ঢাকা   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ৩০ পৌষ ১৪৩১
২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন, চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২ জনে

সারাদেশে ভয়াবহ ডেঙ্গুর আতঙ্ক

Daily Inqilab একলাছ হক

০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম


দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। বরং এডিস মশার বিস্তার সারাদেশে ছড়িয়ে পড়ছে। রাজধানী ঢাকার পাশাপাশি গ্রামগঞ্জেও দিন দিন বেড়ে চলেছে ডেঙ্গু রোগী। প্রতিদিনই ঢাকার হাসপাতালগুলোতে আসছে দেশের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী রোগী। ঢাকার স্থানীয় রোগী ও জেলা বা উপজেলা এলাকা থেকে আসা রোগী নিয়ে বিপাকে পড়ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরাও ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন। প্রতিটি হাসপাতালেই ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। নভেম্বর ও ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। নিয়ন্ত্রণ করা না গেলে সংক্রমণের সঙ্গে বাড়বে মৃত্যু। সচেতনতার পাশাপাশি, জ্বর হলেই অ্যান্টিবায়োটিক সেবন না করার পরামর্শ তাদের। শীতে মশার প্রজনন কমে আসে। যদিও মাত্রাতিরিক্ত প্রজনন ও সংক্রমণে এ বছরের চিত্র ভিন্ন।

উন্নয়নশীল দেশগুলোর জন্য মশাকে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মশার কারণে মানুষসহ অন্যান্য প্রাণীদের আক্রান্ত হওয়া এবং মশক নিধনে পরিবেশ ও প্রতিবেশের যে ক্ষতি হয়- বিশ্বে তার পরিমাণ বার্ষিক ৬১ মিলিয়ন ডলার। দীর্ঘমেয়াদে দেশব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে গবেষণা এবং উন্নয়নের উপর জোর দিচ্ছেন তারা। যদিও চিকিৎসকরা বলছেন, এ বছর গুরুতর রোগীর সংখ্যা কম হলেও নানা উপসর্গ নিয়ে আছেন তারা। এক্ষেত্রে আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের ঝুঁকি বেশি থাকে।

বিশেষজ্ঞরা বলেন, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর এখন আর শুধু বর্ষা মৌসুমের রোগ নয়। ধরন বদলে সারা বছরজুড়ে দাপট দেখাচ্ছে ডেঙ্গু। এমনকি শীতেও ছড়াচ্ছে প্রকোপ। আগে রাজধানী ঢাকায় বেশি দেখা দিলেও এখন ছড়িয়ে পড়েছে বিভাগীয় শহরগুলোতেও। জানুয়ারি থেকে প্রতি মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে কমবেশি মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো পাঁচজন। এতে ডেঙ্গুতে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন। চলতি বছর মোট রোগীর সংখ্যা ৬৯ হাজার ৯২২ জন। স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। আর বাকি দুইজন চট্টগ্রামের। ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত একদিনে চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৪৩ জন, বরিশাল বিভাগে ৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৯৭ জন, রাজশাহী বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের প্রথম দিন থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৪২ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৯২২ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ১৫৫ জনের মৃত্যু হয়েছে। ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৬৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ২১ জন, ঢাকা বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ২ জন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা এবং রাজশাহী বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে চলমান নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু রোগীর তালিকা অনুযায়ী তাদের তথ্য ও ঠিকানা সংগ্রহ করে আবাসস্থল ও চারপাশে বিশেষ লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হচ্ছে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানো হয়েছে। জনগণকে সচেতন করার লক্ষ্যে ডিএনসিসির দশটি অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করছে নিয়মিত।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, মশক নিধন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির জন্য এ বছর শুরু থেকেই আমাদের কর্মকর্তারা সরেজমিনে মাঠে কাজ করে যাচ্ছে। ডিএনসিসির কর্মকর্তা এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম নিয়মিত মশক নিধন কার্যক্রম তদারকি করেছে। সারা বছর আমাদের কর্মীরা জনগণকে সচেতন করেছে। ডেঙ্গু রোগের সংক্রমণ হতে নাগরিকদের রক্ষাকল্পে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মাইকিং, লিফলেট বিতরণ, র‌্যালি এবং বাড়ি-বাড়ি এডিস মশার প্রজননস্থল অনুসন্ধান করে ধ্বংস করার ফলে গত বছরের তুলনায় এই বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কম। আমরা এটি আরও নিয়ন্ত্রণে আনতে কার্যক্রম জোরদার করেছি।

তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের রোগীর তালিকা অনুযায়ী তাদের সাথে যোগাযোগ করছি এবং কন্টাক্ট ট্রেসিং এর ব্যবস্থা করছি। প্রায় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি রোগীর ঠিকানা ডিএনসিসি দেখানো হলেও তিনি আসলে এই উত্তরের বাসিন্দা নয়। রোগীর তথ্য যাচাই-বাছাই করে দেখা যায় তালিকার তুলনায় আমাদের ডিএনসিসির এলাকার প্রকৃত রোগীর সংখ্যা অনেক কম। একটা সঠিক এবং সময়োপযোগী কর্ম পরিকল্পনার জন্য সঠিক বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত অত্যন্ত জরুরি।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, উত্তর সিটি করপোরেশন শুধু হাসপাতালের ডেঙ্গু রোগীদের নিয়ে কাজ করছে না বরং কমিউনিটিতে যে রোগীগুলো আছে তাদের খুঁজে বের করার জন্য সিটি করপোরেশনের ভলেন্টিয়ার গ্রুপ সক্রিয় রয়েছে। এছাড়া উত্তর সিটি করপোরেশনের ৩৬টি নগর মাতৃসদন ও মাতৃকেন্দ্রে বিনামূল্যে নাগরিকদের জন্য ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এতে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেশি হলেও সঠিক সময়ে রোগ নিরূপণ ও সঠিক চিকিৎসা প্রাপ্তি উত্তর সিটি করপোরেশনের রোগীদের জটিলতা ও মৃত্যুহার বহুলাংশে কমাতে সাহায্য করছে বলে আমরা মনে করি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন জানান, বাৎসরিক কর্মপরিকল্পনা ও দৈনন্দিন সূচি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অব্যাহতভাবে নিয়মিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে চলেছে। পরিকল্পনার আওতায় মশক নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে একযোগে নানাবিধ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। কর্মপরিকল্পনার আওতায় নিয়মিত সকল ওয়ার্ডে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম সূচি অনুযায়ী পরিচালনা করা হয়। ডিএসসিসি লাইভ মনিটরিং নামক ফেসবুক গ্রুপের মাধ্যমে দৈনন্দিন পরিচালিত এই কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হয়।

এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনা তৈরি ও ওয়ার্ড পর্যায়ে সকল ছাত্র, তরুন, যুবকদের সম্পৃক্ত করা হয়েছে, মাইকিং, পোস্টার সাঁটানো, লিফলেট বিতরন, মসজিদে জুমা›র নামাজের খুতবার সময় ডেঙ্গু সচেতনতা বার্তা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত সচেতনতামূলক সভা, এলইডি মনিটরে প্রচারনা কার্যক্রম পরিচালনা করা হয়। ৪৮টি থানা ও পুলিশফাঁড়িতে, ৮৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে, ডিএসসিসি আওতাভুক্ত সকল সরকারি-বেসরকারি হাসপাতালে একাধিকবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশক নিধন চিরুনি অভিযান পরিচালনা করা হয়। ডেঙ্গু রোগীর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোগীর হোল্ডিং ও আশেপাশের ৩০০ গজ এলাকায় কুইক রেসপন্স টিমের মাধ্যমে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। এডিস মশার উৎসস্থলে লার্ভিসাইডিং হিসেবে টেমিফসের পাশাপাশি লোভালিউরণ ট্যাবলেট ব্যবহার করা হয়। প্রতিদিন সকালে লার্ভিসাইডিং ও বিকালে এডাল্টিসাইডিং করা হয়, যা ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্র থেকে সরাসরি মনিটরিং করা হয়।

কীটতত্ত্ববিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, নভেম্বর ও ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ থাকবে দেশে। জলবায়ুর প্রভাব, মাঠে এডিস মশার ঘনত্ব, রোগীও আছে এর সঙ্গে। সব ফ্যাক্টর একত্রে হওয়ার কারণে প্রকোপ কমছে না। মশা নিয়ন্ত্রণে আরও বেশি কার্যকর হতে হবে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন এবং স্থানীয় প্রশাসন এখনো তেমন কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বাংলাদেশে অধিকাংশ জায়গায় এডিস মশার ঘনত্বের যে পরিমাণ বিশেষ করে সিটি করপোরেশনগুলোতে ২০ এর উপরে আছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এডিস মশাও প্রজনন ও বসবাসে নতুন পরিবেশে খাপ খাইয়ে নিচ্ছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !

লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার

খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর

খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর

টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন

যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন

`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'

`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'

মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে

মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে

সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে

সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে

এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা

এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা

হতাহত ৩০

হতাহত ৩০

৩শ’ সৈন্য নিহত

৩শ’ সৈন্য নিহত

৫ মাওবাদী হত্যা

৫ মাওবাদী হত্যা

দাবানলে চুরি

দাবানলে চুরি

চেক প্রজাতন্ত্রে নিহত ৬

চেক প্রজাতন্ত্রে নিহত ৬

ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি

ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি

প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন

প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে খুন অন্যজন

লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়

লেবাননের বাসিন্দারা ঘরবাড়ি পুনর্নির্মাণের অনিশ্চয়তায়

রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি

রুপির দাম কমলেও নিশ্চুপ কেন মোদি

সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত

সাইফুজ্জামান চৌধুরীর আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত