সবার জন্য আমদানি উন্মুক্ত করার দাবি ব্যবসায়ীদের

আমদানিকারকদের সিন্ডিকেটের কারণেই নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বাজারমূল্য

Daily Inqilab বেনাপোল অফিস

২০ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম

নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিকারকদের সিন্ডিকেটের কারণেই বাজার মূল্য নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। আমদানির ক্ষেত্রে সকল আমদানিকারকদের এ জাতীয় পণ্য অবাধে উন্মুক্ত আমদানির সুযোগ দিলে সিন্ডিকেট ভেঙ্গে যাবে বলে জানান ক্রেতা সাধারণ।
আমদানিকারক আল মামুন জানান, চাল-ডাল, ডিম, পিয়াজ, কাঁচা মরিচ, চিনি, ভোজ্য তেল আমদানিতে সরকার বরাবরই হাতে গোনা কিছু ব্যবসায়ীদের আমদানির অনুমতি দিয়ে থাকেন। অনুমোদিত আমদানিকারক ছাড়া অন্য কেউ এ জাতীয় পণ্য আমদানি করতে পারবে না। অবিলম্বে আমদানি পর্যায়ে অবাধ ও সকল ব্যবসায়ীদের জন্য আমদানি উন্মুক্ত করার দাবি ওঠেছে ব্যবসায়ী মহল থেকে।
ফলে অনুমোদিত আমদানিকারকরা সিন্ডিকেট করে বাজারে যে মূল্যে বিক্রি করছে সেই মুল্যেই ক্রয় করতে হচ্ছে সাধারণ মানুষের। নিত্য প্রয়োজণীয় পণ্য অমাদানি অবাধ ও উন্মুক্ত করে দিলে আমদানিকারকদের সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব। যেমন বাজারে ডিমের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার নতুন করে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয় ১২টি প্রতিষ্ঠানকে। বাণিজ্য মন্ত্রণালয় এই ডিম আমদানির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে চিঠি দেয় বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুমতির পর শুধুমাত্র বেনাপোল বন্দর দিয়ে এ পর্যন্ত ৫টি চালানে মোট ৯ লাখ ৮৯ হাজার ৩১০ পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। এসব ডিমের আমদানিকারকদের মধ্যে রয়েছে ‘হাইড্রো ল্যান্ড সল্যুশন’ নামে একটি প্রতিষ্ঠান। ডিমগুলো ভারতের ‘শ্রী লক্ষ্মী নারায়ণ ভান্ডার’ নামে একটি প্রতিষ্ঠান থেকে আমদানি করা হয়।
আমদানিকারক হাইড্রোল্যান্ড সলিউশনের ম্যানেজার ইকরামুল হাসান সজিব বলেন, চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত ৫ শতাংশ শুল্কের সুবিধা পাচ্ছেন ডিম আমদানিকারকরা। এই শুল্কে শুল্কায়ন করা প্রতিটি ডিম পাইকারি বাজারে ৯ টাকায় বিক্রি হওয়ার কথা থাকলেও সেটি বাস্তবায়ন হয়নি। সরকার ডিমের বাজার মূল্য বেধে দিলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি শুধুমাত্র আমদানিকারক সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেটের সদস্যরা হাতবদলের সাথে ধাপে ধাপে মূল্য বুদ্ধি করে বাজারে পণ্য ছাড়ছে। বেশ কয়েকটি ধাপে শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে বাজারে।
কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে প্রায় ১০ লাখ ডিম আমদানি হয়েছে। গত ৮ অক্টোবর ৭ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়। সে হিসাবে দুই সপ্তাহে ১৯ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকবে। দেশে প্রতিদিন প্রায় পাঁচ কোটি ডিমের চাহিদা রয়েছে বলে মনে করা হয়।
সরকার ডিম আমদানির অনুমতি দিলেও এ ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে। প্রথম শর্তটি হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুমুক্ত দেশগুলো থেকে ডিম আমদানি করতে হবে। দ্বিতীয়ত, ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেয়া বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত থাকার সনদ দাখিল করতে হবে। তৃতীয়ত, প্রতিটি চালানের কমপক্ষে ১৫ দিন আগে সংশ্লিষ্ট সঙ্গনিরোধ কর্মকর্তাকে জানাতে হবে। চতুর্থত, অনুমতি পেলে ৭ দিন পরপর এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।
সর্বশেষ দেশীয় বাজারে চালের মূল্য বেড়ে যাওয়ায় আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয় সরকার। ফলে ২৪ জন আমদানিকারককে চাল আমদানির অনুমতি দেয়া হয়। এর মধ্যে যশোর এলাকার ১২ জন আমদানিকারককে ৭৩ হাজার সিদ্ধ চাল ও ১৯ হাজার জনকে আতপ চাল আমদানির অনুমতি দেয়া হয়। শর্তঅনুযায়ী অনুমোদিত আমদানিকারকরা সঠিক সময়ে চাল আমদানি করতে পারবে কিনা সন্দেহ রয়েছে। কারণ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সমুদয় চাল আমদানি করে বাজারজাত করা সম্ভব নয়। চাল আমদানি সবার জন্য উন্মুক্ত করা হলে চাল আমদানিকারকরা সিন্ডিকেট করতে পারবে না। ফলে বাজার মূল্য থাকবে স্বাভাবিক।
বেনাপোল বন্দরের উপপরিচালক সজিব নাজির জানান, এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বৃদ্ধি পেয়েছে। ১৪ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ৯ দিনে ১২২ ট্রাকে করে ১ হাজার ৪২১ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। কেনা থেকে শুরু করে শুল্ককর মিলিয়ে আমদানি করা এই মরিচের কেজিপ্রতি খরচ পড়েছে ৯৬-১০০ টাকা। অথচ বিভিন্ন বাজারগুলোতে ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ। তবে দেশব্যাপী বন্যার কারণে সবজি সহ কাঁচা মরিচের দাম বেড়ে যায়।
বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, দেশের ২৮ জন আমদানিকারক প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা পড়ে।
যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান বলেন, এই মুহুর্তে সরকারের উচিত আমদানিকারকদের সিন্ডিকেট ভেঙ্গে দেয়া। নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে অবাধে সকল আমদানি কারকের জন্য পণ্য আমদানি উম্মুক্ত করে দেয়া হলে সিন্ডিকেট বলে কিছুই থাকবে না। ফলে বাজারে এ জাতীয় পণ্যের মুল্য স্বভাবিক থাকবে বলে আমি মনে করি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পোশাক
সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার
সারা দেশে কমবে রাতের তাপমাত্রা,জানালো আবহাওয়া অধিদপ্তর
অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন মামুন
সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট
আরও

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা

বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ

বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ

বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান

বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান

গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২

গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২

ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক

ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক

পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ

পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ

আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ

আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ

সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!

সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!

গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ

গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ

গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম

গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম

সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা

সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা

গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের

গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের

বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পোশাক

বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পোশাক

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল

মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল

রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন

রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন

মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি

মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি

সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার

সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার

শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সাইফ ইস্যুতে মেজাজ হারালেন অভিনেতা জাকি শ্রফ

সাইফ ইস্যুতে মেজাজ হারালেন অভিনেতা জাকি শ্রফ