক্ত বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। তবে ব্যারিস্ট্রার শাহজাহান দল বদলের সাথে একান্ত অনুসারী বেশ কয়েকজন তার পদাঙ্ক অনুসরণ করলেও সাম্প্রতিক পরিবর্তনের পরে সুর বদলে বিএনপি’র নেতা হবার চেষ্টা করছেন।
এমনকি তারা বিএনপি’র নাম ভাঙিয়ে ইতোমধ্যে ভিন্ন মতাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসা-বাড়িতে হামলা এবং হেনস্থা করতেও শুরু করেছেন বলে অভিযোগ সর্বত্র। ঐসব বিবেকহীন অনুসারীদের নানামুখী অনৈতিক কর্মকাণ্ড নিয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বিব্রত হলেও তাদের তরফ থেকে বিষয়টি নিয়ে মুখ খুলতে শোনা যায়নি। এমনকি গত শুক্রবার রাজাপুর অডিটরিয়ামে বিএনপির পক্ষ থেকে এক জরুরি মতবিনিময় সভায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখলেও সেখানেও রাজাপুরে বিভিন্ন হামলা ভাঙচুরের সাথে জড়িতদের চিহিৃত করে কোনো ব্যবস্থা গ্রহণের কথা বলেননি কেউ।
অথচ গত ৭ জানুয়ারি নির্বাচনের আগে ২৯ নভেম্বর কারামুক্ত হয়ে দল বদলের সাথেই শাহজাহান ওমর রাজাপুরে বিএনপি অফিসের সাইনবোর্ড নামিয়ে আওয়ামী লীগের সাইনবোর্ড তুলেছিলেন। এমনকি দল বদলিয়ে ‘বেগম খালেদা জিয়া অলস এবং ঘুম থেকে দুপুর ১২টায় ওঠেন’ বলে মন্তব্য করে ‘তাকে দিয়ে কিছু হবে না’ বলে মন্তব্য করে শেখ হাসিনার সাথে ব্যক্তিগত কি কি তফাৎ তা পর্যন্ত প্রকাশ্যে বিশ্লেষণ করেছেন শাহজাহান ওমর।
কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পরে এখন তার সাথে দল বদলানো একান্ত অনুসারীগণ ‘শাহজাহান ওমর ইতোমধ্যে বেগম জিয়ার সাথে দেখা করে ‘নিকট অতিত কর্মকাণ্ডের জন্য সরি বলেছেন’ বলে জানিয়ে ‘দলীয় চেয়ারপার্সন তাকে এলাকায় কাজ করতে বলেছেন’ বলেও প্রচারণা শুরু করেছেন। পাশাপাশি এসব ভোল পল্টানো অনুসারীরা নির্বিচারে এতিদনের রাজনৈতিক সুহৃদ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকসহ ভিন্ন ধর্মাবলম্বীদের নানাভাবে হয়রানী ও আতঙ্কিত করছেন বলেও অভিযোগ রয়েছে। তবে আশ্চর্জজনক হলেও সত্যি, এসব বিবেকহীন রাজনৈতিক সন্ত্রাসীদের বিষয়ে বিএনপির কোনো নেতাও মুখ খুলছেন না।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় একাধিক রাজনৈতিক পর্যবেক্ষকের মতে, বিএনপির স্থানীয় একটি প্রভাবশালী মহল শাহজাহান ওমর আবার তার পুরনো ঠিকানায় ফিরে এসে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করুক তা কোনো ভাবেই মেনে নেবেন না। কিন্তু তার সাথে দল বদলানো ঐসব অনুসারীদের আগামী নির্বাচনে কাজে লাগিয়ে ভোটবাক্স ভারি করার বিষয়টি বিবেচনায় রাখতেই তাদের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে নির্বাক। এমনকি ঘন ঘন দল বদলানো ঐসব বিবেকহীন রাজনৈতিক দুর্বৃত্তদের কারণে সাধারণ মানুষসহ ভোটারগণ বিএনপির প্রতি কতটা ইতিবাচক মনোভাব পোষণ করবেন, তা বিবেচনায় নিচ্ছেন না রাজাপুরসহ ঝালকাঠীর বিএনপি নেতৃবৃন্দ। এ অভিমত স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের।
অপরদিকে বিগত সরকারের একতরফা ও পাতানো নির্বাচনকে জায়েজ সহ নিজ সুবিধা ধরে রাখতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর রাজনৈতিক পট পরিবর্তনের পরে আবার পুরনো ঠিকানায় ফেরার চেষ্টা করছেন বলেও একাধিক সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে তার অনুসারীগণ ইতোমধ্যে এলাকায় নানামুখী প্রচারণাও চালাচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, ‘বিষয়টি যদি সত্যি হয়, তবে তা হবে বিএনপি’র জন্য রাজনৈতিক আত্মহননের সামিল’।
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর গত ৩০ নভেম্বর নৌকায় ওঠার দিন কয়েক আগেও বরিশালে দলীয় কর্মসূচিতে প্রধান অতিথির ভাষণে ‘রাষ্ট্রযন্ত্রকে দেশের গণতন্ত্রের প্রধান শত্রু’ হিসেবে অখ্যায়িত করে ‘নিশি রাতের সরকারের পতন ঘটাতে এক দফার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার’ও আহ্বান জানিয়েছিলেন। সেদিন বরিশাল মহানগরীতে ‘শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে গণমিছিল পূর্ব সমাবেশে শাহজাহান ওমর বলেছিলেন, ‘এই এক দফার আন্দোলন শুধু বিএনপি’র নয়, দেশের মানুষেরও’। তাই ‘শেষ রক্তবিন্দু দিয়ে হলেও অবৈধ হাসিনা সরকারের পতন ঘটাতে ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ’ হবারও আহ্বান জানিয়েছিলেন তিনি।
প্রধান অতিথির ভাষণে তিনি আরো বলেছিলেন, ‘আজ আমাদের ভোটের অধিকার নাই, ২০১৪ সালের নির্বাচনে কুকুর-বিড়ালে ভোট দিয়েছে, আর ১৮’ সালে রাতে জনগণকে পাহারায় রেখে ভোটের বাক্স ভর্তি করার কাজে ব্যস্ত সময় পার করেছে’। ‘এই সরকারের পতন শুধু সময়ের ব্যাপার’ বলেও দাবি করেছিলেন ওমর। কিন্তু এর কয়েকদিন পরেই ঢাকায় গ্রেফতার ও পুলিশ রিমান্ডে থাকার দিন কয়েক পরেই ২৯ নভেম্বর জামিন পেয়ে মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই নৌকার হাল ধরে ঝালকাঠী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান শাহজাহান ওমর।
ক্যাপ্টেন ওমর মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করে স্বাধীনতার পরে ‘বীর উত্তম’ পদক লাভসহ মেজর পদে পদোন্নতি লাভ করেন। কিন্তু মুক্তিযুদ্ধকালীন বরিশালের জেল পলাতক আসামি কুদ্দুস মোল্লার গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে মেধাবী ছাত্র শরফুদ্দিন ও তার ভাই বরিশাল মেডিক্যাল কলেজের ছাত্র’র চোখ উৎপাটনের মতো নারকীয় ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সে ঘটনায় সমগ্র বরিশাল উত্তাল হয়ে উঠেছিল। কুদ্দুস মোল্লার ঐ বিবেকহীন তাণ্ডবের সময় শাহজাহান ওমর উপস্থিত ছিলেন বলেও অভিযোগ ছিল। সে ঘটনায় মেজর ওমরের বিরুদ্ধে সেনা তদন্তে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয় বলেও জানা গেছে। বিচারে কুদ্দুস মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত।
১৯৭৮ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং ১৯৭৯ সাল থেকে একাধিক নির্বাচনে ধানের শীষের প্রতিকে ঝালকাঠী-১ আসনে বিজয়ী হন। ২০০১ সালে জয়ী হবার পরে শাহজাহান ওমর আইন প্রতিমন্ত্রী হয়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলে নানা বিতর্কের জন্ম দেন। এমনকি বরিশাল ও ঝালকাঠীর গণমাধ্যম কর্মীদের সাথে তার সম্পর্কের অবনতি বয়কট পর্যন্ত গড়ায়। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ ঝালকাঠী সদরের তৎকালীন এমপি ইসরাত জাহান ইলেন ভূট্টোর সাথেও তার সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছে যে, একজন সংসদ সদস্য হয়েও নিজ নির্বাচনী এলাকার সার্কিট হাউজে অবস্থান করতেন না।
এমনকি বিএনপি যখনই ক্ষমতায় থাকত, তখনই তার ব্যবহারে আওয়ামী লীগসহ বিরোধী দল ছাড়াও নিজ দলীয় নেতাকর্মীরা সাচ্ছন্দে চলাফেরা করতে বিব্রত বোধ করতেন। দুর্ব্যবহারের কারণেই এলাকার আলেম ওলামা থেকে মুরুব্বীআনগণও সব সময়ই শাহজাহান ওমরকে এড়িয়ে চলতেন।
এলাকায় তাণ্ডব চালাচ্ছে তার সাথে দলত্যাগী অনুসারীরা


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
আরও

আরও পড়ুন

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ

২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ

হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি

হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি

রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ

রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ

স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক

স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক

কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত

কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত

গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার

গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার

সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান

সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান

বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা

বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা

ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন

ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন

ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ

ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ

এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫

এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫

ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫

চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫

চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার

চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার

গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে

শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে

নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা

নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা

ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু

ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু