ঢাকা   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১
মুক্তিপণ আদায়ই ছিলো উদ্দেশ্য শিশুটির বাবাও র‌্যাবের নজরদারিতে

মালামালের সঙ্গে অপহৃত শিশু মোহাম্মদপুরে উদ্ধার

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৬ নভেম্বর ২০২৪, ১১:২৭ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১১:২৭ পিএম

রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার সংলগ্ন লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে ডাকাতির মালামালের সঙ্গে নিয়ে যাওয়া ৮ মাসের শিশু আরিসা জান্নাত জাইফা মোহাম্মদপুরের নবোদয় হাউজিংংেয়র একটি বাসা থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় সাবলেট ভাড়াটে হিসেবে আসা অপহরণকারী চক্রের মূল সদস্য মোছা. ফাতেমা আক্তার শাপলাকেও (২৭) গ্রেফতার করেছে র‌্যাব। দশ লাখ টাকা মুক্তিপনের জন্যই শিশুটিকে অপহরণ করা হয়েছিলো। কিন্তু শিশুটি অপহরণনের ঘটনা ব্যাপকহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মুক্তিপণ চেয়ে আর ফোন করেননি শাপলা। এ ঘটনায় এলাকাবাসীসহ সারাদেশের মানুষ হতভম্ব হয়ে যায়।
গতকাল শনিবার দুপুরে কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গত শুক্রবার ডাকাতির সময় শিশুটির মায়ের দু’টি মোবাইল নিয়ে যায় চক্রের সদস্যরা। পরে তারা শিশুটিকে মোহাম্মদপুরের একটি বাসায় রেখে আত্মগোপনে চলে যায়। মূল পরিকল্পনাকারী শাপলা শিশুটির মায়ের ফোন দিয়ে সহযোগীদের সাথে কথা বলেন। এরসূত্র ধরে প্রযুক্তির সহায়তায় শাপলার অবস্থান শনাক্ত করে শিশুটিকে উদ্ধার করা হয়।
মুনীম ফেরদৌস বলেন, অপহৃত শিশু আরিসা জান্নাত জাইফার মা ফারজানা আক্তার স্বরষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন এবং বাবা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা তিন বছর ধরে ওই বাসায় থাকছেন। তবে চার মাস ধরে পারিবারিক কলহের জেরে শিশুটির বাবা আলাদা রয়েছেন।
সপ্তাহখানেক আগে অফিসে যাতায়াতকালে ফারজানার সঙ্গে শাপলার পরিচয় হয়। এ সময় নিজেকে রাইসা এবং তার বাড়ি নওগাঁ জেলা বলে মিথ্যা পরিচয় দেয়। তিনি অবিবাহিত এবং একটি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি সচিবালয়ের পরিবহন পুলে অফিস সহায়ক হিসেবে চাকরি করেন বলে জানান। তার ঢাকায় থাকার জন্য সাবলেট হিসেবে একটি ভালো রুম দরকার। এ সময় তিনি ফারজানাকে বলেন, তাকে সাবলেট হিসেবে বাসা ভাড়া দিলে সারাদিন বাসায় পড়াশোনার পাশাপাশি ফারজানার শিশুটিকেও দেখভাল করতে পারবেন। সন্তানের কথা চিন্তা করে ফারজানা সাবলেট হিসেবে বাসা ভাড়া দেওয়ার জন্য রাজি হয়। পরবর্তীতে গত বৃহস্পতিবার বিকেলে শাপলা আজিমপুরের বাসায় আসেন এবং অগ্রিম ভাড়া হিসেবে ২ হাজার টাকা দিয়ে বাসায় রাতযাপন করে।
পর দিন শুক্রবার সকালে শাপলা চাল নিয়ে আসবে বলে চাচাতো ভাই পরিচয়ে তিন ব্যক্তিকে বাসায় নিয়ে আসেন। এক পর্যায়ে শাপলা ও তার কথিত চাচাতো ভাইয়েরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ফারজানাকে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফেলেন। এ সময় তারা বাসার স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে শিশু জাইফাকে নিয়ে যান। এ ঘটনায় শাপলার কথিত চাচাতো ভাইয়েরা হলেন, সুমন, হাসান ও রায়হান। তারা অপহরণের দুই সপ্তাহ আগে থেকে ফারজানাকে অনুসরণ করছিল। এমনকি বৃহস্পতিবারই ডাকাতি করার পরিকল্পনা করেছিলেন। তবে সেদিন ওই বাসায় শিশুটির এক আত্মীয় আসায় তারা সফল হননি। সেদিন রাতে তারা শিশুটির পরিবারকে চেতনানাশক ওষুধও দিয়েছিলেন।
শাপলা সম্পর্কে র‌্যাব জানায়, তিনি একজন গৃহিণী। তার স্বামীর নাম মো. সেলিম হোসেন। তিনি ২০১০ সাল থেকে পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের বসবাস শুরু করেন। তার বাড়ি বগুড়ায়। শাপলা ২০১২ সালে বগুড়ার একটি স্কুল থেকে এসএসসি এবং ২০১৪ সালে রাজধানীর একটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে রাজধানীর অপর একটি কলেজে মার্কেটিং বিষয়ে অনার্সে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করলেও তা শেষ করেনি। পরবর্তীতে ২০২৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং ৩-৪ মাস আগে মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় তার স্বামীর নিজস্ব ফ্ল্যাটে বসবাস শুরু করেন।
র‌্যাব কর্মকর্তা মুনিম ফেরদৌস বলেন, আজিমপুরের বাসায় শিশুটির বাবার যাতায়াত ছিল কম। শিশুটির বাবাও র‌্যাবের নজরদারিতে রয়েছে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই

সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ

বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং

বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং

সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের

সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের