ঢাকা   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১
চার রেঞ্জার্সসহ নিহত ৬ পিটিআই সমর্থকদের উপরে টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ সরকারকে মানবাধিকার রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের

উত্তাল ইসলামাবাদে সেনা মোতায়েন

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২৭ নভেম্বর ২০২৪, ১২:২৭ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৭ এএম

 

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা ইসলামাবাদমুখী জনস্রোতে সহিংস রূপ ধারণ করেছে। পিটিআই নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটিতে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চারজন দেশটির আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্য এবং অন্য দুজন পুলিশ কর্মকর্তা। এছাড়া উত্তাল পাকিস্তানে আহত হয়েছেন আরও শতাধিক পুলিশ সদস্য। বিক্ষোভ ও মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ।
এমন অবস্থায় রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির শেহবাজ সরকার। মঙ্গলবার (২৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে কেন্দ্রীয় সরকার রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে সামরিক বাহিনীকে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্বৃত্তদের কঠোরভাবে মোকাবিলায় সহায়তা করার অনুমতি দিয়েছে। প্রজ্ঞাপনটিতে অনাচার রোধে যেখানে প্রয়োজন সেখানে কারফিউ জারি করার ক্ষমতাও দিয়েছে সেনাবাহিনীকে। এছাড়া নিরাপত্তা বাহিনীকেও দুর্বৃত্ত এবং সমস্যা সৃষ্টিকারীদেরকে গুলি করার অনুমতি দেয়া হয়েছে বলেও বেশ কয়েকটি সূত্র জিও নিউজকে ইঙ্গিত দিয়েছে। তারা বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও চরমপন্থিদের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকল দুর্বৃত্তদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনা হচ্ছে।
জিও নিউজ বলছে, শ্রীনগর হাইওয়েতে মর্মান্তিক এক ঘটনার পরে সেনা মোতায়েন ও ‘দুবৃত্তদের’ গুলি করার অনুমতি দেয়া হয়েছে। সেখানে পিটিআই কর্মীরা রেঞ্জার্স সদস্যদের ওপর একটি গাড়ি উঠিয়ে দিয়েছে বলে জানা গেছে। যার ফলে দুই পুলিশ অফিসারসহ চারজন রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন এবং অন্য আরও পাঁচজন আহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আইন প্রয়োগকারী সংস্থার ওপর হামলায় এ পর্যন্ত চারজন রেঞ্জার এবং দুইজন পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে। এছাড়া শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মূলত ইমরান খানের মুক্তির দাবিতে পার্লামেন্টের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পিটিআই। বিক্ষোভকারীদের আটকে দেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষ দু’দিন ধরে ইসলামাবাদে নিরাপত্তা লকডাউন ঘোষণা করেছে। ইসলামাবাদের আশপাশের সব মহাসড়কে ব্যারিকেড তৈরি করে বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয়েছে। এছাড়া ইসলামাবাদের প্রধান প্রধান সব সড়ক ও মহাসড়কে শিপিং কনটেইনার ব্যবহার করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদে দাঙ্গা পুলিশ ও আধা-সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভকারীদের বাধা দেয়ার জন্য পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের একাধিক শহর ও টার্মিনালের মাঝে চলাচলকারী সব ধরনের গণপরিবহনও বন্ধ করে দেয়া হয়েছিল। বিক্ষুব্ধ কর্মীরা অন্যান্য ইস্যুগুলোর মধ্যে কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তি চায়। প্রসঙ্গত, ইসলামাবাদে পার্লামেন্ট অভিমুখে পিটিআইয়ের এবারের পদযাত্রাকে ‘চূড়ান্ত আহ্বান’ বলে অভিহিত করেছেন ইমরান খান। গত বছরের আগস্টে পিটিআইয়ের এই প্রতিষ্ঠাতাকে কারাগারে পাঠানোর পর থেকে তার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে দলটি।
পিটিআই সমর্থকদের উপরে টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ : পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে হাজার হাজার বিক্ষোভকারীর ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেশটির রাজধানীতে বিক্ষোভ মিছিল করার চেষ্টার সময় এ ঘটনা ঘটে।
ইসলামাবাদের পশ্চিমাঞ্চলে লাঠিসোঁটা ও গুলতি নিয়ে সশস্ত্র বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালায়। দেশটির সরকার জানায়, গত দুই দিনের সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং ৯ জন গুরুতর আহত হয়েছে। ইমরান খানকে গত ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়াতে বাধা দেয়া হয়। এ নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। ইমরান খান অভিযোগ করেন, নির্বাচনে তাকে প্রতিহত করতে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের দমন-পীড়নের মধ্যেই ইসলামাবাদ এবং অন্যান্য বড় শহরগুলোতে জনসমাগম করার লক্ষ্যে নিয়মিত বিক্ষোভ করছে।
গত শনিবারের পর থেকে রাজধানীতে ব্যাপক বিক্ষোভ করা হচ্ছে। শহরে মোবাইল ইন্টারনেট সেবা কয়েকবার বিচ্ছিন্ন করা হয়েছে এবং ঢাল ও লাঠিসোঁটা নিয়ে সজ্জিত ২০ হাজারের বেশি পুলিশ সদস্য সড়কে নামানো হয়েছে। গত সপ্তাহে ইসলামাবাদ নগর প্রশাসন জনসমাবেশের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। কিন্তু পিটিআইয়ের বিক্ষুব্ধ কর্মীদের বহর তাদের শক্ত ঘাঁটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশে থেকে রাজধানীর উদ্দেশে যাত্রা শুরু করে।
সরকারকে মানবাধিকার রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের : পাকিস্তানে পিটিআই সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সরকারের প্রতি মানবাধিকার রক্ষার পাশাপাশি সংবিধান মেনে চলারও তাগিদ দিয়েছে ওয়াশিংটন।
সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা পাকিস্তানি কর্তৃপক্ষকে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাই এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাদের সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শনের পরামর্শ দেই।’ একই সঙ্গে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি জানাতে এবং সহিংসতা পরিহারের আহ্বান জানান এ মার্কিন কর্মকর্তা। সূত্র : রয়টার্স, ডন, এএফপি।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান
ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্যকে বন্ধুত্বের চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছে ঢাকা
র‌্যাবের ‘কসাই’ সাবেক এসপি ফারুকীর বিচার না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে
হজযাত্রী নিবন্ধন ২ মাস বাড়ানোর দাবি
আরও

আরও পড়ুন

১৪ মিনিটের ঝড়ে শেষ ধুঁকতে থাকা সিটির জয়ের ধারায় ফেরার স্বপ্ন

১৪ মিনিটের ঝড়ে শেষ ধুঁকতে থাকা সিটির জয়ের ধারায় ফেরার স্বপ্ন

বায়ার্নের বিপক্ষে ফের হারল পিএসজি

বায়ার্নের বিপক্ষে ফের হারল পিএসজি

লেভা-ওলমোয় বার্সার অনায়াস জয়

লেভা-ওলমোয় বার্সার অনায়াস জয়

আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান

আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান

ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা

ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা

মায়ামিতে মেসিদের নতুন কোচ মাশ্চেরানো

মায়ামিতে মেসিদের নতুন কোচ মাশ্চেরানো

চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্যকে বন্ধুত্বের চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছে ঢাকা

চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্যকে বন্ধুত্বের চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছে ঢাকা

আদানির গ্রেপ্তারের দাবিতে বিহার বিধানসভার সামনে বিক্ষোভ

আদানির গ্রেপ্তারের দাবিতে বিহার বিধানসভার সামনে বিক্ষোভ

র‌্যাবের ‘কসাই’ সাবেক এসপি ফারুকীর বিচার না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে

র‌্যাবের ‘কসাই’ সাবেক এসপি ফারুকীর বিচার না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে

হজযাত্রী নিবন্ধন ২ মাস বাড়ানোর দাবি

হজযাত্রী নিবন্ধন ২ মাস বাড়ানোর দাবি

সংঘাত-অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না : এবি পার্টি

সংঘাত-অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না : এবি পার্টি

অহিংস গণঅভ্যুত্থানের সংগঠকসহ ১৮ জন কারাগারে

অহিংস গণঅভ্যুত্থানের সংগঠকসহ ১৮ জন কারাগারে

হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ ড. ইউনূসের

চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ ড. ইউনূসের

ঐক্যের শক্তি ধ্বংস করতে ছড়ানো হচ্ছে বিভেদের বিষ: মুশফিক আনসারী

ঐক্যের শক্তি ধ্বংস করতে ছড়ানো হচ্ছে বিভেদের বিষ: মুশফিক আনসারী

পরিবেশ কর্ম-পরিকল্পনা ২০২৪-২০৩০ চালু করেছে এডিবি

পরিবেশ কর্ম-পরিকল্পনা ২০২৪-২০৩০ চালু করেছে এডিবি

লন্ডনে হাইকমিশনার সাইদা মুনার রাজত্বের অবসান হচ্ছে

লন্ডনে হাইকমিশনার সাইদা মুনার রাজত্বের অবসান হচ্ছে

ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক উস্কানির ফাঁদ পাতা হচ্ছে

ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক উস্কানির ফাঁদ পাতা হচ্ছে

জাতীয় অর্জনে কৃষক ও কৃষিবিদদের অবদান অনস্বীকার্য -স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

জাতীয় অর্জনে কৃষক ও কৃষিবিদদের অবদান অনস্বীকার্য -স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

বিজেপির হুমকির যথাযথ জবাব দিতে হবে

বিজেপির হুমকির যথাযথ জবাব দিতে হবে