শিক্ষার্থীদের ১২ দফা ভিসির কাছে
১১ আগস্ট ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১১ আগস্ট ২০২৪, ১২:০২ এএম
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাধারণ শিক্ষার্থীরা ভিসির কাছে ১২ দফা দাবি জানিয়েছে। দাবি না মানলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছে। গতকাল শনিবার সকালে শিক্ষার্থীরা ভিসির কাছে ‘রুয়েটের অভ্যন্তরীণ ও প্রশাসনিক সংস্কারের’ দাবি জানান।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, এক দিনের মধ্যে সব ধরনের দলীয় রাজনীতিমুক্ত রুয়েট ঘোষণা করে বিজ্ঞপ্তি দিতে হবে। ভবিষ্যতে দলীয় রাজনীতি ঢোকার সুযোগ করে দিতে পারে এমন অরাজনৈতিক সংগঠন ছাত্র-সংসদ, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। রুয়েটের সব প্রশাসনিক পদে নিয়োগ পাওয়া শিক্ষকদের এক দিনের মধ্যে অব্যহতি দিয়ে পুনরায় শিক্ষার্থীদের পছন্দমতো ছাত্রবান্ধব শিক্ষকদের নিয়োগ দিতে হবে। সব হল প্রভোস্ট ও অ্যাসিস্ট্যান্ট প্রভোস্টদের এক দিনের মধ্যে অব্যাহতি দিতে হবে এবং পরে এসব পদে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে হবে। রুয়েটের যেসব নিয়োগ নিয়ে বিভিন্ন জাতীয় পর্যায়ের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, তারাসহ ইতোপূর্বে সব প্রশ্নবিদ্ধ নিয়োগ দ্রুততম সময়ে তদন্তের মাধ্যমে বাতিল করতে হবে। অস্ত্র হাতে যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাদের তিন দিনের মধ্যে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। এক দিনের মধ্যে ‘গণহত্যার’ প্রতি নিন্দা ও ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বিবৃতি প্রকাশ করতে হবে। আবাসিক হলগুলোর বর্তমান অ্যালোটমেন্ট বাতিল করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পুনর্বিন্যাস করতে হবে। সব পরীক্ষার বিস্তারিত ফলাফল, হলের কোন সিট কার নামে বরাদ্দ আছে, তার তথ্য ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করতে হবে। ক্লিয়ারেন্স, সেমিস্টার ফি, লাইব্রেরির জরিমানা, ডিপার্টমেন্টের বার্ষিক চাঁদা, আবাসিক হলের বিল, শিক্ষা শাখার বিভিন্ন কাগজপত্র, প্রোভিশনাল সার্টিফিকেট ইত্যাদি পরবর্তী অনধিক তিন মাসের মধ্যে অটোমেশন সিস্টেমের আওতায় এনে কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন বিল বা ফি প্রদানের জন্য বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য অনলাইন ব্যাংকিংয়ের ব্যবস্থা করা যেতে পারে।
রুয়েটের সব ধরনের টেন্ডার স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি টেন্ডার ও বাজেট-বিষয়ক সব তথ্য ওয়েবসাইটে নিয়মিত আপডেট করতে হবে। সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল পরবর্তী সেমিস্টার শুরু হওয়ার দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে। প্রতি একাডেমিক বর্ষে অনুষ্ঠিত ব্যাকলগ, সুপারলগ পরীক্ষায় আগের নিয়ম বাতিল করে সর্বোচ্চ তিনটি বিষয়ের পরিবর্তে পাঁচটি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে এবং এই পরীক্ষার সর্বোচ্চ গ্রেডিংয়ে ৩.০০-এর পরিবর্তে ৩.২৫-এ উন্নীত করতে হবে। রুয়েটের বিভিন্ন দফতরে অভিযোগ বাক্স রাখতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে যদি কোনো শিক্ষক বা শিক্ষার্থী কোনো সুবিধা নিতে গিয়ে লাঞ্ছনা বা অবহেলার শিকার হওয়ার প্রমাণ পাওয়া যায়, তাহলে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীরা আরো উল্লেখ করেছেন, অনেক ক্ষেত্রেই বিভিন্ন কাগজপত্র উত্তোলন ফি কমিয়ে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফি অনুসরণ করে নামমাত্র মূল্যে প্রদান করতে হবে। রুয়েটে নির্মাণাধীন হলগুলোর সব কাজ পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রশাসনিক ভবনগুলোর নির্মাণকাজ পরবর্তী ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে একটি স্থাপনা তৈরি করতে হবে। সম্প্রসারণ করতে হবে লাইব্রেরি। চলমান শিক্ষাবর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর জন্য তার একাডেমিক থিসিস কার্যক্রম পরিচালনা করার জন্য পর্যাপ্ত পরিমাণে আর্থিক অনুদান দিতে হবে এবং প্রতিটি একাডেমিক ভবনে ছেলেমেয়েদের আলাদা নামাজের জায়গার ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধর্মের অনুষ্ঠানগুলো পালনের সুব্যবস্থা করতে হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আড়াইহাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন সন্দেহভাজন গ্রেপ্তার
কারো নাম ‘ওয়াকিয়া জাহান আলিশা’ রাখা প্রসঙ্গে?
ভারতীয় দূতকে তলব, হাসিনার কথা বলা বন্ধ রাখার আহ্বান
মার্কিন-ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক গুঁড়িয়ে দিলো ইরান
মামুন হত্যাকাণ্ডে ২ শ্যুটারসহ ৫ আসামী রিমান্ডে
আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করতে উত্তরার ২১টি পয়েন্টে যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান
সদরপুরে জমিদার বাড়িতে চুরি ২ যুবকের জেল
স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে
চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত নিশানও চলে গেলেন না ফেরার দেশে
কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে বিক্ষোভ সমাবেশে পীর সাহেব মধুপুর
১৩ নভেম্বর ঘিরে কঠোর নজরদারিতে হবিগঞ্জ জেলা পুলিশ
কাউখালীতে নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত
মোদি সংকটে পড়লেই কেন কথিত ‘জঙ্গি’ হামলা হয় ভারতে?
নিষিদ্ধ আ‘ লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ
এনসিপির ঢাকা অফিসে ব্রিটিশ হাইকমিশনার, নির্বাচন ইস্যুতে নাহিদের সঙ্গে বৈঠক
আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গুলির খোসা উদ্ধার
প্রধান উপদেষ্টা কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন
ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা
মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে আগুন
ধর্মপ্রাণ মুসলমানরা মদিনার ইসলামে বিশ্বাসী, মওদুদীর ইসলামে নয়: হাফিজ ইব্রাহিম