নরসিংদীতে সয়াবিন তেলের বাজারে অস্থিরতা
২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
নরসিংদীর বাজারে সয়াবিন তেলের সঙ্কট দেখা দিয়েছে। সরকার নির্ধারিত মুল্যের তোয়াক্কা না করে কেনা-বেচা হচ্ছে চড়া মুল্যে। বোতলজাত তেলের চেয়ে খোলা তেল দাম বেশি হওয়ার কারণে কৌশল করে বোতলজাত তেল ড্রামে ভরে বিক্রি হচ্ছে খোলা তেল হিসেবে। বাজারগুলোতে অনিয়ন্ত্রিত সয়াবিন তেলের দরদাম। বাজারে খোলা এবং প্যাকেট ও বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। গেলো ১ মাসের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত তেল লিটার প্রতি ১৬৭ টাকা সরকার নির্ধারিত মুল্য হলেও বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।
খোঁজ নিয়ে জানা যায়, খোলা সয়াবিন তেল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০-৯০ টাকায়। গেলো মাসে বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন বিক্রি হয়েছিল ১৫০-১৬০টাকা দরে। সুপার তেল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। এই তেল গেলো ১৫ দিন আগে বিক্রি হয়েছিল ১৬০টাকায়। সুপার তেলের দাম বেড়েছে কেজিতে ১৫-১৮ টাকা। পামঅয়েল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। তা দুই সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ১৬০টাকা দরে। পাম তেলের দাম বেড়েছে লিটারে ২০ টাকা। বাজারের খুচরা বিক্রেতাদের আশঙ্কা সামনে তেলের দাম আরও বাড়তে পারে। জেলার বড় বাজার, ভেলানগর বাজার, শিক্ষাচত্ত্বর বাজার, বটতলা বাজার, শাপলা চত্ত্বর বাজারে খোঁজ নিয়ে জানা যায়, খোলা সয়াবিন তেলের দাম বাড়ার পাশাপাশি বোতলজাত তেলের দামও বেড়েছে অস্বাভাবিক হারে। মুদি ব্যবসায়ী তাপস কুমার ভৌমিক বলেন, তীর ব্রান্ডের তেল পাঁচ লিটারের বোতলজাত তেল খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৮৩০-৮৪০টাকায়। এক মাস আগে বিক্রি হয়েছিল গায়ের মূল্য ৮১৮ টাকায়। এতে প্রতি পাঁচ লিটারের বোতলে দাম বেড়েছে ২০ টাকা।
ব্যবসায়ী আবু ছায়েদ মিলন জানান, বসুন্ধরা ব্র্যান্ডের সয়াবিন তেলের দামও বেড়েছে। এই ব্র্যান্ডের পাঁচ লিটারের বোতলজাত তেলও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮৪০টাকায়। একই তেল ১৫ দিন আগে বাজারে বিক্রি হয়েছিল ৮১৮ টাকায়। ওই তেলের দাম ২০ টাকা বেশি নেওয়া হচ্ছে কেন জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে পরিবেশকরা ভালো বলতে পারবেন।
নরসিংদী শহরের এক পরিবেশক মো. বাবুল মিয়া ইনকিলাবকে বলেন, কেন সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী জানিনা। কোম্পানি তেল দেয়না, বাজারে সরবরাহ কম এটুকু জানি। কোম্পানির কাছে তেল চাইলে যেসব পণ্য বাজারে চলে না সেসব পণ্য তেলের সাথে জুড়ে দেন। অন্যান্য পণ্য না দিলে তেল দেয় না। প্রতি লিটার সয়াবিন তেল কোম্পানি থেকে আমাদের দেয় ১৬৫ টাকা ধরে, আমরা বিক্রি করি ১৬৬ টাকায়। এরপর বাজারে কি ঘটে জানিনা। তবে বোতলজাত তেলের চেয়ে খোলা তেলের দাম বেশি হওয়ায় বাজার পরিস্থিতি অস্থিতিশীল।
ভেলানগর ব্যাংক কলোনি এলাকার ভোক্তা জসিম উদ্দিন ইনকিলাবকে বলেন, পাইকারি বাজারে পাঁচ লিটার বোতলজাত সয়াবিনের দাম ৮১৮ টাকা। আবার একই তেল খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮৪০-৮৫০ টাকায়। এতে সাধারণ ভোক্তারা তাদের কাছে লিটারে ২০-৩০ টাকা ঠকে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমান ইনকিলাবকে বলেন, প্রতিদিনই নরসিংদীর কোনো না কোনো বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারে বোতলজাত তেল খোলা তেল হিসেবে বিক্রি হচ্ছে এমন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দরে সয়াবিন তেল বিক্রি করা হলে ভোক্তাদের অভিযোগ জানানোর কথাও তিনি বলেন।#
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত