শ্রমিকদের ধর্মঘট থেকে সেনাবাহিনীর গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ
০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
যশোরের চাঁচড়া মোড়ে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলাকালে সেনাবাহিনীর গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ শ্রমিকনেতাকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সাথে শ্রমিক নেতৃবৃন্দের বৈঠকে কোনো সুরাহা হয়নি। বেনাপোল বাস টার্মিনাল ব্যবহার করার জন্য প্রশাসন থেকে বলার পর এর প্রতিবাদে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ধর্মঘট পালন করা হয়।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ বাচ্চু জানান, বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান ফোন করে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে বলেন, বাস চলাচলের জন্য টার্মিনাল ব্যবহার করতে হবে। হঠাৎ করে এ কথা বললে তো ব্যবহার করা যায় না। এ কথা শুনে পরিবহন শ্রমিকরা চাঁচড়া মোড়ে বাস আড়াআড়িভাবে রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বিকেল ৩টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে শ্রমিক নেতৃবৃন্দের আলোচনায় বসার কথা ছিল। এর মধ্যে চাঁচড়া মোড় দিয়ে সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল কিন্তু বাধার সম্মুখীন হয়। যানজট দেখে গাড়ি থেকে সেনা সদস্যরা নেমে পরিবহন শ্রমিকদের যানজট নিরসন করতে বলেন। ওই সময় পরিবহন শ্রমিকদের মধ্য থেকে সেনাবাহিনীর গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ চারজনকে আটক করে সেনাবাহিনী।
এ বিষয়ে সন্ধ্যায় কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসকের সাথে শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, বেনাপোল টার্মিনালে বাস রাখতে হবে। রাস্তায় বাস রেখে যানজট সৃষ্টি করা যাবে না। মানুষের নিরাপদে চলাচলের উপযোগী করতে হবে। সেই সাথে বেনাপোল থেকে কোন ইজিবাইক, থ্রী হুইলার যাতে যাত্রী নিয়ে ঝিকরগাছা, চৌগাছার দিকে আসতে না পারে সে বিষয়ে খেয়াল রাখতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসানকে নির্দেশ দেন।
এর আগে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্তুজা হোসেন বলেন, হাইওয়ে সড়কে ইজিবাইক, থ্রি হুইলার যাত্রী আনা নেয়া করে। এতে করে পরিবহনে যাত্রী কমে যাওয়ায় মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ হাইওয়ে সড়কে এগুলো চলাচল নিষিদ্ধ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সেনাবাহিনীর কর্মকর্তার সাথে কথা বলে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে কথা বলতে বলেন। এরপর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সমন্বয় কমিটির সদস্য সচিব মাহাবুবুর রহমান মজনু সেনাবাহিনীর কর্মকর্তার সাথে কথা বললে বলেন, যারা সেনাবাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ করেছে তাদের সোপর্দ করলে আটক সংগঠনের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ চারজনকে ছেড়ে দেয়া হবে। তবে এ বিষয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ কি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা জানা যায়নি।
কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোর্তুজা হোসেন, ট্যাংক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম লাল্টু, সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুর, মিনিবাস মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দীন পাপ্পু, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সমন্বয় কমিটির সদস্য সচিব মাহাবুবুর রহমান মজনুসহ নেতৃবৃন্দ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত