টিসিবির তালিকা করছে আওয়ামী লীগ
০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
ফরিদপুর পৌরসভায় আওয়ামী লীগের লোকদের দিয়ে তৈরি করা হচ্ছে টিসিবির উপকারভোগীদের তালিকা। এ অভিযোগ ফরিদপুর বিএনপির। এমন অভিযোগ করে পৌর প্রশাসক ও জেলা প্রশাসকের কাছে তীব্র ক্ষোভ জানিয়েছে ফরিদপুর মহানগর বিএনপি।
তাদের অভিযোগ, আওয়ামী লীগের মেয়রের নিযুক্ত লোকদের দিয়েই এবারো টিসিবি কার্ডের তালিকা করার কাজ চলছে। এতে নানা অনিয়ম ও দুর্নীতির চলছে এ কাজে।
সরেজমিন দেখা গেছে, গতকাল শুক্রবার জানা যায়, বুধবার দুপুর থেকে এর প্রতিবাদ জানাতে ফরিদপুর পৌরসভা কার্যালয় চত্বরে অবস্থান নেন মহানগর বিএনপি ও ২৭টি ওয়ার্ড কমিটির নেতারা। তাদের সঙ্গে ছাত্রনেতারাও ছিলেন। সেখানে বিকেল পর্যন্ত পৌর কর্তৃপক্ষকে না পেয়ে তারা রওনা হন পৌর প্রশাসকের পদে দায়িত্বরত স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলামের কার্যালয়ে। নেতারা তার সামনে টিসিবির উপকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মের বিবরণ তুলে ধরে এর তীব্র প্রতিবাদ করেন।
এ সময় ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি বলেন, আমরা জানতে পেরেছি- কোনো একটি বিশেষ গোষ্ঠী টিসিবির উপকারভোগীদের তালিকা প্রণয়নের দায়িত্ব পেয়েছে। বিষয়টি জাস্টিফাই করতে আমরা দ্বায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসকের কাছে এসেছি। যদিও তিনি আমাদের জানিয়েছেন, এমন কোনো দায়িত্ব কাউকে দেয়া হয়নি। আমরা তাকে বলেছি, যদি এভাবে কারো কাছ থেকে তালিকা নেয়াও হয় সেগুলো যেনো বাতিল করা হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ ইনকিলাবকে বলেন, আগে আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলরদের কাছ থেকে টিসিবির তালিকা করা হতো। আমরা জানতে পেরেছি তিনি (পৌর প্রশাসক) এখনো আওয়ামী লীগের লোকদের কাছ থেকে টিসিবির উপকারভোগীদের তালিকার নাম নিচ্ছেন। আন্দোলন-সংগ্রামে যেহেতু ফ্যাসিবাদ সরকারকে সরানো হয়েছে, তিনি এখনো সেই ফ্যাসিবাদের লোকদের কাছ থেকে কেনো টিসিবির উপকারভোগী লোকদের তালিকা নিবেন? আমরা অনুরোধ জানিয়েছি, অন্যান্য সকল রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে তিনি এই তালিকা করুক। কিন্তু সেটি না করে তিনি যদি পূর্বের মেয়রের নিয়োগপ্রাপ্ত লোকদের দিয়েই তালিকা করেন তাহলে সেটিতো আওয়ামী লীগের পক্ষেই গেলো।
এ ব্যাপারে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম ইনকিলাবকে বলেন, টিসিবির উপকারভোগীদের একটি তালিকা প্রণয়নের কাজ আমার হাতে রয়েছে। সপ্তাহ খানেকের মধ্যেই সেটি সম্পন্ন করা হবে।
তবে তিনি দাবি করেন, টিসিবির উপকারভোগীদের এমন তালিকা করার জন্য কাউকে দায়িত্ব দেয়া হয়নি। নীতিমালা বা আইনের বাইরে আমি এক পা ও নড়ছি না। যদি কেউ কাউকে দিয়ে এমন কোনো তালিকা গছিয়ে দেয়ার চেষ্টাও করে, তা আমার সামনে আনার সাহসও পাবে না তারা।
রওশন ইসলাম বলেন, এরইমধ্যে এমন কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে যাতে অনেকের চাকরি নিয়ে টানাটানি করতে হয়। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবেন সকলে।
পৌরসভায় এমন অনেক স্টাফ আছে যারা কোনো না কোনো রাজনৈতিক মদদপুষ্ট। তারা আমার বিরুদ্ধেও আচরণ করছে।
উপকারভোগীদের তালিকা প্রণয়নে বিএনপি ও ছাত্র নেতাদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি সন্দেহ করছি পৌরসভার অভ্যন্তরে কোনো লোক প্রশাসনকে বা সরকারকে বিব্রত করতে কোনো কাজ করতে পারে। যদি সেটি ফাইন্ডআউট করতে পারি তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া টিসিবির ডিলারদের ডিলারশিপ বাতিলের ব্যাপারে কোনো এজেন্ডা তার সময়কালে নেয়া হয়নি বলেও জানান এ পৌর প্রশাসক। পরে নেতারা বিষয়টি জানাতে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে সাক্ষাৎ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে এরমধ্যে প্রায় ৯ হাজারের মতো উপকারভোগীদের তালিকা করা হয়। তবে এবার কতজনকে এই কার্ড দেয়া হবে তা নির্দিষ্ট করে জানা যায়নি।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির মাধ্যমে প্রত্যেক কার্ডধারী এর আওতায় ৭০ টাকা দরে এক কেজি চিনি, ৬০ টাকা দরে মসুর ডাল ও ১০০ টাকা দরে এক লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পারায় এতে ক্রেতাদের সংখ্যা বাড়ছে। নিয়মিত ট্রাকে করে এসব পণ্য বিক্রির পাশাপাশি নিয়মিত কার্যক্রম হিসেবে প্রতি মাসে টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত