আবর্জনার ভাগাড় গুলশান লেক

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৭ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম

রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী। পুরো এলাকায় বিস্তৃত গুলশান লেক বয়ে বেড়াচ্ছে নোংরা আর দূষিত পানি, ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই লেকই যেন বিভিন্ন এলাকার ময়লায় পরিণত হয়েছে ভাগাড়ে। কড়াইল বস্তি এলাকায় লেকের পানিতে জমে আছে নানা রকমের ময়লা ও প্লাস্টিক আবর্জনা। এলাকাজুড়ে লেকের কোথাও কোথাও পরিবেশ অনেকটাই খারাপ। কালো নোংরা পানির পাশাপাশি লেকের দুই পারে জমে থাকা আবর্জনায় লেকের পারকে দূষিত করছে। লেকের দুপাশেই নানা ধরনের বর্জ্য জমে আছে। পানির ওপর সবুজ রঙের আস্তরণ। কোথাও কোথাও তা নীলচে রঙ ধারণ করেছে। সেতুর নিচের পাইপ দিয়ে আসছে কালো দুর্গন্ধযুক্ত পানি। দূষণের এই ভয়াবহ দৃশ্য দেখা যায় গুলশান, বারিধারা, বনানীর বিভিন্ন স্থানেও। কোথাও দূষিত পানির দুর্গন্ধে টেকা দায়, কোথাও দূষণের ফলে পানি কালো রঙ ধারণ করেচে। লেকের ভেতরে ও পাড়ে জমে থাকা আবর্জনার স্তূপ তো আছেই। সব মিলিয়ে এই এলাকার বাসিন্দাদের পাশাপাশি অফিসগামীদেরও জীবন দুর্বিষহ হয়ে পড়েছে লেকের এই দূষণের জন্য।
এই এলাকার ভবন মালিকরা কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করলেও সুয়ারেজের সংযোগ লাইন মিশিয়ে দিয়েছেন স্ট্রর্ম ওয়াটার ড্রেনেজের সঙ্গে, যা গিয়ে মিশছে লেকের পানিতে। সুয়ারেজ লাইনের সমস্যা তো আছেই, গুলশান লেককে আশপাশের এলাকার ডাস্টবিন হিসেবে ব্যবহারের প্রবণতাও রয়েছে। আশপাশের বাজারের বর্জ্য তো বটেই, ভাসমান হকারদের বর্জ্য এবং এমনকি বাসাবাড়ির বর্জ্যও এই লেকে ফেলা হয়। ফলে লেক পরিষ্কারের সময় ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, চিপস বা বিস্কুটের প্যাকেট থেকে শুরু করে নানা ধরনের পলিবর্জ্য ও অন্যান্য কঠিন বর্জ্য উঠে আসে।
জানা গেছে, ঢাকার খাল ভরাট ও বেদখলের ফলে পানিবদ্ধতা এবং পরিবেশ দূষণ বাড়ছে। তা ছাড়া যানজট নিরসনে নৌ-রুট প্রতিষ্ঠা করার পরিকল্পনাও ভেস্তে যাচ্ছে। ওয়াসার কাছ থেকে বুঝে নেয়ার পর সিটি করপোরেশন নিজস্ব ফান্ড থেকে অনেক খাল পরিষ্কার করে। কিন্তু সেসব খাল আবারও ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ঢাকার খালগুলোকে রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য্যবর্ধনের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে সরকার। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কয়েকটি খাল সংস্কার এবং নান্দনিক পরিবেশ সৃষ্টি করেছে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকার খাল পরিস্কারের কজে হাত দিয়েছে। রাজধানীর অনেক খাল ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। কাগজে-কলমে যেসব খাল রয়েছে সেগুলোও দখল ও দূষণে হারিয়ে যেতে বসেছে। খালগুলো রক্ষণাবেক্ষণ করতে ২০২০ সালের ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেছেন, খাল-বিল ভরাট করে শিল্পায়ন বন্ধ করতে হবে। সমগ্র বাংলাদেশের কোনো পরিকল্পনা তৈরি করা হয়নি এখন পর্যন্ত। কিন্তু আমরা চাই পুরো বাংলাদেশের উন্নয়নের জন্য পরিকল্পনা, নাগরিক এলাকায় নাগরিক সুবিধা দেওয়া ও খাল-বিল ভরাট বন্ধ করতে হবে। পরিকল্পনাবিদদের শহর থেকে নগর সব জায়গাতেই অন্তর্ভুক্ত থাকা দরকার।
বিআইপির সাবেক সহ সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় দেখা যাচ্ছে, সেখানে নীতিনির্ধারকদের পক্ষ থেকে পরিকল্পনাবিদদের যথাযথ কাজ করার সুযোগ দেওয়া হবে বলে আমি আশা করি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান

বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান

ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের

ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের

শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ

শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ

অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর

অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর

এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌

এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌

হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার

হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার

ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ

মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির

পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির

৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির

৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির

সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই

সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই

নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত

নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত

অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি

অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি

একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু

একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু

একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু

একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক

'আমাকে নিয়ম শেখাতে আসবেননা, আপনি সব কিছুতে নিয়ম দেখান'

'আমাকে নিয়ম শেখাতে আসবেননা, আপনি সব কিছুতে নিয়ম দেখান'

শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির

শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির

হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা

হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা

সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে : পুলিশ

সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে : পুলিশ