চার বছর আগের বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
প্রায় চার বছর আগে করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া ঢাকা রফতানি প্রক্রিয়াকীকরণ এলাকা (ডিইপিজেড) এর লেনী ফ্যাশন লিমিটেড এবং লেনী এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতাসহ অন্যান্য পাওনাধি আদায়ের দাবিতে বিক্ষোভ করেছে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এতে ওই মহাসড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে আটকা পরে শতশত যানবাহন। গতকাল মঙ্গলবার সকাল থেকে ডিইপিজেডের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছে শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় চার বছর আগে করোনার দোহাই দিয়ে ২০২০ সালে লেনী ফ্যাশন লিমিটেড এবং লেনী এ্যাপারেলস লিমিটেড বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু শ্রমিকদের পাওনা ওই বছরের জানুয়ারি মাসের বেতন এবং সার্ভিস বেনিফিট না দিয়ে কর্তৃপক্ষ তালবাহানা শুরু করে। একপর্যায়ে আন্দোলনের মুখে বার বার শ্রমিকদের পাওনাধি পরিশোধের আশ্বাস দেয়া হয়। কিন্তু বিগত চার বছরেও তা পরিশোধ করেনি।
শ্রমিকরা জানায়, ডিইপিজেডের নির্বাহী পরিচালক আহসানুল কবীর তাদের আসস্ত করে ৩০ নভেম্বর শ্রমিকদের সকল পাওনাধি পরিশোধ করবে। কিন্তু ২৪ নভেম্বর কর্তৃপক্ষ জানিয়ে দেয় নির্ধারিত তারিখে পাওনাদি দিতে পারবে না। তাই শ্রমিকরা তাদের পাওনাদি আদায়ে বাধ্য হয়েই বিক্ষোভ করেছে।
বাংলাদেশ গামের্ন্ট ও সোয়ের্টাস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, প্রায় চার বছর আগে করোনাকালীন সময়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। এরপর আর চালু করেনি। তবে কিস্তি করে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেছিল। দীর্ঘদিন পাওনাদি পরিশোধ না করায় শ্রমিকরা বাধ্য হয়ে আন্দোলনে নামে।
লেনি ফ্যাশন ইউনিট-১ এর শ্রমিক শাহিদা পারভীন সুমি জানায়, তিনি ওই কারখানায় সুইং হাইস্কেল অপারেটর পদে ১৭ বছর চাকরি করেছেন। ২০২০ সালে একদিনের বন্ধ দিয়ে পাওনাধি পরিশোধ না করে কারখানা একেবারে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ব্যাপারে বার বার পাওনা পরিশোধের আশ্বাস দেয়া হয়। কিন্তু চারটি বছর পার হয়ে গেছে এখনো পাওনাধি পরিশোধ করেননি। কারখানায় চারটি ইউনিটের প্রায় সাড়ে সাত হাজার শ্রমিকের প্রায় ৬৬ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু এরই মধ্যে কর্তৃপক্ষ দুটি ইউনিট বিক্রি করে দিয়ে ৮৪ কোটি টাকা নিয়ে গেলেও শ্রমিকদের কোনো পাওনা দেয়া হয়নি। অবলম্বে তাদের পাওনাধি বেপজা কর্তৃপক্ষকে পরিশোধের দাবি জানান তিনি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা বেপজা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে।
রিনা, আখি, হাসেম মোল্লাসহ একাধিক শ্রমিক জানান, পাওনাধি পরিশোধের জন্য বার বার তারিখ পরিবর্তন করে। তবে নভেম্বর মাসের ৩০ তারিখ সকল পাওনাধি দেয়ার তারিখ দেন বেপজা থেকে। কিন্তু এ সংক্রান্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। অবিলম্বে সকল পাওনা পরিশোধ করে দেয়ার দাবি জানান তারা।
বজলুর রহমান নামে এক শ্রমিক বলেন, প্রায় চার বছর আগে করোনার দোহাই দিয়ে আমাদের কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে। আমার দুই মাসের বেতন ও অন্যান্য ক্ষতিপূরণ মিলিয়ে ২ লাখ ৩৫ হাজার টাকা পাওনা রয়েছে। নভেম্বর মাসের ৩০ তারিখে আমাদের বেতন দেয়ার কথা। এর আগে গত মাসের ১৫ তারিখে বেতনের তারিখ জানিয়ে নোটিশ দেয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ এখনো কোনো প্রকার নোটিশ দেয়নি। তাই বাধ্য হয়েই আমরা সড়কে অবস্থান নিয়েছি।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, চার বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
এ বিষয়ে কথা বলতে কারখানা কর্তৃপক্ষ কিংবা বেপজা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত