অবশেষে গ্রেফতার ইসকনের সেই চিন্ময়
২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
অবশেষে গ্রেফতার হলেন বহুল আলোচিত ও বিতর্কিত ইসকনের নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র রাষ্ট্রদ্রোহ মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। গতকাল সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করার তথ্য জানানো হয়। পরে তাকে নিজেদের হেফাজতে নেয়ার তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ইসকনের পক্ষ থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার তথ্যও দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। চট্টগ্রামের হাজারি গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসাবে সহিংসতায় সেনাসদস্য ও পুলিশ বাহিনী সদস্যদের ওপর ভয়ঙ্কর এসিড হামলার নেপথ্যে তার ভূমিকার অভিযোগও রয়েছে। এর আগে চট্টগ্রামর নিউমার্কেট চত্বরে মুক্তমঞ্চে ছাত্র-জনতার উড়ানো জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উড়িয়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার কথা দেশের স্বাধীনতা, সাবভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহিতার মামলাও হয়েছে নগরীর কোতোয়ালী থানায়। হাটহাজারীতে জমি দখল, মন্দিরের অভ্যন্তরে অনাথ শিশুদের সাথে অবাধ যৌনাচার ও যৌন হয়রানির অভিযোগও রয়েছে ইসকনের এ বিতর্কিত নেতার বিরুদ্ধে।
ছাত্র-জনতার নজিরবিহীন এক গণঅভ্যুত্থানে বিগত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করা সেইসাথে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর যে কয়টি অপচেষ্টা হয়েছে তার পেছনে এ ইসকন নেতার সরাসরি ইন্ধন রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। চট্টগ্রামে হাজারি গলিসহ বেশ কয়েকটি সহিংসতার ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণও মিলেছে। বিশেষ করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার পর বিভিন্ন মহল থেকে তাকে গ্রেফতারের দাবি উঠে। এ প্রেক্ষাপটে গতকাল তার আটক হওয়য়ার খবরে চট্টগ্রামসহ সারাদেশে দেশপ্রেমিক ছাত্র-জনতার মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাকে বিচারের মুখোমুখি করার উচ্চকিত হচ্ছে বিভিন্ন মহলে।
চট্টগ্রামে ইসকনের নামে নানা অপকর্মে জড়িত এই চিন্ময় কৃষ্ণ দাশ। একসময় তিনি ইসকন প্রবর্তক মন্দিরের বিভিন্ন দায়িত্বে ছিলেন। সেখানে অনাথ কয়েকজন শিশুকে জোরপূর্বক বলৎকারের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তার যৌন লালসার শিকার এসব শিশুদের দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মন্দিরের সাধু থেকে শুরু করে অভিভাবকরাও তার এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন। একপর্যায়ে তাকে ওই মন্দির থেকে বের করে দেয়া হয় বলেও জানা গেছে। হাটহাজারীতে পুণ্ডরীক ধামের পাশে একটি পুকুর দখলেরও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের মালিকানাধীন পুকুরটি ব্যবহারের জন্য অনুমতি নেয় মন্দির কর্তৃপক্ষ। তিনি সরল বিশ^াসে সেটি ব্যবহারের অনুমতি দেন। পরবর্তীতে পুকুরটি দখলে নিয়ে উল্টো তার বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেয়া হয়। আদালত মামলাটি খারিজ করে দিলে সংবাদ সম্মেলন করে মীর নাসির ও তার পুত্র মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে মন্দিরের জমি দখলের পাল্টা অভিযোগ করা হয়।
স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বিতর্কিত শিক্ষামন্ত্রী ও স্বঘোষিত ইসকন মহিবুল হাসান চৌধুরী নওফেলের সহযোগী হিসেবে নানা অপকর্ম করেন এ ইসকন নেতা। ক্ষমতার পট পরিবর্তনের পর বোল পাল্টে বিএনপি ও জামায়াত নেতাদের সাথে দ্রুত সখ্যতা গড়ে তোলেন। বিএনপি জামায়াত নেতাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অপকর্মে লিপ্ত হন এ ইসকন নেতা। সরকারকে বিব্রত করতে একের পর এক কর্মসূচির নামে সহিংসতার মদদ দেন তিনি। সর্বশেষ নগরীর হাজারি গলিতে ইসকনকে নিয়ে দেয়া কথিত একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে চরম নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়। স্ট্যাটাস দেয়া এক ব্যবসায়ী ও তার ভাইকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানসহ পুড়িয়ে হত্যার আয়োজন করা হয়। তাদের উদ্ধারে সেখানে যৌথ বাহিনীর অভিযান শুরু হলে তাদের উপর হামলা করে উগ্রবাদী ইসকন সদস্যরা। একপর্যায়ে তারা সেনাবাহিনী সদস্য ও পুলিশ সদস্যদের উপর এসিড ছুঁড়ে মারে। এতে সেনাবাহিনী ও পুলিশের ১২ জন সদস্য দগ্ধ হন। এ ঘটনার নেপথ্যে ছিলেন চিন্ময় কৃষ্ণ দাশ।
ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কর্মকর্তারা নিশ্চিত হন ইসকনকে নিয়ে দেয়া স্ট্যাটাসকে পুঁজি করে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানো ছিল ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট। আর এর মূলহোতা ছিলেন চিন্ময়। ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে ইসকনের কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে গত ৮ নভেম্বর ঢাকায় একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে লিখিত বক্তব্যে ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাশ ব্রহ্মচারী হাজারি গলির ঘটনায় ইসকন জড়িত নয় বলে দাবি করেন। ওই সংবাদ সম্মেলনে চিন্ময় কৃষ্ণ দাশ ইসকনের কেউ নয় বলে দাবি করা হয়। বলা হয়, চিন্ময়কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আর এ কারণে চিন্ময়ের দ্বারা সংঘটিত কোন কার্যক্রমের দায় ইসকন নেবে না বলেও জানান তিনি। জানা গেছে, ইসকন থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজের অবস্থান ধরে রাখতে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত হন বিতর্কিত এ হিন্দু নেতা।
গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদীঘি মাঠে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ থেকে একদল লোক নিউমার্কেট মোড়ে এসে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলন করে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আন্দোলনরত ছাত্র-জনতা বিজয়ের স্মারক হিসেবে নিউমার্কেট মোড়ে ওই জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে দেয়ার প্রতিবাদে রাজপথে নামে ছাত্র-জনতা। অবশেষে এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে তাকেসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। এই মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় লংমার্চের ঘোষণাও দেন চিন্ময় কৃষ্ণ। যদিও পরে ওই কর্মসূচি স্থগিত করা হয়। চিন্ময়কে গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে সমন্বয়কদের বেশ কয়েকজন। তারা চিন্ময়ের রাষ্ট্রবিরোধী অপকর্মের সুষ্ঠু তদন্ত করে তার কঠোর সাজা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন। সেইসাথে তার সহযোগী ও রাষ্ট্রদ্রোহ মামলার অন্য আসামিদেরও গ্রেফতার করার দাবি উঠেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল