ঢাকা   রোববার, ১৭ নভেম্বর ২০২৪ | ৩ অগ্রহায়ণ ১৪৩১
স্লুইস গেট নির্মাণে অনিয়ম

ফ্যাসিবাদের দোসরদের কাজ দিতে মরিয়া নির্বাহী প্রকৌশলী

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:০৭ এএম

নদী জোয়ার সৃষ্টি ও খালে প্রবাহ বৃদ্ধি, অকেজো স্লুইস গেটগুলো কার্যকর করাসহ অবকাঠামো নির্মাণ ও পরিবেশ বিপর্যয়ের প্রতিরোধে সরকার পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্লুইস গেট সংস্কারের কাজ বাস্তবায়ন শুরু করলে বাস্তবে কাছের কোনো তথ্য মিল থাকছে না। বেশির ভাগ স্লুইস গেট সংস্কারের ঠিকাদারি কাজ সাবেক ফ্যাসিবাদী সরকারের নেতারাই গত ১৬ বছরে নিয়েছেন। বর্তমানে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ঠিক তখনোই এসব কাজ পতিত সরকারের ঘনিষ্ঠ ভাগিয়ে নিচ্ছেন। এদিকে পতিত হাসিনা সরকারের নেতাকর্মী এবং কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং-কে অর্থের বিনিময়ে স্লুইস গেট সংস্কারে কাজ দিতে মরিয়া হয়ে উঠেছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড--এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন। এ ঘটনায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিনের বিরুদ্ধে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গত বছর সাতক্ষীরা সদর উপরে বিনেরপোতায় পানি উন্নয়ন বোর্ডের পাঁচ কোটি টাকার স্লুইস গেট নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। পাঁচ কোটি টাকার কাজ পুরোটাই সরকারের পানিতে যাবে। বদ্ধ খালের উপরে অপরিকল্পিতভাবে এই স্লুইস গেটটি নির্মাণ করা হচ্ছে।


এ বিষয়ে পানি উন্নয় বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা ইনকিলাবকে বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করেছে। এ ঘটনায় গত বছর দুই কর্মকর্তাকে বরখস্ত করা হয়েছে। এবারো এ ধরনের ঘটনা হলে কাউকে ছাড় দেয়া হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং-এর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হবে।


দুদকের তালিকাভুক্ত ও পতিত হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তির ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং-কে স্লুইস গেটের কাজ দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চলতি সপ্তাহে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে কার্যাদেশ দেয়া হবে বলে ঠিকাদারকে নিশ্চয়তা দেয়া হয়েছে। এ ঠিকাদারি প্রতিষ্ঠান পতিত সরকারের আমলে ২০২৪ সালের মে মাসে সাতক্ষীরা ডিভিশন-২-এর পানি উন্নয়ন বোর্ডের অধীনে স্লুইস গেটের কাজ করাকালীন দুদকের অভিযানে অনিয়ম হাতেনাতে ধরা পড়ে। মামলা ও কালো তালিকাভুক্ত করা হয়। এসব ঘটনা ধামাচাপা দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই প্রতিষ্ঠানের পক্ষে আবারো ডিভিশন-১-এর অধীনস্থ তিনটি স্লুইস গেটের কাজ চূড়ান্তভাবে দেয়া হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি জানাজানি হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ মহলে তোলপাড় শুরু হয়েছে। কীভাবে পতিত সরকারের ঘনিষ্ঠ ব্যক্তির ঠিকাদারি প্রতিষ্ঠান (দুদকে কালো তালিকাভুক্ত) কাজ পেতে যাচ্ছে তা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। অতীতে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পতিত সরকারের সাবেক এক প্রতিমন্ত্রীর আশীর্বাদ নিয়ে ঘুষ প্যাকেজের মাধ্যমে শত কোটি টাকার কাজের সুবিধা নিয়েছেন। এর নেপথ্যে ছিলেন সদ্য বদলি হওয়া সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী। তারা পতিত হাসিনা সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পানি ভবনে সুপরিচিত হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ করেও লাভ হতো না। স্লুইস গেট নির্মাণে সাগর চুরির ঘটনা ঘটলেও পার পেয়ে গেছে প্রতিষ্ঠানটি। বর্তমান নির্বাহী প্রকৌশলী একই পথ অনুসরণ করে দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং-কে চূড়ান্ত কার্যাদেশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিতর্কিত এই ঠিকাদারি প্রতিষ্ঠান স্লুইস গেট নির্মাণে স্থায়িত্ব ঠিক রাখতে মাটির ২০ ফিট গভীর থেকে শিট পাইলিং করার কথা থাকলেও সেটি না করে মাত্র ১০ ফিট করা হয়। অভিযোগের সূত্র ধরে দুদকের অ্যানফোর্সমেন্ট টিম আঁটসাঁট বেঁধে মাঠে নামে। সেখানে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে পুকুর চুরির সব প্রমাণ। এরপর ঘটনাস্থল থেকে ফিরে দুদক এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে চিঠি দেয়া হয়েছে। এছাড়া দুদক তার আইনবলে পৃথক মামলাও করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল চলতি বছর গত মে মাসে পতিত হাসিনা সরকারের আমলে। এ ঘটনায় নিম্নপদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হলেও প্রকল্প পরিচালক (পিডি) ও নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়া হয়নি। এরপরও দুই কর্মকর্তাই বিল পরিশোধের সব ব্যবস্থা করেন। কুলুতিয়া খালে রেগুলেটর নির্মাণের যে প্যাকেজে অভিযান চালায় সেখানে ব্যয় হয় প্রায় সাড়ে চার কোটি টাকা। তখন কাজটি পায় খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং। এ কাজে বিল পরিশোধের সুপারিশের জন্য দুদকের প্রতিবেদনে দায়ী করা হয় সাবেক নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমানকে। এ ছাড়া সদ্য বদলি হওয়া খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী পিডি মো. সবিবুর রহমানও দায় এড়াতে পারেন না। কারণ তিনি চূড়ান্তভাবে ঠিকাদারকে বিল পরিশোধ করেছিলেন।


অভিযোগে বলা হয়, পানিবদ্ধতার কবলে পড়ে চরম দুর্ভোগে পড়েছে রে ১১ লাখ মানুষ। জলবায়ু পরিবর্তন, নদীর নাব্যতা হ্রাস, পলিপড়ে নদীর তলদেশ ভরাট, অকেজো স্লুইস গেট, খননের নামে চরম দুর্নীতি ও ভারতীয় নদী আগ্রাসনকে এর জন্য দায়ী করা হচ্ছে। ফলে ফসলের মাঠ, মৎস্য ঘেরসহ গোটা রে নিম্নাঞ্চল যেন পানিতে ভাসছে। পানির প্রবাহ হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে রে ৪২৯টি খাল। এসব খালের উপর নির্মিত ২১৬টি স্লুুইস গেটের বেশির ভাগ অকেজো। ফলে এসব নদী থেকে প্রবাহিত চার শতাধিক খাল তার অস্তিত্ব হারিয়েছে। এসব খালে বাঁধ দিয়ে লোনা পানি তুলে মাছচাষ করা হচ্ছে। মাত্র কয়েকটি খাল পানি উন্নয়ন বোর্ড ও ে পরিষদের নিয়ন্ত্রণে রয়েছে।
১৯৬০ ও ১৯৭০-এর দর্শকে এসব খালের উপর নির্মিত ২১৬টি স্লুইস গেটের মেয়াদ প্রায় শেষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, রে ১৪টি নদী কোনোরকমে টিকে আছে। এসব নদীর শাখা প্রশাখায় প্রবাহিত রয়েছে ৪২৯টি খাল। পরিবেশ বিপর্যয়ের প্রভাবে যার বেশির খাল এখন অস্তিত্ব হারিয়েছে। অনেক জায়গায় নদী ও খালের বুকে জেগে উঠা চরে মানুষ বসতি শুরু করেছে। সূত্র জানায়, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগে ২১৬টি স্লুইস গেট রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১-এর অধীনে ১২৩টি স্লুইস গেট রয়েছে। যার ৮০টি কার্যক্ষম আছে বাকি ৩৪টি সম্পূর্ণ অকেজো। এছাড়া সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১-এর অধীনে ৯টি স্লুইস গেটের মধ্যে ২৮টি সম্পূর্ণ অকেজো। ৫০টির তলদেশ পলি জমে উঁচু হয়ে যাওয়ায় এগুলো পানি নিষ্কাশন ক্ষমতা হারিয়ে ফেলেছে। পাউবো-১-এর তথ্যে বলা হয়, ১২৩টি স্লুুইস গেটেরে মধ্যে ১৯৬১ থেকে ১৯৬৫ সালে নির্মিত ৩৫টি, ১৯৬৮ থেকে ১৯৭১ সালে নির্মিত পাঁচটি, ১৯৬৩ থেকে ১৯৬৭ সালে নির্মিত ৩০টি, ১৯৬৩ থেকে ১৯৭৬ সালে নির্মিত ৪৮টি এবং ১৯৮৯ থেকে ৯৩ সালে নির্মিত পাঁচটি। যার বেশির ভাগ স্লুুইস গেটের মেয়াদই শেষ। জলবায়ু প্রকল্পের আওতায় ২০১৩ সালের ২৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে সাতটি প্যাকেজে নদী খননের কাজ করা হয়। ২০১১ সালে কপোতাক্ষ নদ খননের জন্য চার বছর মেয়াদি প্রায় ২৬২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। সেই প্রকল্পের বেশির ভাগ টাকায় লুটপাট হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। স্কেবেটর মেশিন দিয়ে দিয়ে চেঁচে-ছিলে দায়সারা গোছের খনন করা হয়েছে। ২৫ কোটি টাকার খনন করা হয়েছে সাতক্ষীরার এক সময়ের প্রমত্তা বেতনা নদী। কিন্তু খননের আগের অবস্থার চেয়ে বর্তমান অবস্থা আরো খারাপ। খনন কাজের আগে নদীটি কমপক্ষে ১৫০ থেকে ২০০ মিটার চওড়া ছিল। কিন্তু খননের পর নদীটি পরিণত হয়েছে নালায়। স্থানীয়দের অভিযোগে বলা হয়, যে ভাবে নদীটি খনন করায় দুর্ভোগ আরো বেড়েছে। বেতনা নদীর মাঝ বরাবর খনন করার কথা ছিল ১০ থেকে ১৮ ফুট। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। উপকূলীয় অঞ্চলের উন্নয়নে সাতক্ষীরার বেতনা নদী খনন ও পাড় বাঁধাই করার জন্য ২৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছিল সরকার।


পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ২৫ কোটি টাকার ওই প্রকল্পে নামমাত্র কাজ করে টাকা তোলার অভিযোগ আছে ঠিকাদারদের বিরুদ্ধে। সাতক্ষীরায় বেতনা ছাড়াও মরিচ্চাপ নদী অদক্ষ পরিকল্পনার বলি হয়েছে। এছাড়া যমুনা, শালতা, শালিখা, সাপমারাসহ বিভিন্ন নদী-খালের অবস্থাও একই।


পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কপোতাক্ষ নদের বদ্ধতা দূরীকরণ (দ্বিতীয় পর্যায়)’ ৫৩১ কোটি সাত লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পে কাজ চলছে। প্রকল্পটির কাজ ২০২০ সালে শুরু হয়ে শেষ হবে ২০২৪ সালে। পানিবদ্ধতা দূরীকরণ প্রকল্পটি যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা ও খুলনা রে মোট ১১টি উপয়ে বাস্তবায়িত হচ্ছে। দুই প্রকল্পে ব্যয় দাঁড়াচ্ছে ৮১৭ কোটি টাকা। ২০২৪ সালের জুন মাসে শেষ হওয়া প্রকল্পটি এক বছর বাড়ানো হয়েছে। এ পর্যন্ত ৬৫ শতাংশ শেষ হয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এসডি জাকারিয়া ফেরদৌস ও এসও অনিতা দাসকে সাসপেন্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পরিচালক নোমান ফরিদ স্বাক্ষরিত এক পত্রে তাদের দুজনকে সাসপেন্ড করা হয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান জানান সাতক্ষীরা সদর উপরে বিনেরপোতা এলাকায় পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে। এ কাজে অনিয়ম হয়েছে। এ ঘটনা নিয়ে একটি তদন্তে টিম গঠন করা হয়। তদন্তে দুর্নীতির প্রমাণিত হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপরোক্ত দুই কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো না: কাদের সিদ্দিকী
গুম থেকে ফেরা শিবিরের ৩ নেতার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল হচ্ছে আজ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান ১৭ বছর পর দেশে ফিরেন
ডিএমপিসহ পুলিশের ৩৪ কর্মকর্তার পদায়ন
যে সব কারণে দিল্লি ও ঢাকার সম্পর্ক কিছুতেই সহজ হচ্ছে না
আরও

আরও পড়ুন

মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো না: কাদের সিদ্দিকী

মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো না: কাদের সিদ্দিকী

বন্যায় ভেসে আসা লক্ষাধিক গাড়ি নিয়ে চরম বিপাকে স্পেন

বন্যায় ভেসে আসা লক্ষাধিক গাড়ি নিয়ে চরম বিপাকে স্পেন

এক সপ্তাহে বৈরুতে ৫০ বার হামলা ইসরাইলের,বাড়ছে হতাহতের সংখ্যা

এক সপ্তাহে বৈরুতে ৫০ বার হামলা ইসরাইলের,বাড়ছে হতাহতের সংখ্যা

পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, নিহত ৭

পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, নিহত ৭

ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুরে জেল পলাতক আসামি লিটন গ্রেপ্তার

শেরপুরে জেল পলাতক আসামি লিটন গ্রেপ্তার

গলফ ক্লাবে সম্মিলিত পরিষদের মেজবানি অনুষ্ঠিত

গলফ ক্লাবে সম্মিলিত পরিষদের মেজবানি অনুষ্ঠিত

ট্রাম্প প্রশাসনে জ্বালানি মন্ত্রী হিসেবে ক্রিস রাইট নিযুক্ত

ট্রাম্প প্রশাসনে জ্বালানি মন্ত্রী হিসেবে ক্রিস রাইট নিযুক্ত

"মায়ের মৃত্যু বার্ষিকীতে আবেগঘন পোস্ট দিলেন ডিডি'র জমজ কন্যারা"

"মায়ের মৃত্যু বার্ষিকীতে আবেগঘন পোস্ট দিলেন ডিডি'র জমজ কন্যারা"

বাবাকে বানালেন মুক্তিযোদ্ধা, ভাতিজা হলো ছেলে! ফ্যাসিস্ট হাসিনার কোটা কেরামতি

বাবাকে বানালেন মুক্তিযোদ্ধা, ভাতিজা হলো ছেলে! ফ্যাসিস্ট হাসিনার কোটা কেরামতি

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ১৫.৮ ডিগ্রিতে

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ১৫.৮ ডিগ্রিতে

পাঁচবিবিতে কোয়েল পাখি পালনে হাসানের মাসে আয় লক্ষাধিক টাকা

পাঁচবিবিতে কোয়েল পাখি পালনে হাসানের মাসে আয় লক্ষাধিক টাকা

গুম থেকে ফেরা শিবিরের ৩ নেতার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল হচ্ছে আজ

গুম থেকে ফেরা শিবিরের ৩ নেতার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল হচ্ছে আজ

শেরপুরে সাংবাদিক বকুলের ইন্তেকাল

শেরপুরে সাংবাদিক বকুলের ইন্তেকাল

ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনের পর ১০৭ বন্দীর মুক্তি

ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনের পর ১০৭ বন্দীর মুক্তি

অব্যাহত ইসরাইলি হামলায় প্রাণ গেলো আরও ৫২ ফিলিস্তিনির

অব্যাহত ইসরাইলি হামলায় প্রাণ গেলো আরও ৫২ ফিলিস্তিনির

শি জিনপিং-বাইডেন শেষ বৈঠকে চীন ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি

শি জিনপিং-বাইডেন শেষ বৈঠকে চীন ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান ১৭ বছর পর দেশে ফিরেন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান ১৭ বছর পর দেশে ফিরেন

"পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সন্মাননা পেতে যাচ্ছেন নিকোল কিডম্যান"

"পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সন্মাননা পেতে যাচ্ছেন নিকোল কিডম্যান"

নাফ নদ থেকে অপহৃত ৫ জেলের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নাফ নদ থেকে অপহৃত ৫ জেলের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার