ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
আনিসুল, সালমান, কামাল মজুমদার, ব্যারিস্টার সুমন ও জাহাঙ্গীর গ্রেফতার

শমী কায়সার ও গান বাংলার তাপস ৩ দিনের রিমান্ডে

Daily Inqilab কোর্ট রিপোর্টার

০৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার ঘটনায় একটি মামলায় অভিনেত্রী শমী কায়সার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার কৌশিক হোসেন তাপসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকার অভিযোগ অস্বীকার করেছেন তাপস ও শমী কায়সার।
অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।
গ্রেফতার দেখানোর মামলার মধ্যে রাজধানীর মিরপুর ও উত্তরা পূর্ব থানার একটি করে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং মিরপুর থানার একই মামলায় সালমান এফ রহমান ও কামাল আহমেদ মজুমদার গ্রেফতার দেখানো হয়েছে।
ব্যারিস্টার সুমনকে রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যা মামলায় এবং লালবাগ থানার একটি হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।
গতকাল বুধবার সকালে ঢাকার মেট্রোপলপটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে সকল আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয় আর গ্রেফতার দেখানোর পর সবাইকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। গ্রেফতার দেখানোর শুনানি জন্য এদিন পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে আসামিদের আদালতে হাজির করা হয়।
শমী কায়সার ও তাপসের মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানা পুলিশের এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিকালে তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে এবং আসামি পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
শুনানিতে ফারুকী বলেন, তাপস একজন তবলাবাদক। ক্ষমতার অপব্যবহার করে গান বাংলা চ্যানেল ইঞ্জিনিয়ার সৈয়দ শামসুদ্দিন আহমেদের মালিকানা থেকে ছিনিয়ে নিয়ে দখলে নেয়। ভাবতাম, ওই চ্যানেল চলে কিভাবে। বিজ্ঞাপন নাই। কয়েকজন বিদেশী মহিলা দোতরা বাজায়, আর গান গায়। তার স্ত্রী বিউটিশিয়ান। শেখ হাসিনার বিউটিশিয়ানের কাজ করতো। সরকারি কনসার্টগুলো তাপস একতরফা নিয়ে নিতো। তাকে সাহায্য করতো আশরাফুল আলম খোকন। মাঝে মাঝে তাপস গণভবনে গিয়ে শেখ হাসিনাকে গান শোনাতো।
শুনানিতে শমী কায়সারের বিষয়ে বলেন, এরা ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করেছে। হাসিনাকে বাঁচাতে মাঝে মধ্যে নাটক করতো। আওয়ামী সাংস্কৃতিক জোটের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান, নাটক মঞ্চস্থ করেছে। কোটাবিরোধী আন্দোলনের সময় ঢাবিতে আন্দোলন চলছিল। তারা বিভিন্ন ব্যানার নিয়ে সেখানে দাঁড়ায়। বাঁধনসহ যারা আন্দোলনের পক্ষে ছিলো তারা এদের বিরুদ্ধে দাঁড়ায়। আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দেয়। হাসিনাকে খুশি করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে বাজে ভাষায় বক্তব্য দিতো।
তাপসের আইনজীবী বলেন, তাপসের রাজনৈতিক কোন পরিচয় নেই। তার চ্যানেল গান গাওয়ার। জনমত গঠন করে বিভ্রান্ত করার সুযোগ নেই। সে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলো। সেজন্য তাকে হুমকি দিয়ে ছিল অরুনা বিশ্বাস।
শমী কায়সারের আইনজীবী বলেন, সে স্বনামধন্য অভিনেত্রী। বুদ্ধিজীবী শহিদুল্লাহ কায়সারের মেয়ে। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
এরপর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি নিজেকে গান বাংলার প্রকৃত মালিক বলে দাবি করে বলেন, তাপস, রবিশঙ্কর ও আমানউল্লাহ খান চঞ্চল চৌধুরী ভয় দেখিয়ে জোর করে গান বাংলার মালিকানা তার কাছ থেকে লিখে নেয়।
এরপর আদালত শমী কায়সার ও তাপসের কোন বক্তব্য আছে কি না জানতে চাইলে তাপস বলেন, আন্দোলন দমাতে আমি কোনো সহযোগিতা করিনি। অন্দোলনের পক্ষে ছিলাম। এ জন্য আমাকে হুমকিও দেয়া হয়েছিল। আমি যে অন্যায় করিনি, জোর করে আমার ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। তখন বিচারক বলেন, তাহলে আপনি পালিয়ে ছিলেন কেন? জবাবে তাপস বলেন, পালাইনি, প্রতিদিন গান বাংলার অফিসে গিয়েছি। বাসায়ও ছিলাম। লোকেশন ট্র্যাকিং করলে পাওয়া যাবে।
এরপর শমী কায়সার বলেন, আমার বিরুদ্ধে বলা হচ্ছে, আন্দোলন নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট হাসিনার সাহায্য করেছি। অর্থ সহায়তা করেছি। অর্থ সহায়তা তো দূরের কথা, তখন ইন্টারনেট বন্ধ ছিলো। নেট চালু করতে ই-কমার্স ব্যবসায়ীদের সাথে ১৮ জুলাই বৈঠক করেছি। আমি আমার ফেসবুকে অন্দোলনে এতো মানুষ মারা যাওয়ায় সুষ্ঠু তদন্তে চেয়ে পোস্ট দিয়েছি। আমি জিয়াউর রহমানের বিরুদ্ধে কিছু বলিনি। ব্যক্তিগত আক্রমণ করিনি। এরপর আদালত তাদের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।
গত ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম ও পূর্ব থানা পুলিশ। আর গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়। তাপসকে ওইদিন তাকে কারাগারে পাঠিয়ে বুধবার রিমান্ড শুনানির দিন ঠিক করেন আদালত।
‘ইশতিয়াক মাহমুদ নামের একজন ভুক্তভোগী শমী কায়সার ও তাপসের বিরুদ্ধে এই হত্যাচেষ্টা মামলা করেন। ২৯ অক্টোবর মামলাটি রুজু হয়। মামলা থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসসহ অন্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন চার নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে মামলা দায়ের করেন।
শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি ছিলেন। তিনি গত ১৪ আগস্ট ই-ক্যাব থেকে পদত্যাগ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন শমী কায়সার। তাছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগে গত ১৩ অক্টোবর মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন
আরও

আরও পড়ুন

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

শুধু নারীদের জন্য

শুধু নারীদের জন্য

নিথর দেহ

নিথর দেহ

আত্মহননে

আত্মহননে

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

শুধু নামেই জিমনেসিয়াম

শুধু নামেই জিমনেসিয়াম

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈততা কাম্য নয়

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈততা কাম্য নয়

সচিবালয়ে আগুন সন্দেহজনক

সচিবালয়ে আগুন সন্দেহজনক