নদীর দেশে নদীই সংকটে
০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
ঠাকুরগাঁওয়েও ঠেকানো যাচ্ছে না নদ-নদীর অবৈধ জমি দখল। এ যেন নদীর দেশে নদীই সংখ্যালঘু। দেশে নদী রক্ষা আইন থেকেও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দিন দিন বেপরোয়া হয়ে পড়েছে নদী দখলদ্বাররা। নদী দূষণকারী ও দখলদারদের কোনো শাস্তি হয়েছে এমন নজির নেই।
এক শ্রেণির সুবিধাভোগীর হস্তক্ষেপে দখলি জমিতে নতুন নতুন বসতভিটা, দোকানপাট ও শিল্প-কারখানা গড়ে তোলায় দিন দিন নদীর গতিপথ বন্ধ হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে অচিরেই হারাবে নদী তার চিহ্ন। যেন কমছেই না নদীর ওপর চলা নির্মম নির্যাতন। আর পানি উন্নয়ন বোর্ড বলছেন, কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত হয়েছে অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধারের।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, জেলার ১৩টি নদীর দৈর্ঘ্য প্রায় ৪৯১ কিলোমিটর। আর তালিকাভুক্ত ৪৬০ জনের দখলকৃত জমির পরিমান সাড়ে সাত একর। অভিযান পরিচালনা করে ১৩৩ জনের দখলকৃত জমি উদ্ধার হয়েছে প্রায় তিন একর।
দখলকারীদের কবলে পড়ে নদী হারিয়েছে জীবন্ত সত্তা। ঝুঁকিতে পড়েছে পরিবেশ। নদীদূষণসহ অবৈধ স্থাপনা তৈরি করায় মূল নদীর প্রবাহ অত্যন্ত সংকুচিত হয়ে পড়ছে। এভাবেই হত্যা করা হচ্ছে নদীগুলোকে। যেন দেখার কেউ নেই। নদীরক্ষা আইন আছে, রয়েছে কঠোর শাস্তির বিধানও। কিন্তু আইনের প্রয়োগ না থাকায় বেপরোয়া হচ্ছে দখলকারিরা। নদীর গতিপথ ধীরে ধীরে বন্ধ হতে থাকলেও কার্যত পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের। আর বছরের পর বছর এমন অবস্থা চলতে থাকায় প্রাকৃতিক ভারসাম্য নষ্টের পাশাপাশি বেকার হয়ে পড়ছেন স্থানীয় জেলেরা।
জেলা শহরের পাশ দিয়ে বয়ে চলা টাঙ্গনের মত প্রতিটি নদীই এখন ধু-ধু বালু চর। বর্ষা কিংবা খরা মৌসুমে পানি শুকিয়ে জেগে উঠছে চর। টাঙ্গন, শুক ও সেনুয়াসহ ১৩টি নদীর তীরবর্তী এলাকায় অবৈধ দখলদারদের মাধ্যমে দিনের পর দিন গড়ে তোলা হচ্ছে বসতভিটাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ অবস্থায় দখল আর সময়-অসময়ে অপরিকল্পিত খননে কোনোভাবেই প্রাণ ফিরছে না এসব নদীর। চর জেগে ওঠায় দিন দিন গতিপথ বন্ধের পাশাপাশি ছোট হয়ে আসছে নদীগুলোর সীমানা। এ সুযোগ কাজে লাগিয়ে জমি দখলে মরিয়া হয়ে উঠছে দখলদাররা।
স্থানীয়রা জানান, প্রতিনিয়ত নদীর জমি দখল হতে থাকলেও অজ্ঞাত কারণে তেমন কোনো ব্যবস্থা নেন না পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ফলে দিন দিন নদীর সীমানা ছোট হয়ে পরিণত হচ্ছে মরা খালে। দ্রুত ব্যবস্থা না নিলে নদী অচিরেই নিশ্চিহ্ন হবে।
তারা আরো জানান, এরই মধ্যে বেশকয়েকটি নদীর জমি দখলকৃতদের তালিকা প্রণয়ন করেছে। বাস্তবতা বিবেচনায় দিনের পর দিন দখল হয়ে যাওয়া জমি উদ্ধার এখন জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
পরিবেশবাদীরা বলছেন, নির্দেশনা ও সুপারিশ বাস্তবায়নে বড় আকারের কার্যকর উদ্যোগ নেই। দেশের নদ-নদী অব্যাহতভাবে দখল হয়েছে, হচ্ছে। ধনী-দরিদ্র, শিক্ষিত-নিরক্ষর, রাজনীতিক-ব্যবসায়ী, জনপ্রতিনিধি-সাধারণ মানুষ-সমাজের প্রায় সর্বস্তরের সব শ্রেণিপেশার মানুষ অবৈধভাবে নদী দখলের সাথে যুক্ত।
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম যাকারিয়া ইনকিলাবকে জানান, নদী রক্ষার জন্য সরকার কমিশন গঠন করলেও তারা উল্টো দখলদার ও দূষণকারীদের পক্ষে কাজ করেছে বলে অভিযোগ তাদের। আর তালিকা ধরে দখলকৃত জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে কয়েকটি কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব জমি উদ্ধারে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন
লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়
রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি
সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত