সাবেক মন্ত্রী ফারুকসহ ৫ জনের রিমান্ড আবেদন,
১৯ নভেম্বর ২০২৪, ১২:৩৫ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ১২:৩৫ এএম
ঢাকার ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহম্মদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া একই এলাকায় কিশোর শামীম হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্ণেল ফারুক খানসহ ৫ জনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
এদিকে ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গত সোমবার সাবেক সংসদ সদস্য আহম্মদ হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ধানমন্ডি থানায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২০ আগস্ট রাতে রাজধানীর বনশ্রী থেকে আহম্মদ হোসেনকে আটক ডিবি পুলিশ। পর দিন পল্টনের মুদি দোকানদার নবীন তালুকদার হত্যার অভিযোগে করা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আহম্মদ হোসেনের মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
এছাড়াও, ঢাকার ধানমন্ডি এলাকায় কিশোর শামীম হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্ণেল ফারুক খানসহ ৫ জনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। রিমান্ড চাওয়া অপর আসামিরা হলেন, সাবেক এমপি সাদেক খান, এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহ'র আদালতে সাবেক এমপি এমপি সাদেক খান ও এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার হাজির করে পুলিশ। তবে অপর তিন আসামি অনুপস্থিত থাকায়
রিমান্ড শুনানি হয়নি। পরবর্তীতে রিমান্ড শুনানির নতুন তারিখ ধার্য করে এ দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকার মিরপুর রোডস্থ গুলিবিদ্ধ হন মো. শামীম। পরবর্তীতে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ অক্টোবর ধানমন্ডি থানায় মামলা করেন নিহতের মা জাহানার বেগম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮জনকে আসামি করা হয়।
এদিকে, ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার ছয় দিনের রিমান্ড শেষে দেবনাথ শম্ভুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিপ।
আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শরীফুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১১ নভেম্বর রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। পরদিন ১২ নভেম্বর আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়ার দু'দিনের মাথায় ডাকাতি মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ আত্মসমর্পণ করেছেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গত ১৬ নভেম্বর হাতিরঝিল থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি আরিফুর ইসলাম আরিফকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ওইদিন সন্ধ্যা ৬ টার দিকে তিনি আদালত থেকে পালিয়ে যান। ওইসময়ে আসামির দায়িত্বে ছিল পুলিশ কনেস্টবল সিরাজ ও কাজল। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগ বাদী হয়ে একটি মামলা করেন। একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে সিরাজ ও কাজল নামে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় শিকার শাবি শিক্ষকদের বাস !
'ট্রাম্প ২.০' বা হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
বন্ধুর বন্ধনের উদ্যোগে ছাগলনাইয়ায় শীতবস্ত্র বিতরণ
সিরাজদিখানে বাস চালক মোবাইলে কথা বলতে বলতে গাছের সঙ্গে সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেত্রী গ্রেপ্তার
লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
ভারতে অনুপ্রবেশ কালে বিজিবির হাতে আট বাংলাদেশি আটক
জাতীয় ঐক্যের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতিতে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু
কিশোরগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পানি সরবরাহ করলো “ফায়ার সার্ভিস”
ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু