মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা
১৬ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
রাজধানীতে মালামালের সঙ্গে একটি দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা। গতকাল শুক্রবার সকালে আজিমপুর লালবাগ টাওয়ারের পাশের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার এবং ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন জানান, শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সুরক্ষা সেবা বিভাগে সাঁটমুদ্রাক্ষরিক) চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। ঘটনার সময় শিশুটির বাবা বাসার বাইরে ছিলেন। ডাকাতরা বাসা থেকে দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
ওই ঘটনার ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। যে বাসায় ডাকাতি হয়েছে তার গৃহকর্ত্রীর এক সহকর্মী ওই পোস্টে লিখেছেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও ‘একমাত্র শিশুকে নিয়ে গেছে।’
এক নারী বৃহস্পতিবার সাবলেট হিসেবে ওই বাসায় উঠেছিলেন জানিয়ে লালবাগ থানার ওসি ক্যশৈনু বলেন, ‘পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে ওঠানো হয়। সেই মেয়েটি আমাদের প্রধান সাসপেক্ট। কিন্তু তার নাম-ঠিকানা বা কোথায় কাজ করত কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী।’
ঘটনার সময় গৃহকর্ত্রী এবং সাবলেট ওঠা ওই নারী বাসায় ছিলেন জানিয়ে ওসি বলেন, ‘জড়িত অন্যরা এলে সাবলেটে ওঠা মেয়েটি দরজা খুলে দেয়। তারপর তারা গৃহকর্ত্রীকে বেঁধে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে শিশুটিকে নিয়ে চলে যায়।’
খবর পেয়ে ওই বাসায় গিয়ে সিসিটিভি ভিডিও দেখেছে পুলিশ। সেখানে তিনজন পুরুষকে বাসায় ঢুকতে দেখা যায়। পরে তাদের সঙ্গে সাবলেট ওঠা ওই নারীকে বেরিয়ে যেতে দেখা যায়। পুলিশ তাদের শনাক্ত করতে কাজ করছে বলে জানান ওসি।
ঘটনা সম্পর্কে ডিসি মো. জসীম উদ্দীন জানান, আমরা সকাল ৯টার দিকে ফোনের মাধ্যমে জানতে পারি দুর্বৃত্তরা বাসা থেকে মালামালের সঙ্গে শিশুটিকে নিয়ে গেছে। এরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানান চেষ্টা করি। তিনি বলেন, ফারজানা আক্তারের সাথে কথা বলে জানতে পারি, যে মহিলাকে তিনি সাবলেট দিয়েছিলেন তার সাথে পরিচয় হয় সাত দিন আগে। তবে তিনি ওই মহিলার ব্যাপারে কিছুই জানেন না। সকালে তিনজন পুরুষ বাসায় আসে। তারা বাসা থেকে বেশ কিছু মালামালসহ শিশুকে নিয়ে যায়। তিনি আরো বলেন, পুলিশের একাধিক টিম শিশুকে উদ্ধারে অভিযান শুরু করেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি