হাবিব-মোহাম্মদ আলীর ঘনিষ্ঠরা চালাচ্ছে নৌপুলিশ
১০ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট নৌপুলিশ। অযোগ্য আর হাবিব-মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের দিয়েই কোনোমতে চলছে পুলিশের এ ইউনিটটি। অথচ দেশের ইলিশ সংরক্ষণসহ মৎস্য খাতে ব্যাপক ভূমিকা রাখার সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানটির।
আওয়ামী সরকারের সময় ১৫ বিসিএস ব্যাচের ৪৯ জন কর্মকর্তাকে ডিঙিয়ে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের অযোগ্য নেতৃত্বের কারণে ইলিশ শিকারের ওপর দেয়া সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা এবারও উপেক্ষিত ছিল। অথচ গত ১৫ বছর তিনি ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও সিআইডির সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে দাপটের সাথে ব্যস্ত ছিলেন আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ২৭ বিসিএস কর্মকর্তা এসপি মুক্তা ধরের বিরুদ্ধে। সর্বশেষ ৩ নভেম্বর এসপি মুক্তা ধরকে নৌপুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনের মত গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছেন অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।
সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইলিশ শিকারের ওপর দেওয়া সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা এবারও উপেক্ষিত রয়ে গেল। বিগত বছরগুলোর মতো নিষেধাজ্ঞার এই সময়ে বরিশালের নদীসমূহে চলে ইলিশ শিকারের মহোৎসব। বরং বিগত সময়ের তুলনায় এ বছর ‘মা ইলিশ’ আহরণের খবর বেশি মাত্রায় এসেছে। মৎস্য অধিদফতর এবং নৌ-পুলিশ সময়বিশেষ সাগর-নদীতে অভিযানের নামে নাটক করেছে। ফলে সামান্য জেল-জরিমানা করলেও ইলিশ নিধন কিছুতেই পুরোপুরি রোধ করা যায়নি। ইলিশ শিকার রোধে এই ব্যর্থতার নেপথ্য কারণ হিসেবে নৌপুলিশকে দুষছে অভিজ্ঞ মহল।
তাদের ভাষায়, প্রতি বছর মা ইলিশ সংরক্ষণে সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা করলেও কার্যকর তেমন ভূমিকা এবারও দেখা যায়নি। বলা যায়, বিগত বছরগুলোর তুলনায় এবার নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারে ব্যাপকতা ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নৌপুলিশ কার্যকর নিষ্ক্রিয় থাকা এবং মৎস্য অধিদপ্তরের নীরবতায় এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে। কারো কারো অভিযোগ, নিষেধাজ্ঞায় প্রকৃত জেলেরা ঘরে থাকলেও নৌপুলিশের কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়ে একশ্রেণির মৌসুমি জেলে সুবর্ণ সময়টি লুফে নিতে নেমে পড়েন নদীতে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সন্ধিচুক্তি এবং প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে মৌসুমি জেলেরা নিষেধাজ্ঞার এই সময়ে নদীতে নামার সাহস-শক্তি দেখান।
নাম প্রকাশ না করার শর্তে সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা ইনকিলাবকে বলেন, কুসুম দেওয়ান দীর্ঘদিন সিআইডির অর্গানাইজ ক্রাইমের ডিআইজি পদে কর্মরত ছিলেন। আওয়ামী ক্যাডার চরম দুনীতিবাজ গোপালগঞ্জের কর্মকর্তা সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীর নানা অপকর্মের সহযোগী ছিলেন পুলিশ কর্মকর্তা কুসুম দেওয়ান। মোহাম্মদ আলীর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করেই ১৫ বিসিএস ব্যাচের ৪৯ জন মেধাবী, সৎ ও পেশাদার কর্মকর্তাকে ডিঙিয়ে সুপার নিউমারারিতে অতিরিক্ত আইজিপি হন তিনি। এরপর ১৫ বিসিএস ব্যাচের ৬৬ জন কর্মকর্তার মধ্যে ৬৫ নম্বর হয়েও তিনি নৌপুলিশের অতিরিক্ত আইজিপি। ১৫ বিসিএসয়ের বঞ্চিত কর্মকর্তা যারা এখনও ডিআইজি পদে কর্মরত তাদের ডিঙিয়ে অদৃশ্য ক্ষমতা বলে আওয়ামীপন্থী এই কর্মকর্তা নিয়োগ পেয়েছেন।
গোয়েন্দা সংস্থার অপর এক প্রতিবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে নতুন বাংলাদেশ তার চেতনা ভূলুন্ঠিত করতে কিছু পুলিশ কর্মকর্তার অপতৎপরতা দেখা গেছে। এর মধ্যে একজন ২৭ বিসিএস কর্মকর্তা মুক্তা ধর। আওয়ামীলীগ সরকারের সময় চরম সুবিধাভোগী এ পুলিশ কর্মকর্তাকে পুরস্কার হিসেবে বদলি করা হয়েছে নৌ পুলিশে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল
বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত