হাতে খুব বেশি সময় নেই -বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা
০৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু হয়েছে। রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উসখুস করছেন, আমরাও নিজ পেশায় ফিরে যেতে চাই। আমাদের হাতে সময় বেশি নেই, বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।
গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংস্কার ও টেকসই উন্নয়নের সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। জ্বালানি উপদেষ্টা বলেন, আমাদের কাছে প্রত্যাশা আকাশচুম্বী, মানুষ মনে করছে আমাদের হাতে জাদুর চেরাগ রয়েছে, সব বদলে ফেলতে পারব। আমরা কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি, কোষাগারে টাকা নেই, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দেনা রয়েছে। তিনি বলেন, অন্য সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্য কি, সরকার হতে গেলে ভোট করতে হয়, সেখানে টাকা লাগে, পেশিশক্তি লাগে, নানান বিষয় থাকে। তাই সরকার কায়েমি স্বার্থের কাছে দায়বদ্ধ থাকে। আর আমরা দায়িত্ব গ্রহণ করেছি কায়েমি স্বার্থের কাছে দায়বদ্ধ না। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে হাজারের ওপর নিহত এবং আহতদের প্রতি দায়বদ্ধ। আমরা তাদের কথা মাথায় রেখে কাজ করছি। তিনি বলেন, সরকার হচ্ছে এক প্রকার আমানত। জনগণের টাকা খরচ করলেন তাদের কথা মাথায় রাখতে হবে। আমরা কোনো প্রকল্প নিলে মানুষের কাছে যাচ্ছি, তাদের মতামত নিচ্ছি। বাড়ি যাওয়ার প্রকল্প বাতিল করে দিচ্ছি, আমরা জনগণের চাওয়া অনুযায়ী প্রকল্প নিচ্ছি। যতটা সম্ভব দুর্নীতি কমানোর চেষ্টা চলছে। আর কেনাকাটা হবে প্রতিযোগিতার মাধ্যমে। ড. ফাওজুল কবির খান বলেন, সংস্কারের কাজ শুরু হয়েছে। বিদ্যুতের গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষের আপত্তি ছিল। আগের সরকার বিইআরসি আইন পরিবর্তন করে নির্বাহী আদেশে দাম বৃদ্ধি করে। আমরা সে পথে যাব না। দামের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিইআরসি। ২০১০ সালের বিশেষ বিধান (দায়মুক্তি আইন) বাতিল করা হয়েছে। এখন দরপত্র হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। তিনি বলেন, মেট্রোরেলের প্রধান হতে হলে তাকে সাবেক সচিব হতে হবে। আমরা বলেছি, তার প্রয়োজন হবে না। দেশ-বিদেশে মেট্রোরেল পরিচালনার অভিজ্ঞতা থাকলেই হবে। পিজিসিবির বোর্ড চেয়ারম্যান করা হয়েছে একজন অধ্যাপককে। জ্বালানি উপদেষ্টা বলেন, প্রতি বছর পাঁচ থেকে ছয় হাজার কোটির টাকার এলএনজি আমদানি করতে হচ্ছে। এটি ক্রমাগত বাড়তে থাকবে যদি দেশীয় গ্যাসের রিজার্ভ না বাড়ে। গ্যাসের মজুদ বাড়াতে বেশি করে কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, প্রতিদিন অনেক দুর্নীতি-অনিয়মের রিপোর্ট পাচ্ছি। আমি যদি শুধু এগুলোর পেছনে ছুটি তাহলে অন্য কাজ করা কঠিন হবে। দুর্নীতি-অনিয়মের পাশাপাশি দিক-নির্দেশনামূলক রিপোর্ট চাচ্ছি। যাতে আমাদের সিদ্ধান্ত নিতে সহজ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, আওয়ামী লীগ সরকার অবকাঠামো উন্নয়নের নামে লুটপাট করেছে। এতদিন এসব বিষয়ে কথা বলা যায়নি, আজকে বলা যাচ্ছেÑ এটিই ছাত্র আন্দোলনের সুফল। হাসিনা সরকারের আমলে প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়নি। আমরা চাই বর্তমান সরকার তাদের রোডম্যাপ প্রকাশ করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক মাহিন সরকার বলেন, আমরা দেখেছি দেশের সামগ্রিক অর্থনীতি সেভাবে আগায়নি, কিছু নব্যধনী তৈরি হয়েছে। বাংলাদেশের শ্রমিকদের সুবিধা সেভাবে নিশ্চিত করা যায়নি। যে কারণে প্রায় শ্রমিক অসন্তোষ দেখা যায়। বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। এগুলো আমাদের ঐতিহ্যের অংশ। অন্তর্বর্তীকালীন সরকার একটি রোডম্যাপ দিয়ে যাবে। এর পরে যে সরকার আসবে তাদের এগুলো বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী বলেন, বলা যায় ৯৯ শতাংশ প্রকল্প ওপর থেকে চাপিয়ে দেয়া হয়েছে, বিচার বিশ্লেষণ করার সুযোগ ছিল না। যে কারণে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি এবং রিটার্ন আসছে না।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইকোনমিক রিসার্চ প্ল্যাটফর্মের ডিরেক্টর ড. এ কে এম আতিকুর রহমান বলেন, বিদ্যুৎ খাতের যথেষ্ট উন্নয়ন হয়েছে, তবে কোয়ালিটি নিয়ে প্রশ্ন রয়েছে। অবকাঠামোগত উন্নয়ন মানের এক জরিপে (২০১৯ সাল) দেখা গেছে বাংলাদেশের অবস্থান ১০৫তম। উন্নয়নে প্রাথমিক জ্বালানি খাত সেভাবে গুরুত্ব পায়নি, জ্বালানির অভাবে বিদ্যুৎকেন্দ্র বেকার বসে থাকছে, যে কারণে পল্লী এলাকায় লোডশেডিং হচ্ছে। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, ফ্লাইওভারের দর্শন ষাটের দশকের দর্শন। যারা তখন না জেনে করেছে, অনেকে ভেঙে ফেলছে। আমরা সেই ভুল পথে হাঁটছি। আমরা বলেছি, লো কস্ট, কোথাও কোথাও নো কস্ট কিন্তু তবু হতো না। যেভাবে পচন ধরেছে, এটিকে টেনে তোলা খুব কঠিন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের সাবেক সভাপতি আক্তার মাহমুদ বলেন, ঢাকার ফুটপাথ কেটে ছোট করে রাস্তা করা হচ্ছে, ৩২ শতাংশ লোকসংখ্যা হেঁটে চলাচল করে। তাদের বিষয়ে মনোযোগ নেই, মনোযোগ সড়ককেন্দ্রিক। এটিকে সঠিক উন্নয়ন বলতে পারি না। সিপিডির রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিগত সরকারের অপরিকল্পিত বিনিয়োগের দায়ভার এই সরকারকে বহন করতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারে কার্যকর উদ্যোগ দেখতে পাচ্ছি, বিইআরসিকে কার্যকর করার প্রচেষ্টা দেখতে পাচ্ছি, এটি ভালো উদ্যোগ। তিনি বলেন, আমরা দেখেছি ঠিকাদার প্রজেক্ট প্রপোজাল রেডি করেন, এটিও বড় সমস্যা।
বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দিন মাহতাবের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। সিইএবির চিফ অ্যাডভাইজার কি চাংলিয়ান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড শরমিন্দ নিলোমী আলোচনায় উপস্থতি ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা