চট্টগ্রামে ইসকনের বেশে রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য
২৭ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুরকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিনভর আদালত এলাকায় তাণ্ডব চালানো হয়েছে। ইসকনের সাথে রাস্তায় নেমে সহিংসতা, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারেরা। সন্ত্রাসী হামলায় একজন নবীন আইনজীবীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আইনজীবী, পথচারীসহ আরো অনেকে। সন্ধ্যার পর ওই এলাকার পরিস্থিতি শান্ত হয়। তবে রাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত হাজারি গলিসহ কয়েকটি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। নগরীতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। মাঠে নেমেছে বিজিবির অতিরিক্ত সদস্য।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ ইনকিলাবকে বলেন, একজন আসামির জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হয়েছে। পুলিশ ধৈর্য্যরে সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। তবে দুঃখজনকভাবে একজন আইনজীবীর মৃতু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সবাইকে ধৈর্য্যধারণের আহ্বান জানাচ্ছি। উগ্রবাদীদের উপর্যপুরি দা-এর কোপে নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ (৩৫)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের জামাল উদ্দিনের পুত্র।
দুপুরে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের আদেশের পর আদালত এলাকায় জয় শ্রীরাম সেøাগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে উগ্রবাদী ইসকন সদস্যরা। তারা সেখানে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে উস্কানিমূলক নানা সেøাগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। সকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে ইসকন সমর্থকেরা আদালত প্রাঙ্গণে জড়ো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদেরও সেখানে বিক্ষোভ ও তাণ্ডব চালাতে দেখা যায়।
একপর্যায়ে কঠোর নিরাপত্তায় বিতর্কিত ওই ইসকন নেতাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। তাকে প্রিজনভ্যানে করে আদালত চত্বর থেকে বের করার সময় প্রিজনভ্যান ঘেরাও করে কয়েকশ’ উগ্রবাদী। এ সময় কেউ কেউ প্রিজনভ্যানের সামনে রাস্তায় শুয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা এমন অবস্থা চলার পর পুলিশ উগ্রবাদীদের সরিয়ে দিতে বল প্রয়োগ করে। লাঠিচার্জের পাশাপাশি সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। প্রিজনভ্যান সরে যাওয়ার পর উগ্রবাদীরা আদালত ভবন এলাকায় ব্যাপক তাণ্ডব শুরু করে। তারা মসজিদ কমপ্লেক্স, আইনজীবীদের চেম্বার এবং পার্কিং করে রাখা বিভিন্ন যানবাহনে হামলা করে ভাঙচুর করে।
তাদের ছোঁড়া ইট-পাটকেলে পাহাড়ের ঢালে অবস্থিত মসজিদ কমপ্লেক্সের বারান্দায় অবস্থিত আইনজীবীদের চেম্বার এবং মসজিদের জানালার কাচ ভেঙ্গে যায়। এ সময় ককেজন মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মুসল্লি ও সাধারণ আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা আদালত ভবনের প্রবেশপথে সোনালী ব্যাংকের সামনে ইসকনের মিছিলকে পেছন থেকে ধাওয়া করে। একপর্যায়ে ইসকনের মিছিলটি মুসলিম হাই স্কুল এলাকায় সড়কে ও রঙ্গম কমপ্লেক্সের গলিতে অবস্থান নেয়।
অন্যদিকে আইনজীবী ও মুসল্লিরা লালদীঘির জেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পুলিশ মাঝখানে অবস্থান নেয়। এ সময় দুই পক্ষ একে অপরের প্রতি ইট-পাটকেল ছোঁড়ে। একটি মিছিল রঙ্গম কমপ্লেক্স এলাকায় ঢুকে গেলে তাতে হামলা চালায় ইসকনের উগ্রবাদীরা। এ সময় আইনজীবী আলিফকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। হামলায় আরো কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন। আইনজীবীর মৃত্যুর খবরে আদালত প্রাঙ্গণে তার সহকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। অন্যদিকে নগরীর আরো কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জোরদার করা হয় সেনাবাহিনীর টহল।
চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বলেন, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিনের আবেদন আদালত নামঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন।
একই সঙ্গে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয়, কারাবিধি অনুযায়ী সে ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে জামিন আবেদনের তীব্র বিরোধিতা করা হয়েছে। রাষ্ট্র পক্ষের আইনজীবীরা বলেন, চিন্ময় দাস স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অবমাননা করে দেশেদ্রোহিতা করেছেন। এই অপরাধ জামিন শুধু নয় ক্ষমারও অযোগ্য। আসামিপক্ষের আইনজীবী স্বরূপ কান্তি নাথ শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, নির্দোষ দাবি করে জামিনের আবেদন করা হয়। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে কয়েকদিনের মধ্যে আপিল করা হবে।
এদিকে চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা নিয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সেøাগানও দেন ইসকন সদস্যরা। সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রামে আনা হয়। গত ৩১ অক্টোবর নগরীর চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন- অজয় দত্ত (৩৪), লীলা রাজ দাস ব্রহ্মচারী (৪৮), গোপাল দাস (৩৮), কথক দাস (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাস (৩৮), রাজীব দাস (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে (৩৮), তুষার চক্রবর্তী (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাস (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮), হৃদয় দাস (২৫)।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট বাংলাদেশে গণ-অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর নগরীর নিউমার্কেট মোড়ের জিরো পয়েন্টে স্তম্ভের ওপর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনো সেখানে রয়েছে। ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদীঘির মাঠে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে মানুষ ওই সমাবেশে যোগ দেন। ওই দিন চন্দন কুমার ধরসহ ৯ জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউমার্কেট মোড়ের জিরো পয়েন্ট স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেন। এ নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অবমাননার মাধ্যমে দেশের সার্বোভৌমত্বকে অস্বীকার করেছেন আসামিরা।
আদালত বর্জনের ডাক
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আজ (বুধবার) আদালত বর্জনের ঘোষণা দিয়েছে। সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আইনজীবীকে হত্যার ঘটনায় সংগঠনটি এ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। গতকাল
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানার লালদিঘীর পাড় এলাকায় আদালতের মূল প্রবেশপথের বিপরীতে সড়কে সংঘর্ষে আইনজীবীকে হত্যা করা হয়।
নিহত আইনজীবীর জানাজা বুধবার সকালে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নিহত সাইফুল ইসলাম আলিফ (৩৫) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, আমাদের একজন সহকর্মীকে ইসকনের সন্ত্রাসীরা নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে আগামীকাল বুধবার সারাদিন আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছি। সর্বস্তরের আইনজীবীদের এ প্রতিবাদে শামিল হওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। নাজিম উদ্দিন বলেন, শিক্ষানবীশ আইনজীবী সাইফুল হেঁটে আদালত ভবনের মূল প্রবেশপথ দিয়ে বের হয়ে সড়কের অপরপাশে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের লোকজন তাকে টেনেহিঁচড়ে রঙ্গম সিনেমা হলের সামনে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু