ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
অন্তর্বর্তী সরকারের সাফল্য-ব্যর্থতার তিন মাস প্রধান উপদেষ্টা একাই একশ’ নক্ষত্রের আলো ছড়ালেও অধিকাংশ উপদেষ্টা আলোহীন-গতিহীন :: হাসিনার মতো দিল্লির ‘নাচের পুতুল’ নয়, ভারত বার্তা পেয়েছে স্বমহিমায় এগিয়ে যাবেন ড. ইউনূস

দেশ কতটুকু এগোলো

Daily Inqilab স্টালিন সরকার

০৮ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম


‘গরিবের বৌ সবার ভাবি’ প্রবাদের মতো হিন্দুত্ববাদী ভারতের নরেন্দ্র মোদি বাংলাদেশের রাজনীতিকদের মেরুদ-হীন, তাঁবেদার, আজ্ঞাবহ, গরিবের বৌ মনে করেছিলেন। দেশের বড় বড় দলগুলোর ‘দিল্লির অনুকম্পা প্রত্যাশী’ মানসিকতায় মোদির এমন ধারণার জন্ম দেয়। ফ্যাসিস্ট হাসিনার ১৫ বছর ঢাকা কার্যত দিল্লির নিয়ন্ত্রণেই ছিল।
পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার পর যুক্তরাষ্ট্রের সহায়তায় আফগানিস্তানের (২০ বছর) মতো বাংলাদেশের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল ভারত। এ লক্ষ্যে জুডিশিয়াল ক্যুসহ নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের দৃঢ় নেতৃত্বে দিল্লির সব অপচেষ্টাই ভ-ুল হয়ে যায়। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ওয়াশিংটনে বিশ্বনেতাদের ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের দীর্ঘ তালিকাই বুঝিয়ে দেয় নেতা হিসেবে তার অবস্থান কোন পর্যায়ে। ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠনে সহায়তার জন্য প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো উঠেপড়ে লেগেছে। ফ্যাসিস্ট হাসিনার হাতে প্রায় ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতাসহ সার্বিক অগ্রগতি দেখতে চায় তারা।

আবার ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে এক সাগর রক্তের বিনিময়ে ‘দ্বিতীয় স্বাধীনতা’ অর্জনের পর গঠিত অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার সার্বিক জীবনযাপন কতটুকু স্বস্তিদায়ক করতে পারছে সে প্রশ্নও আছে। ত্রায়োদশ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট নিশ্চিতকরণ, পণ্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-গ্যাস সংকটের সুরাহা, আর্থিক খাতে উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা, শিল্পায়ন, নতুন বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বিঘেœ ব্যবসা-বাণিজ্যের সংকটের সুরাহা করতে পেরেছে বা সুরাহার যৌক্তিক পদক্ষেপ গ্রহণে কতটুকু সফল হয়েছে? অন্তর্বর্তী সরকারের তিন মাস সময়ে সঙ্গত কারণে এ বিতর্ক সামনে চলে এসেছে। প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তী সরকার তিন মাসে কতদূর এগোলো নাকি পেছালো? সরকার সফল নাকি ব্যর্থ ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেয়া অন্তর্বর্তী সরকারের তিন মাস মেয়াদে নির্মোহ পর্যালোচনা অপরিহার্য। কারণ তিন মাস যেকোনো নির্বাচিত সরকারের জন্য ‘হানিমুন পিরিয়ড’ হলেও অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়। কারণ শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে এবং জাতীয় সংসদে সংবিধান থেকে যে ‘তত্ত্বাবধায়ক সরকার বাতিল’ করেছে; সেখানে তত্ত্বাবধায়ক সরকারকে তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। ১৯৯১ সালে অস্থায়ী প্রেসিডেন্ট বিচারপতি সাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, ’৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার, ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার প্রশাসনিক নিত্যদিনের কাজের পাশাপাশি তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করেছেন। প্রশ্ন হচ্ছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তিন মাসে কোন পথে?

অস্বীকার করার উপায় নেই মাদার অব মাফিয়া শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনব্যবস্থা দেশকে খাদের কিনারে নিয়ে গিয়েছিল। দেশে কায়েম করা হয়েছিল মাফিয়াতন্ত্র। ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে চলতো দেশ। সিভিল প্রশাসনের আমলাদের কৃতদাস ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তাকে দানবে পরিণত করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন দেশে ছিল ভয়াবহ পরিস্থিতি বিরাজমান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রশাসন, শিক্ষাঙ্গন, পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা, বিদ্যুৎ, দ্রব্যমূল্য, স্বাস্থ্যসেবা সর্বত্র বিশৃঙ্খলা ও নৈরাজ্য চলছিল। বছরের পর বছর ধরে ডলার সংকট, ব্যাংকিং সেক্টরে গ্রাহকদের আস্থাহীনতা, রেন্টাল-কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হলেও গ্যাস-বিদ্যুৎ সংকট, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করায় লাগামহীন পণ্যমূল্য, শিল্পায়ন ও বিনিয়োগে ভাটা, নতুন বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে যাওয়া, কলকারখানায় উৎপাদন কমে যাওয়া, মুজিবকেন্দ্রিক অনৈতিক শিক্ষা অধিক গুরুত্ব দেয়ায় সামাজিক অবক্ষয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঘুষ-দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের কারণে স্বাস্থ্যসেবা ভেঙে পড়া, হাজার হাজার কোটি টাকা খরচ করে আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ২০১৪ সালের প্রার্থী ভোটারবিহীন, ২০১৮ সালের রাতে ব্যালটে সিল, ২০২৪ সালের ডামি প্রার্থীর নির্বাচন নামের সার্কাস করায় প্রশাসনযন্ত্র কার্যত শেখ হাসিনার কৃতদাসে পরিণত হয়ে যায়। আবার ভারতকে খুশি করতে দিল্লির স্বার্থে একের পর এক সিদ্ধান্ত নেয়া এবং প্রশাসনে ভারতের দালাল তৈরির পাশাপাশি প্রতিবেশী দেশের অনুগত ব্যক্তিদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানোয় গোটা প্রশাসনযন্ত্র কার্যত দিল্লির মুখাপেক্ষী হয়ে পড়েছিল। এ অবস্থায় জনগণের প্রত্যাশা অনুযায়ী অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষে জঞ্জাল পরিষ্কার করে দেশ পুনর্গঠন খুবই দুরূহ কাজ। কিন্তু ড. ইউনূস সেটা শুরু করেছেন। তিনি দৃঢ়তা এবং দূরদৃষ্টিসম্পন্ন নেতৃেত্বর পরিচয় দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেয়া অর্ধশতাধিক প্রবাসীর কারাদ- দেয়া হয়। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা পদে শপথ নিয়েই এক ফোনেই বন্দি ওই প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হন। ড. ইউনূস ছাড়া অন্য রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের পক্ষে এটা ছিল একেবারে দুরূহ।

সময় কারো জন্য অপেক্ষা করে না। অন্তর্বর্তী সরকার গঠনের পর সময় গড়াচ্ছে। মোটা দাগে দেখা যাক অন্তর্বর্তী সরকারের তিন মাসের সাফল্যগুলো। হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন এ মর্মে অপপ্রচার চালানো হয় আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে এ দেশে রক্তের গঙ্গা বইবে। বিরোধী দলগুলো প্রতিশোধপরায়ণ হয়ে লাখো মানুষ হত্যা করবে। ওবায়দুল কাদের বলেছিলেন, ‘এক রাতে ১০ লাখ লোক হত্যা করা হবে’। কিন্তু তা হয়নি। হাসিনার পলায়নের পর দীর্ঘদিনের পুঞ্জিভূত গণক্ষোভ থেকে বিক্ষুব্ধ জনতা জেলায় জেলায় আওয়ামী লীগের অফিস, মুজিবের মূর্তি ভাঙচুর করেছে। বাদ পড়েনি গণভবন এবং জাতীয় সংসদের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কিন্তু রক্তের গঙ্গা বয়নি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া লাশ পড়েনি। এ যুগের ঘসেটি বেগম হাসিনা জুটিশিয়াল ক্যু, সংখ্যালঘু নির্যাতন, গার্মেন্টসে বিশৃঙ্খলা, পাহাড়ে অশান্তি, আনসারদের দিয়ে সচিবালয় ঘেরাও, কর্মচারীদের আন্দোলনসহ বেশ কিছু ইস্যু সৃষ্টির মাধ্যমে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে। ড. ইউনূসের সরকার তা প্রতিহত করেছে। হাসিনা ঘোষণা দিয়েছিলেন তিনি চট করে দেশে ঢুকবেন এবং ড. ইউনূস সরকার এক মাসও টিকবে না। অন্তর্বর্তী সরকার এটা ট্যাকেল দিয়েছে। হাসিনা ঢুকতে পারেনি এবং সরকারও কার্যকর রয়েছে। ইতোমধ্যেই কয়েকটি সেক্টরে সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ যেসব দেশ হাসিনা রেজিমে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেসব দেশ এখন বাংলাদেশ পুনর্গঠনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ডলার সংকট দূর করেছেন এবং ব্যাংকিং সেক্টরকে গ্রাহকদের আস্থাশীল করে তুলেছেন। হিন্দুত্ববাদী ভারত শেখ হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশে জঙ্গি উত্থানের ‘ফেইক তথ্য’ প্রচার করে আন্তর্জাতিক মহলকে বাংলাদেশের বিরুদ্ধে প্ররোচিত করেছে। কিন্তু ড. ইউনূসের কারণে দিল্লির সেই অপচেষ্টা ভ-ুল হয়েছে। বরং হাসিনা পালানোর পর রেমিট্যান্স বেড়েছে, কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ বেড়েছে এবং বাণিজ্য প্রসারের পথ খুলেছে। হাসিনা ও তার দোসরদের বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্যদিকে ৩ মাসে জনপ্রত্যাশিত অনেক সাফল্য আসেনি। আন্তর্জাতিক পরিম-লে ড. মুহাম্মদ ইউনূসের উজ্জ্বল ভাবমর্যাদা এবং গ্রহণযোগ্যতাও ব্যাপক হলেও উপদেষ্টাদের অনেকেরই উজ্জ্বলতা চোখে পড়েনি। সরকার একজনকে দিয়ে চলে না, দরকার হয় পরিষদবর্গ। সরকার চালানোর জন্য যাদের উপদেষ্টা করা হয়েছে তাদেরও সমানতালে চলার সামর্থ্য, সদিচ্ছা ও মন্ত্রণালয় চালানোর কমিটমেন্ট থাকতে হয়। অভিযোগ রয়েছে প্রশাসনিক কাজে অভিজ্ঞতার অভাব ও দৃঢ়তা না থাকায় উপদেষ্টাদের অনেকেই হাসিনার অনুগত সচিবদের ‘নাচের পুতুল’ হয়ে পড়েছেন। কেউ কেউ হাসিনা অনুগত আমলাদের পরামর্শেই মন্ত্রণালয় চালাচ্ছেন। ফলে তিন মাসেও কয়েকটি মন্ত্রণালয় গতিশীল করা যায়নি। মূল কারণ ওই সব মন্ত্রণালয়ে হাসিনা অনুগতরা এখনো প্রশাসনে সর্বেসর্বা হয়ে বসে আছেন। সিভিল প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবিতে কিছু পরিবর্তন, বাধ্যতামূলক অবসর এবং রদবদল আনা হলেও এখনো যাদের দিয়ে হাসিনা ১৫ বছর ‘জনগণকে দমন’ করে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিলেন তাদের প্রশাসন থেকে মাইনাস করা যায়নি। যারা বিগত তিনটি পাতানো নির্বাচনে অঘোষিত ডিকটেশন অনুযায়ী কাজ করে সরকারের ইচ্ছা পূরণ করেছে, বিনিময়ে দেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে ও বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের হাতে এখনো প্রশাসনের চাবি। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণরোষ মোকাবিলায় যারা শত শত মানুষ হত্যার নির্দেশ দিয়েছে এবং হত্যা করেছে তাদের প্রশাসন থেকে বিদায় করা হয়নি। এতদিনেও কেন সেটা সম্ভব হয়নি নেপথ্যের সে রহস্য ডালপালা ছড়াচ্ছে।

অন্তর্বর্তী সরকারের কাছে পাহাড়সম প্রত্যাশার সমান্যতম না পাওয়ায় কিছু মানুষের মধ্যে অস্থিরতা এবং হতাশা বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় এ সুযোগ নিয়ে হাসিনার অলিগার্ক বুদ্ধিজীবীরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। নেটিজেনরা তাদের নাম দিয়েছে ‘আফসোস লীগ’। তারা ‘আগের সরকারই ভালো ছিল’ প্রচার করছেন। কিন্তু কি করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা? ভারত গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়েছে। হাসিনার মতো খুনিকে আশ্রয় দেয়ার পরও ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

প্রশাসনে ড. মুহাম্মদ ইউনূস একাই একশ’ নক্ষত্রের মতো জ্বললেও উপদেষ্টাদের অবস্থা নিভু নিভু। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়ায় তারা ব্যাংকিং ও আর্থিক খাতে বিশৃঙ্খলা রোধ করতে সক্ষম হয়েছেন। হাসিনার রেখে যাওয়া ঋণের কিছু বকেয়া সুদও পরিশোধ করেছেন। অর্থ মন্ত্রণালয় সাফল্য দেখালেও ড. সালেহ উদ্দিন আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়ে একেবারে নিষ্প্রভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার উদ্যোগে আন্তর্জাতিক অপরাধ ট্র্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু করেছেন। কিন্তু তিনি এরই মধ্যে নানা কারণে বিতর্কিত হয়ে পড়েছেন। তিনি যেন কোন অদৃশ্য সুতার টানে চলছেন। তাকে সংস্কৃতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় ওই মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্রসহ প্রতিটি প্রতিষ্ঠানে তিনি তথাকথিত বাম ও ভারতীয় চেতনাধারীদের বসিয়েছেন, যা নিয়ে বিতর্ক হচ্ছে। তিনি অন্তর্বর্তী সরকারকে বিব্রত করে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে পদচ্যুত ইস্যুতে ফাউল কথা বলে বিতর্কের সৃষ্টি করেন। ভারতে বসে হাসিনা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছেন। অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা নীরব দর্শক? পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেনের কথা বলার স্টাইল ও ‘বডি ল্যাঙ্গুয়েজ’ দেখে মনে হয় উনি ‘নিরীহ গোবেচারা’ স্বভাবের। সংখ্যালঘু নির্যাতন ইস্যুসহ নানা ফেইক ইস্যুতে ভারত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। হাসিনার পুত্র গণহত্যার ইন্ধনদাতা সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটন ডিসিতে পাচার করা টাকা ব্যয়ে লবিং ফার্ম ‘স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসিকে’ নিয়োগ করেছেন। ভারতও সে দেশের গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ঠেকাতে কূটনৈতিক চ্যানেলে কোনো উদ্যোগ নেননি পররাষ্ট্র উপদেষ্টা। বিদেশে অবস্থানরত বাংলাদেশের দূতাবাস মিশনগুলোকে কাজে লাগিয়ে ভারতীয় অপপ্রচারের জবাব দেয়া যেত তিনি সে উদ্যোগ নেননি। বিদেশে বাংলাদেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে বিভিন্ন সময় বক্তব্য দিতে দেখা যায়; কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে দেখা যায় না। সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। দীর্ঘ তিন মাসেও তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি। পুলিশ প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে পারেননি। বয়সের চেয়ে বেশি বৃদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলতেও কাঁপেন। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা অথচ খুন, গুম এবং হত্যা মামলার বিতর্কিত নেতা-আমলা-সাবেক পুলিশ কর্তারা নির্বিঘেœ দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। সেনা, বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। সেনাসদস্যদের বিচারিক ক্ষমতাও দেওয়া হয়। বাস্তবতা হচ্ছে জানমালের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন জনগণ আশ্বস্ত হতে পারছে না। ওই উপদেষ্টাকে বাড়তি দায়িত্ব দেয়া হয় কৃষি মন্ত্রণালয়ের। সাবেক সেনাকর্মকর্তা কৃষির কি বোঝেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রেজওয়ানা হাসান এনজিওর বাইরে বের হতে পারছেন না। তিনি সভা-সেমিনার আর কথার ফুলঝুরি ছড়ানোয় বেশি ব্যস্ত। সেমিনার-সিম্পোজিয়াম করার পুরনো অভ্যাস তিনি ত্যাগ করতে পারেননি। পরিবেশ উপদেষ্টার পলিথিনের ব্যবহার বন্ধের উদ্যোগও প্রশংসার দাবিদার। কিন্তু তার এ উদ্যোগ মাঠে তেমন প্রভাব পড়েনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাকে দেয়া হয়েছে সেই নূরজাহান বেগম নাকি স্বাস্থ্য সম্পর্কে একেবারেই অজ্ঞ। শিক্ষা উপদেষ্টা বয়সের কারণে অফিস করতে পারেন না। ধর্ম উপদেষ্টা পদে যাকে দেয়া হয়েছে তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তার হজ প্যাকেজ প্রশংসা পেয়েছে।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান নীরবে কাজ করে যাচ্ছেন। মানবাধিকার কর্মী এই আইনজীবী উপদেষ্টা কথার চেয়ে কাজকে বেশি প্রাধান্য দিচ্ছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ প্রশাসন চালাচ্ছেন চলনসই। তারা সফল না ব্যর্থ বোঝার উপায় নেই। ফারুক-ই-আজম, সুপ্রদীপ চাকমা, ডা. বিধান রঞ্জন রায় কর্মকা- অজানা। তবে আশার কথা অনভিজ্ঞ দুই ছাত্রনেতা উপদেষ্টা পরিষদে নিজ নিজ মন্ত্রণালয়কে গতিশীল করতে সক্ষম হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পূর্বঅভিজ্ঞতা না থাকলেও তারা নিজ নিজ মন্ত্রণালয়ে কাজের গতি এনেছেন। এরই মধ্যে সুনামও কুড়িয়েছেন।

৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কয়েক দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আগামী নির্বাচন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন এবং বিভিন্ন দাবি, প্রস্তাবনা তুলে ধরেছেন। নির্বাচন কমিশনসহ কয়েকটি প্রতিষ্ঠানে সংস্কার আনতে সংস্কার কমিশন গঠন করেছেন। ড. ইউনূস ঘোষণা দিয়েছেন দ্রুত সংস্কার করে নির্বাচনের পথে হাঁটবেন। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চায় দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর। বেশির ভাগ দলই সেটা চায়। কিন্তু ভারতের ফাঁদে পা দিয়ে কেউ কেউ আনুপাতিক হারে জনপ্রতিনিধিত্বের নির্বাচন চাচ্ছেন। তাদের ভাবখানা আওয়ামী লীগকে সংসদের প্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে। এ ফাঁদে পা দিয়ে জামায়াতসহ কয়েকটি দল শোরগোল করলেও তা ধোপে টেকেনি। সংস্কার কমিশনগুলো কার্যক্রম শুরু করেছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে। ভারত বার্তা পেয়ে গেছে ড. মুহাম্মদ ইউনূস স্বমহিমায় বাংলাদেশকে এগিয়ে নেবেন; হাসিনার মতো দিল্লির দাসত্ব করবেন না। উপদেষ্টাদের মধ্যে যাদের পতিত আওয়ামী লীগের তাঁবেদারি ও দিল্লিকে খুশি করার মানসিকতায় ভুগছেন তাদের দ্রুত দালালির পথ পরিহার করা উচিত। মূলত আবু সাঈদ, মুগ্ধসহ হাজারো শিক্ষার্থী-জনতা বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে। সেই সঙ্গে চেয়েছে প্রশাসনিক কাজে নাগরিকের দৈনন্দিন সমস্যার সমাধান। কিন্তু অন্তর্বর্তী সরকার প্রথমেই হোঁচট খায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। পুলিশ অফিসারদের বেশির ভাগই হাসিনার একান্ত অনুগত ছিল। তারা অন্যায়-অত্যাচার-ঘুষ-দুর্নীতি করে টাকার পাহাড় গড়েছে। গ্রেফতারের ভয়ে তারা কাজে যোগদান না করে পালিয়েছে। তারপরও গোটা বিশ্ব যাকে এক নামে চেনেন সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস সুচিন্তিত দৃঢ়তার সঙ্গে জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথে এগিয়ে চলছেন। উপদেষ্টা পরিষদ যারা নিস্তেজ তারা সহসাই সাহসী হয়ে নিজ নিজ মন্ত্রণালয়কে গতিশীল করবেন সবার সেটাই প্রত্যাশা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন
আরও

আরও পড়ুন

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

শুধু নারীদের জন্য

শুধু নারীদের জন্য

নিথর দেহ

নিথর দেহ

আত্মহননে

আত্মহননে

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

শুধু নামেই জিমনেসিয়াম

শুধু নামেই জিমনেসিয়াম