ঢাকা   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১

উত্তরায় পোস্টার সরানোর হিড়িক

Daily Inqilab মাসুদ পারভেজ (উত্তরা)

১৭ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

দলীয় নির্দেশনা পেয়ে গত কয়েক দিন ধরে উত্তরা বিমানবন্দর মহাসড়কের পিলার, পাড়া মহল্লার রাস্তাঘাট ও মসজিদ মাদরাসার দেয়াল থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন খুলে ফেলা হচ্ছে।

জানা যায়, নিজেদের উপস্থিতি জানান দিয়ে লাখ লাখ টাকা ব্যয় করে সাঁটানো হরেক রকমের রঙ্গিন ডিজিটাল ব্যানার, পোস্টার ও ফেস্টুন লাগিয়ে প্রচার প্রচারণা করেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম জাহাঙ্গীর বলেন, তার নেতা তারেক রহমানের নির্দেশে তারা উত্তরা তথা ঢাকা-১৮ আসনের সড়ক মহাসড়কে লাগানো সকল ফেস্টুন খুলে ফেলা শুরু করেছে। এ বিষয়ে বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বে থাকা এবিএম এ রাজ্জাক ৩ দিনের আল্টিমেটাম দিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর প্রেস বিজ্ঞপ্তি পাঠান। উক্ত প্রেস বিজ্ঞপ্তির আলোকে দলীয় নির্দেশনা পেয়ে আমরা ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তরার সকল থানা,ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের নামে দেয়ালে লাগানো ও রাস্তায় ঝুলানো ফেস্টুন সরিয়ে ফেলার কার্যক্রম শুরু করেছি।

এ সময় সরেজমিনে দেখা যায়, কোথাও কোথাও সড়কে বাঁশ কাঠের মই লাগিয়ে এস এম জাহাঙ্গীর নিজ হাতে রাস্তার বড় বড় পিলারে লাগানো পোস্টার ও দেয়ালে লাগানো ডিজিটালটাল ভেনার পোস্টার ছিঁড়ে নামাতেও দেখা যায়। জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, আমরা এখনো সবাই সচেতন হতে পারিনি। অনেকে দলের এই নির্দেশনা না বুঝে আমলে নেন নি, তাই আমি নিজেই এ কাজে নেমে পড়েছি। আমি দলের একজন নগণ্য কর্মী হিসেবে দীর্ঘদিন যাবত সেবক হিসেবে কাজ করে আসছি। ভবিষ্যতেও এমন ভাবে কাজ করতে চাই। এছাড়াও দলীয় নির্দেশ পালন করতে গিয়ে সকল প্রকার ভয়ভীতির উর্ধ্বে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শিমুল আহমেদকেও উত্তরার পাড়া মহল্লার সড়ক ও মহাসড়কের পিলার থেকে দলীয় ভেনার পোস্টার নামিয়ে ফেলার কার্যক্রম শুরু করতে দেখা যায়। এবিষয়ে শিমুল বলেন, দলীয় সিদ্ধান্তে তারা উত্তরার দেয়ালে দেয়ালে লাগানো যুবলীগ নেতাকর্মীদের ভেনার ফেস্টুন খুলে ফেলা শুরু করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পেয়ে তারা তাৎক্ষণিক কাজে নেমে পড়েছে।

উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন মিঠু বলেন, উত্তরখানে এখনো অনেক জায়গায় নেতাকর্মীদের পোস্টার লাগানো আছে। এসব অবৈধ পোস্টারের কারণে আমাদের এখানকার সড়কের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এসময় তিনি বলেন, আমাদেরক সকলকে দলীয় নির্দেশ পালন করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সকলকে নিজ দায়িত্বে পোস্টার সরাতে হবে।

এ বিষয়ে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সকল থানা, ওয়ার্ড ও ইউনিট সমুহের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টার সহ সকল ধরনের বিলবোর্ড অপসারণ করার জন্য। মহানগরের নির্দেশ পেয়ে আমরা ইতিমধ্যে সড়কের ভেনার পোস্টার অপসারণের নির্দেশনা দিয়ে কাজ শুরু করেছি।

সরজমিন ঘুরে আরো দেখা যায়, উত্তরা বিমানবন্দর মহাসড়ক, খিলখেত নিকুঞ্জ এলাকা,কাওলা আসকোনা, বিমানবন্দর চৌরাস্তা,উত্তরখান-দক্ষিণ খান, আব্দুল্লাহপুর, জমজম টাওয়ার, হাউজ বিল্ডিং মোড়,উত্তরা খালপাড়, দিয়াবাড়ী রানা ভোলা, তুরাগ বাউনিয়া দলিপাড়া, জসিমউদদীন রাজলক্ষি এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের দলীয় নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছার পোস্টারে একাকার হয়ে আছে। ফ্যাসিবাদের দোসররা এলাকায় না থাকলেও তাদের ছবি এখনো ছাত্র জনতাকে পিড়া দেয়।

ব্যবসায়ী সাইমন নামে একজন ইনকিলাবকে বলেন, স্ত্রী সন্তানকে নিয়ে রাস্তায় হাঁটতে গেলে লজ্জা লাগে। অশ্লীল পোস্টারে ছেঁয়ে গেছে দেয়াল। আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য এসব পোস্টার খুব ক্ষতিকারক। এসব পোস্টার দেখার পর উঠতি বয়সের তরুণ-তরুণীদের মন-মানসিকতা অন্য দিকে মোড় নেয়। এর ফলে তারা বিপদগামী হয়ে উঠে।

মো. হানিফ ইনকিলাবকে বলেন, নাটক ও বাংলা সিনেমার পাশাপাশি ইংরেজি সিনেমা প্রচারের জন্য অশ্লীল ছবি দিয়ে পোস্টার তৈরি করে। এই সব অশ্লীল ছবির পোস্টার রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজসহ সড়কের দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে। এমনভাবে পোস্টার লাগানো হয় যা চোখে পড়ার মতোই। আমি মনে করি এসব পোস্টার দেখে উঠতি বয়সের তরুণ-তরুণীরা চরমভাবে প্রভাবিত হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ

বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং

বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং

সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের

সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি

ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি

অস্ত্র মামলায় মামুন খালাস

অস্ত্র মামলায় মামুন খালাস

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন

ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন

দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির

দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির

হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি

বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী

বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি

বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি

যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯

যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯

আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে

আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে

প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ

সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ