জঘন্য এক তুরিন আফরোজ
২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
পৈত্রিক সম্পত্তি একা ভোগ-দখল করতে জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে মামলা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক) নেত্রী ব্যারিস্টার তুরিন আফরোজ। একই মায়ের পেটের ভাইকে দেখিয়েছেন হাইকোর্ট। জালিয়াতির মাধ্যমে দলিল সৃষ্টি করে পৈত্রিক বাড়ি নিয়ে নেন একক দখলে। মা এবং ভাইকে ঢুকতে দেন না সেই বাড়ি থেকে। এ হেন তুরিন আফরোজ একাধারে ছিলেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ‘গণকমিশন’র সদস্য সচিব। ২০১৩ সালে শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর নিয়োগ দেন। নিয়োগের পর থেকেই তিনি প্রসিকিউশনের আরেক সিনিয়র সদস্য (বর্তমানে মরহুম) জেয়াদ আল মালুমের সঙ্গে বিরোধে জাড়িয়ে পড়েন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর পরিচয়ে তিনি বিভিন্ন প্রথিতযশা ব্যক্তিদের ব্ল্যাকমেইল করতেন। বিভিন্ন শিল্প পরিবারের কর্ণধারকে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। মোহাম্মদ ওয়াহিদুল হক নামের এক ‘সন্দেহভাজন’র কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে তাকে দায়মুক্তি প্রদানের অভিযোগ ওঠে তুরিনের বিরুদ্ধে। এছাড়া সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে গোপনে সাক্ষাৎ করে অর্থ দাবি করেন তিনি। বিষয়টি ঘাদানিকের তদন্তেও প্রমাণিত হয়। এ প্রেক্ষিতে ২০১৮ সালের মে মাসে ‘শৃঙ্খলা ভঙ্গ’র অভিযোগে প্রসিকিউশন থেকে সরিয়ে দেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের প্রসিকিউটর পরিচয় ও প্রশাসনে প্রভাব খাটিয়ে নিজের মা-ভাইকে হয়রানি করেন। মা কে ‘জামায়াতে ইসলামীর রোকন’ আখ্যা দিতেও দ্বিধা করেন নি। এ হেন তুরিন আফরোজের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সুপ্রিমকোর্ট এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন মা সামসুন নাহার তাসলিম। তুরিনের মা বলেন, জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও তুরিন আফরোজ প্রতিনিয়ত সব জায়গায় আমাকে ‘জামায়াতের রোকন’ বলে অপপ্রচার চালায়। এ অপপ্রচার করে ও আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে আমাকে উত্তরার বাসা থেকে বের করে দেয় তুরিন। এখন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালিন সরকারের কাছে আমার বাসা ফেরত পেতে সহযোগিতা কামনা করছি। তিনি বলেন, তুরিন আফরোজ অনৈতিক কার্যক্রম চালাতো। উচ্ছৃঙ্খল জীবন যাপন করতো। এসব কর্মকাণ্ডে বাঁধা দেয়ায় মআকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি সেই হতভাগা মা যে তার উচ্চশিক্ষিত মেয়ের হাতে নিগৃহিত হয়েছি।
তুরিনের মা বলেন, এখানে-সেখানে ঘুরে বেড়াই। আমি আমার দেশ ছেড়ে এ বয়সে কেন বিদেশে পড়ে থাকব? এ দেশ আমার জন্মস্থান। আমার ৫০ বছরের সংসার এখানে। আমি তো এখানেই থাকতে চাই। আমি আমার সংসারে ফিরে যেতে চাই। আমার স্বামী মারা যাওয়ার ১৮ দিন পর আমাকে বাসা থেকে বের করে দেয় তুরিন। আমার দোষ তার কিছু আচরণের প্রতিবাদ করি। যেমন, ভাড়াটিয়াদের কাছ থেকে সবসময় ভাড়ার টাকা আমিই নিতাম। আমার স্বামী অবসরে যাওয়ার পর থেকে বাড়ি ভাড়ার টাকায় আমাদের সংসার ও ওষুধের খরচ চলত। ওর বাবা মারা যাওয়ার পর থেকে তুরিন বাসা ভাড়ার টাকা জোর করে নিজে নিয়ে যাচ্ছে।
অপরিচিত লোকদের রাত-বিরাতে ঘরে প্রবেশ করানো নিয়ে দারোয়ান ও ভাড়াটিয়ারা অভিযোগ করলে তুরিনের সঙ্গে প্রায়।ি আমার ঝগড়া লাগত। এসব বিষয়ে নিষেধ করলে ডিজিএফআই, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম করে সে ভয় দেখাতো। বলত ‘ওরা সবাই আমার বন্ধু।’ কোনো কিছু বললেই ৫৭ ধারায় গ্রেফতার করানোর ভয় দেখাতো।
তুরিনের আরো যত কাণ্ড : তুরিন উচ্চ শিক্ষা অর্জন করেন অস্ট্রেলিয়ায়। ব্যক্তি জীবনে ছিলেন উচ্ছৃঙ্খল। নিজের মধ্যে ন্যূনতম মানবতাবিবোধ না থাকলেও তিনি মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রসিকিউটর ছিলেন। তুরিনের বেপরোয়া স্বভাবের কারণেই শেখ হাসিনা তাকে স্নেহ করতেন। এটিই ছিলো তার ক্ষমতা ও সাহসের উৎস। ট্রাইব্যুনালে জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা পরিচালনা করেন। বাহ্যত: কেতাদূরস্থ তুরিন আফরোজ ছিলেন দারুণরকম অর্থলোভী । অর্থ-সম্পদের জন্য এমন কোনো অনৈতিক কাজ নেই যা তিনি করতে পারেন না। এ কারণে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন আপন ভাই শাহনেওয়াজ আহমেদ শিশির। এ কারণে অবশ্য তুরিন আফরোজ ভাইয়ের বিরুদ্ধেও মামলা ঠুকে দেন। ২০২৩ সালে অবশ্য সেই মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। মামলা বাতিল প্রশ্নে রুলও জারি করেন আদালত। এর আগে তুরিন অবৈধ প্রভাব খাটিয়ে ২০২১ সালের ৩১ অক্টোবর শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত গঠন করান। এর আগে ২০১৯ সালের ১৪ জুন উত্তরাস্থ পৈত্রিক বাসভবনে জোরপূর্বক প্রবেশ চেষ্টা এবং নিজের প্রাণনাশসহ অশালীন হুমকির অভিযোগে মা ও ভাইয়ের বিরুদ্ধে প্রথমে জিডি ও পরে মামলা করেন তুরিন। মেয়ের করা মামলায় জামিন নিতে হয় মা সামসুননাহার তাসলিমকে। ২০১৭ সালের ২ মার্চ নিজ মা এবং ভাইকে উত্তরাস্থ পৈত্রিক বাড়ি থেকে বের করে দেন। অসহায় সামসুন্নাহার তখন তৎকালিন প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চান। কিন্তু সাইকোপ্যাথ হাসিনা তাদের পাশে না দাঁড়িয়ে পক্ষ নেন তুরিন আফরোজের। হাসিনার প্রশ্রয়ে তুরিন ২০১৮ সালের এমপি পদে নির্বাচন করার জন্য আওয়ামীলীগের মনোনয়ন চান।
ধর্মবিশ্বাসের দিক থেকে তুরিন আফরোজ প্রবল ইসলাম বিদ্বেষী। ইসলামী শিক্ষায় শিক্ষিত মাত্রই তিনি ‘মৌলবাদী, তালেবান-জঙ্গি’ জ্ঞান করেন। এ কারণে ২০২২ সালে আরেক ঘাদানিক নেতা (বর্তমানে গণহত্যার মামলায় বিচারের মুখোমুখি) বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরি মানিকের নেতৃত্বে ১১৬ জন ইসলামী চিন্তাবিদ, দেশবরেণ্য আলেম ও হেফাজত নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে তদন্ত চেয়ে অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতে দুদক পরিচালক উত্তম কুমার মণ্ডল ত্বরিৎ সিদ্ধান্তে অভিযোগের তদন্ত করার জন্য টিম গঠন করেন। পরে অবশ্য দুদক তদন্ত প্রক্রিয়া থেকে পিছু হাটে। তবে তদন্তের নির্দেশদাতা পরিচালক উত্তম কুমার এখনো নির্বিঘ্নে দুদকে চাকরি করছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ফ্যাসিজমের ঘোরতর সমর্থক ব্যারিস্টার তুরিন আফরোজ দেশেই আছেন। ঘাদানিক নেতা শামসুদ্দিন চৌধুরী মানিক, শাহরিয়ার কবির গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও ভয়ঙ্কর ব্যারিস্টার তুরিন আফরোজ এখনো মুক্তি বিহঙ্গের মতো জীবন যাপন করছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল
বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
মানুষ আমি দেবতা নই, আমারও ভুল হয়: নরেন্দ্র মোদি