গরু-মহিষ-হাঁস-মুরগির বর্জ্য গিলছে বাজার
২৩ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
ফরিদপুর হাজী শরীতুল্লাহ বাজার বেইলি ব্রীজের পর এবার জানুন মুরগি বাজার সমাচার। চাউর আছে, গরু- মহিষ-হাঁস-মুরগি-কবুতরের বর্জে গিলছে বাজার। দখল দূষণে এবং ময়লা আবর্জনায় ভরে গেছে পয়ঃনিস্কাশন ড্রেনেজ ব্যবস্থা। জবেহ করা গরু ছাগল ও হাঁস মুরগির বর্জ পঁচা দুর্গন্ধে সাধারণ ক্রেতারা নাক মুখ না আটকিয়ে ঢুকতে পারছে না কেউ। মুরগি ব্যবসায়ীরা আটকে রাখছে, জনচলাচলের রাস্তা। চুটিয়ে ফাঁটিয়ে চলছে হাঁস-মুরগির ব্যবসা।
এই বিষয়টি বাজার ব্যবসায়ীদের জন্য যেমন বিষফোঁড়া তেমনি বাজারে আগন্তক ক্রেতা বিক্রেতাদেরও হয়েছে মরণ জ্বালা। দেখার যেনো কেউ নেই। কথা হয় ফরিদপুর হাজী শরীয়তুল্লাহ বাজারের একজন ব্যবসায়ী হরিনাথ কুন্ডু সাথে তিনি ইনকিলাবকে বলেন, বেইলি ব্রীজটি যেমন দখল করে আছে বহিরাগত ক্ষুদে কাঁচামালের ব্যবসায়ীরা। তেমনি মুরগি বাজারটি ও দখল করে আছেন মুরগি ব্যবসায়ীরা। মোট কথা দূষণে চলছে পরস্পরের প্রতিযোগিতা। যে যার খেয়াল খুশির মত ব্যবসা করছেন। বাজারের মধ্যে জনচলাচলের ৪/৫ টি গলির পুরোপুরি গিলে ফেলছেন মুরগি ব্যবসায়ীরা। সবাই বলছে মুরগিতেই গিলছে গোশত বাজার। নির্বিঘ্নে পথ চলার, পথগুলো দখল হয়ে আছে বড় বড় মুরগির খাচি এবং মুরগি ভরা ঝাঁকায়।
সরেজমিনে প্রতিবেদন কালে দেখা যায়, বাজারের মুরগি বাজারের ২/৩টি গুরত্বপূর্ণ গলি সবই দখল করে রেখেছেন মুরগি ব্যাবসায়ীরা। রাস্তা দখল করে যেমন চলছে হাঁস-মুরগি-কবুতর বেঁচা বিক্রি। তেমনি চলছে বড় বড় বড় ড্রেসিং মেশিনে হাঁস মুরগি পরিস্কারের নামে দখলের প্রতিযোগিতা। ফলে গোট মুরগি বাজার এখন মুরগি ব্যবসায়ীদের নিজেদের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে সরকারি জায়গা। যত দুর্ভোগ ক্রেতাদের।
সাথে সাথে উপচে পড়ছে পঁচা রক্ত পানি। একাকার হয়ে যাচ্ছে হাঁস মুরগির নাড়ি ভুরিতে। এসব পঁচা ময়লার স্তুপ হওয়া আবর্জনা ও রক্ত পানি জমা হয়ে দোকানের সামনে জমা পড়ছে। ফলে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে আটকে গেছে পয়ঃনিস্কাশন হওয়া ড্রেনেজ ব্যবস্থা। পঁচা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়লে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নিশ্চুপ।
এ বাজার মুরগি কিনতে আসছেন ফরিদপুর পুলিশ লাইনস স্কুলের একজন শিক্ষক তিনি ইনকিলাবকে বলেন, শুনলাম মুরগি বাজার নিয়ন্ত্রণ করেন বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জামাল মিয়া। হোলসেল মুরগির ব্যবসাও তার একার। মুরগি বাজারের একটি বিশাল সেল ঘরসহ ৬টি খুচরা দোকানও তার। তা হলে বাজার নিয়ন্ত্রণ হবে কেমনে। সরেষের মধ্য ভুত।
সরেজমিনে প্রতিবেদন কালে দেখা যায়, শরীতুল্লাহ বাজারের আছে ছোট বড় অর্ধশতাধিক মুরগি ব্যবসায়ী। এদের প্রত্যেকের আছে ৪-৫ জন কর্মচারী। সব মিলে ছোট বড় প্রায় দুইশ’ মুরগি ব্যাবসায়ী ও কর্মচারি। এদের মধ্যে কেউ কাস্টমারের সাথে কথা বলছেন, কেউ টাকা গুনছেন, কেউ হাঁস মুরগি জবেহ পরিস্কারে ব্যস্ত। কেউবা মেশিনে গরম পানি করে, কেউ হাঁস মুরগি পরিস্কার করছেন। কেউ ড্রেসিংয়ে গরম পানি মেশিনে ঢালছেন। সব মিলিয়ে এখানে চলছে মুরগি ব্যবসায়ীদের রামরাজত্ব।
সাথে আছে মাপে কম দেয়ার অভিযোগ। পাশাপাশি দেশী মুরগি বলে সোনালি মুরগি বিক্রিতে ঠকছে ক্রেতা। আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে বিক্রেতা। প্রতি দিন গড়ে এই বাজারে ৮/৯ হাজার কেজি মুরগি বিক্রি করা হয় বলে, নাম প্রকাশ না করার শর্তে একজন বিক্রেতা ইনকিলাবকে নিশ্চিত করেন।
নাম প্রকাশ না করার শর্তে আরেকজন ব্যাবসায়ী ইনকিলাবকে বলেন, বড় ব্যাবসায়ী বা মহাজন মো. জামাল মিয়া। তিনি নিজে বিরাট মুরগির ব্যবসায়ী। এ বাজারে তার নিজেরই ৫/৬টি দোকান। তার দোকানগুলো পরিচালনা করেন আরো ২০ জন। আলী, চান, ভুট্টা, অহিদ মুন্সি, গনির জামাই, ফারুক এরাই সবাই জামাল মিয়ার দোকান করেন। এদের দখলে আছে মুরগি বাজারের অর্ধেক। বাকিরা ও জামাল মিয়ার কাছ থেকেই নিয়মিত মুরগি কিনে এই বাজারেই বিক্রি করায় তারাও হয়েছে জামাল মিয়ার লোক।
এ বিষয়ে ইনকিলাবের সাথে কথা হয়, বাজারের ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল মিয়ার সাথে। তিনি ইনকিলাব বলেন, ভাই দুর থেকে দেখা যায় অনেক। আসলে সব সত্যি নয়। মুরগির বাজার আমার মাত্র একটা দোকান আছে। তাও আমি করি না। আমার ভাই করে। আমি কোন রাস্তাও দখল করে ব্যবসা করি না। উপরন্তু পেশী শক্তি আর অদৃশ্য ক্ষমতার মালিকদের আমার শিকার মুরগি বাজার। অনেকের হাতের লাটাই আমরা। অনৈতিক আবদার মানলে আমি আপনি ভদ্রলোক। কথা না শুনলেই লোক খারাপ। যতদুর সম্ভব সব কিছু করার চেষ্টা করছি।
কথা হয়, বাজারের বেইলি ব্রীজ নিয়ে। এ বিষয় তিনি একজন কর্মকর্তা হয়ে ইনকিলাবকে বলেন, আমরাও চাই ব্রীজটি জনচলাচলের উপযোগি হোক। কিন্ত বহিরাগত লোকের সাথে আমরা ২১ জন কর্মকর্তা কেউ পারি না। তবে এই ২১ জন অবৈধ অনিয়মের বিরুদ্ধে সবাই জিরোটলারেন্সে আছি। ডিসি, এসপি, ওসি সাহেবদের সমন্বয় ব্রীজটিতে নিয়মিত অবৈধ বাজার বসা বন্ধ করেই ছাড়বো, ইনশাআল্লাহ। (চলবে) ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
বাইডেনের ক্ষমায় শিগগিরই মুক্তি পেতে পারেন ডক্টর আফিয়া সিদ্দিকী
ই-পাসপোর্ট ডিজাইনে পরিবর্তন আসছে
কিশোরগঞ্জে সরকারি হাসপাতালে টানা দুদিন ধরে পানি নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা
দল হিসেবে খেললে অধিনায়কত্ব সহজ হয় : সোহান
পটুয়াখালীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতালের ফ্রি চক্ষু শিবির
পটুয়াখালী পুলিশ লাইনে মহিলা পুলিশ ও মহিলা কলেজ থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা
জাতীয় কবির নাতি বাবুল কাজীর ইন্তেকাল
ময়মনসিংহে মেডিকেল থেকে রক্ত চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ
রাতের আঁধারে ভেকুর দাপট, আখাউড়ার মাটি যাচ্ছে মুরাদনগরে
জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান
মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া