ফারুকী বিতর্ক মাদরাসায় পড়েছে দুই ভাই
১৬ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
মোস্তফা সরয়ার ফারুকী নাটক-সিনেমার পরিচালক। সময় সচেতন এ নির্মাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়া ভূমিকা পালন করেছেন। কয়েক দিন আগে অন্তর্বর্তী সরকারেরম উপদেষ্টা হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানারকম ‘সত্য-মিথ্যা খবর’ ছড়ানো হচ্ছে। সময়ের সঙ্গে এসব ব্যাপার নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করছেন এই পরিচালক। একদিকে তাকে যেমন শাহবাগী বলা হচ্ছে; অন্যদিকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে প্রতিবাদী বলা হচ্ছে। আবার তার স্ত্রী নুসরাত ইমরোজ তিসা প্রায় শত কোটি টাকা ব্যায়ে ভারতীয় পরিচালক দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে ছবিতে বেগম মুজিবের চরিত্রের অভিনয় করেছেন। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুুতুল, শেখ রেহানার সঙ্গে অনেক হাস্যজ্বল ছবি তুলেছেন তিসা। সেগুলো সোস্যাল মিডিয়ায় ভাসছে। এ নিয়ে সোস্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। ফারুকীর পদত্যাগের দাবিতে আন্দোলনও হচ্ছে।
এ নিয়ে গত বৃহস্পতিবার মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এর শুরুতে ‘৪২০’ খ্যাত এই পরিচালক বলেন, ‘আমার দর্শক ভাই-বোনেরা যারা আমার কাজ-কর্ম সম্পর্কে অবগত আছেন, তারা নিশ্চয়ই জানেন মানুষ এবং ফিল্মমেকার হিসেবে আমি মধ্যপন্থার। আমি চাই পরস্পর বিরোধী মত নিয়াও আমরা এমপ্যাথি লইয়া পাশাপাশি থাকি। জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ এবং হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুবিধ ট্যাগও খেয়েছি। আমাদের আজিজ মার্কেটে দীপন খুনের পর লিখছিলাম।’
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ডিজিটাল কার্ড ও স্ক্রিনশট ভেসে বেড়াচ্ছে। এসব ভুয়া দাবি করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বহু ডিজিটাল কার্ড এবং ফেক স্ক্রিনশট ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে, আমি নাকি ২০১৩ সালে বলেছি ‘শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে’। ডাহা মিথ্যা কথা। শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি, মাদরাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না! ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। আমার ছবি দিয়ে কিছু কিছু ফেক উইকিপিডিয়া স্ক্রিনশটও ঘুরছে। প্লিজ, ইগনোর অল দিজ।’
মাদরাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করার তথ্য প্রত্যাখান করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমার আপন দুই ভাই মাদরাসায় পড়েছে। আমি সাধারণ মাদরাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব? মাদরাসার ছাত্র কেন কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করব? আমি তো এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছড়ানোরও তো একটা মাত্রা থাকে।’
গোলাম কিবরিয়া ফারুকী নির্মিত একটি নাটকের প্রসঙ্গ টেনে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমার প্রযোজনায় আমার ছোট ভাই কিবরিয়া পরিচালনা করেছিল ‘আব্দুল্লাহ’। যেখানে দেখানো হয়েছে কেবল মাত্র মাদরাসায় পড়ার কারণে একটা ছেলেকে আমাদের সো-কলড প্রগতিশীল সমাজে কিরকম স্টিগমা ফেস করতে হয়। বোরখা স্টিগমাটাইজ করা নিয়ে বহুবার লিখেছি। সবার প্রতি অনুরোধ, দয়া করে সবকিছু বিশ্বাস করার আগে একটু কষ্ট করে যাচাই করে নিন।’
গত ১৫ বছরের দুঃশাসনের এক্সরে রিপোর্ট তৈরির বিষয় জানিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমরা আমাদের কাজটা উপভোগ করছি। আশা করি, আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজের শুরুটা করতে পারব, যার ভেতর দিয়ে প্রাথমিকভাবে আট বিভাগীয় শহরে একটা নবতরঙ্গ শুরু করতে পারব। পারব জুলাই ন্যারেটিভ নির্মাণ করতে, ১৫ বছরের দুঃশাসনের এক্সরে রিপোর্ট তৈরি করতে। সো লেটস নট ওয়েস্ট আওয়ার এনার্জি বিহাইন্ড হেইট্রেড!’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করনে ডরপ'এর মত বিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ