ভৈরবে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার
২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
কিশোরগঞ্জ জেলাধীন ভৈরবে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যা করে স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পৌর শহরের রাণীর বাজার শাহী মসজিদ পিছনের এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতরা হলেন- মৃত গরেঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী গাজীপুরের নির্মল মল্লিকের মেয়ে নিপা মল্লিক (২৬), ছেলে দ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৫)।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব বাজারের পৌর শহরের রাণীর বাজার শাহী মসজিদের পিছনের শাহজাহান মিয়ার বিল্ডিংয়ের ৬তলা ভবনের ৬ষ্ঠ তলার একটি কক্ষে সাবলেট নিয়ে থাকতেন। ২৪ নভেম্বর স্ত্রী সন্তানদেরকে নিয়ে নরসিংদীর আনারাবাজ নিজ গ্রামে যায় জনি বিশ্বাস। সেখান থেকে ২৫ নভেম্বর সন্ধ্যায় এসে ঘরের দরজা বন্ধ করে। গতকাল মঙ্গলবার সকাল থেকে পার্শ্ববর্তী রুমে ভাড়াটিয়া ও জনি বিশ্বাসের কর্মস্থলের কর্মচারীরা ডাকাডাকি করলে তার পরিবার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হলে দরজা ভেঙ্গে দেখতে পায় চারজনই মৃত অবস্থায় রয়েছে। এদের মধ্যে জনি বিশ্বাস ফাঁসিতে ঝুলে আছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।
এ বিষয়ে বিল্ডিং মালিক রিনা বেগম বলেন, আড়াই মাস আগে জনি বিশ্বাসের পরিবারকে ভাড়া দেয়। মঙ্গলবার সকাল ১১টায় পার্শ্ববর্তী ভাড়াটিয়া জানান তারা দরজা খুলছে না। পরবর্তীতে আবার ৩টায় জানান দরজা খুলছেই না। স্থানীয়রা এসে দরজা ভেঙ্গে দেখতে পায় তারা মৃত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে পার্শ্ববর্তী ভাড়াটিয়া সৃষ্টি বর্মণ বলেন, ২৫ নভেম্বর জনি তার পরিবার নিয়ে বাড়ি থেকে সন্ধ্যায় বাসায় আসে। আমি তখন বাজারের পাশে একটি মাজারে চলে গিয়েছিলাম। রাতে এসে দেখি তাদের দরজা বন্ধ। মঙ্গলবার সকাল ১১টায় তাদের ডাকাডাকি করি তারা দরজা খুলেনি। বিকাল ৩টায় আবার ডাকতে গেলেও দরজা না খুললে আমি বাড়ির মালিকসহ প্রতিবেশীদের জানায়। স্থানীয়রা এসে দরজা ভেঙে তাদের লাশ দেখতে পায়।
এ বিষয়ে নিহতের মা শিখা রাণী বিশ্বাস জানান, ১০ বছর যাবত ভৈরবে থাকে জনি ও তার দুই ভাই। জনি ভৈরব বাজার মিজান মিয়ার ওয়ার্কসপে কাজ করতো। আট বছর আগে ছেলে বিয়ে করাই। বিয়ের পর থেকে বউয়ের সাথে পারিবারিক কলহ লেগেই থাকতো। দুদিন আগে ছেলে তার বউকে নিয়ে বাড়িতে থেকে এসেছে। ছেলে আমাকে ভয় পায় বলে কিছুই জানাতো না। আমি ছোট নাতনির মুখে শুনতে পেয়েছিলাম। তারা এখানে বছর খানেক থাকবে। ছেলের বউ ৭ মাসের অন্তঃসত্ত্বা। কি কারণে আমার ছেলে এ কাণ্ড ঘটালো আমার বুঝে আসছে না।
এদিকে পুলিশের একাধিক সূত্র বলছে, ধারণা করা হচ্ছে জনি বিশ্বাস প্রথমে স্ত্রীকে গলা কেটেছে, পরে দুই ছেলে মেয়েকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। পরে নিজেই ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ওসি মোহাম্মদ শাহীন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশগুলো কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে- স্ত্রী সন্তানকে হত্যা করেই আত্মহত্যা করেছে জনি বিশ্বাস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু