ইসিবি চত্বরে অনলাইন গ্রুপের দখলবাজির নেপথ্যে বরখাস্ত সেনা কর্মকর্তা মজিবুর
১০ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
অবৈধ দখল, জালিয়াতিসহ নানা অয়িমের অভিযোগ পাওয়া গেছে অনলাইন গ্রুপ নামে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে। ৫ আগস্ট পূর্ববর্তী সময়ের সাবেক এক সেনা কর্মকর্তাকে মালিক করে অনিয়মের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা কামিয়ে অবৈধভাবে পাচার করেছে ওই ব্যক্তি। এদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক অভিযোগ জমা হয়েছে। দুদক সেটা আমালে নিয়ে তদন্ত করছে।
অভিযোগের তথ্য মতে, অনলাইন গ্রুপের এমডির নাম খান মোহাম্মদ আক্তারুজ্জামান। একসময় তিনি মাটিকাটা এলাকায় লজিং থাকতেন। ঢাকা সেনানিবাস এলাকার আশেপাশে মূল্যবান জমি জালজালিয়াতির মাধ্যমে দখল নিয়ে তিনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আর এই জালিয়াতিতে সহযোগী ছিলেন বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মো. মজিবুর রহমান। তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি ছিলেন। বিশেষ বাহিনীন গোপন নথিতে অনলাইন গ্রুপের মালিকানায় বরখাস্তকৃত ল্যাফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানের নাম রয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসএসএফ বাহিনীর প্রধান ছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে অনলাইন গ্রুপের অপর মালিক মোহাম্মদ আক্তারুজ্জামান ঢাকা সেনানিবাসের পাশে মানিকদী, মাটিকাটা ও ইসিবি চত্বর এলাকায় একক রাজত্ব কায়েম করেন।
ইসিবি চত্বরে অনলাইন সিটি, বিজে টাওয়ার, ওয়াসি টাওয়ারে আনুমানিক ত্রিশটি ফ্ল্যাট রয়েছে মজিবুর রহমানের। এইসব ফ্ল্যাট খান মোহাম্মদ আক্তারুজ্জামানের কাছ থেকে অবৈধ দখলবাজির সহযোগী হিসেবে উপঢৌকন পেয়েছেন তিনি। ইসিবি চত্বর থেকে পশ্চিমে ব্লুমুন গ্রাম টাওয়ার সংলগ্ন ও মাস্টারটেক এলাকায় কয়েক একর জমির মালিকানা রখাস্তকৃত লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানের ও নাম খান মোহাম্মদ আক্তারুজ্জামানের নামে। তারা অবৈধ দখল করেছেন শহীদ পরিবারের জমিও। তাদের থাবায় পড়ে মাথা গোঁজার সম্বলটুকুও হারিয়েছে পরিবারটি।
শহীদ পরিবারের সন্তান সৈয়দা মোছাদ্দিকা দিকু। তিনি মুক্তিযুদ্ধে শহীদ সৈয়দ সিরাজ উদ্দিনের মেয়ে। ইসিবি চত্বরের কিছুটা দূরে, দক্ষিণ মানিকদীতে তার পরিবারের ৩ কাঠার প্লট। ২০০৪ সালে জমিটি কিনেন তারা। বছর খানেক আগে অনলাইন গ্রুপ জমিটি কেনার প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি হয়নি শহীদ পরিবারটি। তাই জোর করেই এটি দখল করে নেয় অনলাইন গ্রুপ। এখন নিজের জমিতেই যেতে পারছে না শহীদ পরিবারটি।
সেনাবাহিনীর অরসরপ্রাপ্ত সৈনিক ফিরোজ মিয়া ঢাকায় জমি কিনে অনলাইনে গ্রুপের খপ্পরে পড়েন। তিনি জানান, জাতিসংঘ মিশন থেকে ফিরে সেই টাকায় নিষ্কণ্টক জমি কিনেছিলেন। তাতে চোখ পড়ে অনলাইন গ্রুপের। তারপর নানা দুর্বিপাকে যেতে হয়েছে তার।
অপর ভুক্তভোগী স্বপ্না আক্তার বলেন, ইসিবি চত্বরে, তারা কয়েকজন মিলে ৪১টি শেয়ারে ১২ কাঠার একটি জমি কিনেন। তাতেও চোখ পড়ে অনলাইন গ্রুপের। জমিটি দখল করতে, ৫টি শেয়ার প্রতারণার মাধ্যমে কিনে নেন। এরপর পুরো জমি নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ভুবক্তভোগগী নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, তদবিরবাজ, প্রতারক, জালিয়াতির আমলনামায় সেরা খান মো. আক্তারুজ্জামান ওই এলাকার সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কেউ জমি বিক্রি করতে চাইলে তিনি নামমূল্যে ভুয়া চেক দিয়ে জমি বায়না করে দখল করেন। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করেন।
অবৈধ দখলের মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে মানি লন্ডারিং করে দেশে ও বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন আক্তার। রাজধানীর মিরপুর ডিওএইচএস, ইসিবি, মাটিকাটা, মানিকদী এলাকার সাধারণ জমির মালিকদের কাছে এক আতংকের নাম আক্তার। কোন জমিতে তার চোখ পড়লে যেকোন মূল্যে সেটা দখল করে নেন তিনি। কেউ বাধা দিলে শুরু হয় মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হয়রানী। তার অপকর্মের প্রতিবাদ করে বিপুল সংখ্যক গায়েবী মামলার শিকার হযেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া নামে এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়, আক্তারুজ্জামান মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কালীনগর গ্রামের হত দরিদ্র পরিবারে জন্ম। ঢাকার মাটিকাটার একটি বাসায় লজিং মাস্টার ছিলেন। কয়েক বছরের ব্যবধানে মোহাম্মদপুর, ইসিবি, মাটিকাটা, মানিকদী ও ভাষানটেক এলাকায় নামে-বেনামে রয়েছে বহু বিলাসবহুল সুউচ্চ ভবন, বাড়ী ও প্লটের মালিক হন তিনি। যা মূলত জালজালিয়াতি ও দখল বাণিজ্যের মাধ্যমে এসব করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, তিনি কানাডা ও দুবাইতে বিলাসবহুল বাড়ি ও ফ্ল্যাট ক্রয় করেছেন। যার পুরো অর্থই নিয়েছেন হুন্ডি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে।
অভিযোগের বিষয়ে খান মো. আক্তারুজ্জামানের অফিসে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অফিসের একজন কর্মকর্তা জানান, স্যার বাইরে আছেন। আসলে আপনার সঙ্গে কথা বলবেন।
এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জানান, ক্যান্টনমেন্ট, মানিকদী ও মাটিকাটা এলাকায় কিশোরগ্যাংয়ের পৃষ্ঠপোষক হিসেবে আক্তারের নাম রয়েছে। তার বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত আছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১ জন
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা