ইসকনের লোমহর্ষক হত্যাকাণ্ড দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র
৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেছেন, আল্লাহ’র নির্দেশে তাওহিদের দাওয়াত দিয়েছেন নবী-রাসূলগণ। তাওহিদের চেয়ে বেশি মূল্যবান সম্পদ হতে পারে না। তাওহিদের ওপর অটল থাকতে হবে। তাওহিদের রাস্তা গ্রহণ করতে পারলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করা সম্ভব। ঈমানের ওপর মজবুত থাকতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ বলে স্বীকার করা যাবে না। একমাত্র আল্লাহই আমাদের রব। খতিব বলেন, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। শিরকের ওপর বেশি অসন্তুষ্ট আল্লাহ। খতিব বলেন, রাসূল (সা.)-কে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, কাদিয়ানীরা প্রতারক। ওরা মুসলমানদের বিভ্রান্ত করছে। ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। মহানবী (সা.) একমাত্র শ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তাঁর পর আর কোনো নবী আসবে না। কোরআন-সুন্নাহর আলোকেই জীবন পরিচালনা করতে হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে হেফাজত করবেন। খতিব বলেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের মূল্যায়ন করতে হলে সংস্কার করতে হবে। তিনি বলেন, সমকামিতা হারাম কাজ। ঢাকায় সমকামিতার অফিস করার অনুমতি দেয়ার নাম সংস্কার নয়। সমকামিতা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল। খতিব বলেন, কিছু দৈনিক পত্রিকা তথ্য সন্ত্রাসের কাজ করছে। তথ্য সন্ত্রাসও বড় সন্ত্রাস। তথ্য সন্ত্রাসের মাধ্যমে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত এবং জুলুমের শিকার হয়। সব তথ্য সন্ত্রাসকে বিচারের আওতায় আনতে হবে। খতিব বলেন, চট্টগ্রামে সন্ত্রাসী ইসকনের সদস্যদের হাতে নিহত অ্যাড. সাইফুল ইসলাম আলিফের প্রতি ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। নিহত আলিফের রক্তের জন্য ওরা জাহান্নামে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ইসকনের খুনিদের বিচার করা। ইসকনের এই নির্মম হত্যাকা- দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এটা বুঝতে যদি এখনো দেরি হয় তা’ হলে আল্লাহ জানেন কবে আমাদের বুঝ আসবে। তিনি অবিলম্বে সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান।
গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর সরকার বাড়ি ঈদগাহ মসজিদুল আকসার খতিব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, পৃথিবীর সব মানুষ ইসলাম ধর্মের অনুসারী হোক এটি আল্লাহর ইচ্ছা নয়। অন্য সবকিছুর মতো ধর্মবিশ্বাসেও বৈচিত্র্য থাকবেই। মুসলমানদের দায়িত্ব হলো আল্লাহর বাণী মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দেয়া। মুসলমান হওয়া-না হওয়া সম্পূর্ণ ব্যক্তির অধিকার। ব্যক্তি নিজের পছন্দ অনুযায়ী ধর্ম বেছে নিতে পারেন। জোর করে কাউকে ইসলাম গ্রহণ করানো ইসলাম সমর্থন করে না। আল্লাহ বলেনÑ ‘ধর্ম গ্রহণে কোনো জোরজবরদস্তি নেই।’ (সূরা বাকারা, আয়াত-২৫৬) মুসলিম সমাজে অমুসলিমেরা নিরাপদে বসবাস করবে। রাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তাদের প্রতি সদ্ভাব বজায় রাখা, সুন্দর আচরণ ও উত্তম আদর্শ উপহার দেয়া প্রতিটি মুমিনের কর্তব্য। সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে কোনো ধরনের নিপীড়নমূলক আচরণ করা যাবে না। তাদের অধিকার খর্ব করা যাবে না। রাসূল (সা.) তা কঠোরভাবে নিষেধ করেছেন। এমনকি কেয়ামতের দিন রাসূল (সা.) নিজেই নির্যাতিত অমুসলিমদের পক্ষে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তার অধিকার খর্ব করে, তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তাদের অসম্মতিতে ধন-সম্পদ হরণ করে নেয়, কেয়ামতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।’ (সূরা : আবু দাউদ) সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম এতই সোচ্চার অথচ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’ গায়ে পড়ে দাঙ্গা বাঁধিয়ে দেশকে অকার্যকর করার লক্ষ্যে ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নে চট্টগ্রামে অ্যাড. সাইফুল ইসলাম আলিফকে ঘৃণ্য হত্যাকা- ঘটিয়েছে। এই হত্যাকারী ও দায়ীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অন্যদিকে তাদের উস্কানির পাতা ফাঁদ থেকে বেঁচে থাকতে হবে। দেশবিরোধী চক্র চাচ্ছে রক্তের হোলি খেলতে। ধর্মপ্রাণ দেশপ্রেমিক জনগণকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সচেতনতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পাশাপাশি সব ধরনের উস্কানিমূলক কর্মকা- থেকে সবাইকে বিরত রেখে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে সব ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। (আমিন)
মীরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকন সব ধর্মের জন্য হুমকি। যে কোনো মূল্যে ইসকনকে প্রতিহত করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ভারতের প্রেতাত্মা স্বাধীনতা বিরোধী রাষ্ট্রদ্রোহী ইসকন সংগঠনটি তার জন্মলগ্ন থেকে বাংলাদেশে হত্যা, দাঙ্গা, মারামারি কাটাকাটি সন্ত্রাসী রাহাযানিসহ বিভিন্ন ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কাজে লিপ্ত। তাদের পরিচালিত স্কুল গুলোতে খাবার বিতরণের নামে হরে হরে হরে কৃষ্ণ, হরে রাম, জয় শ্রী রাম মন্ত্র বাচ্চাদেরকে শিখতে বাধ্য করা হচ্ছে। ২০১৪ সনে স্বামীবাগে তারা মুসল্লিদের তারাবির নামাজে বাধা দিয়ে রক্তাক্ত করেছে। ২০১৬ সনে তাদের যোগশাজসে সিলেটে তাদের সম্পর্কে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার কারণে এক মসজিদের ইমামকে নৃশংসভাবে হত্যা করা হয়। ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদীঘি ময়দানে একটি সনাতন জাগরণী সম্মেলনে তাদের পক্ষ থেকে চট্টগ্রাম অচল করে দেয়াসহ বিভিন্ন হুমকি দেয়া হয়। জাতীয় পতাকার উপরে গেরুয়া রঙের পতাকা উত্তোলন করে জাতীয় পতাকার অবমাননা করে। একের পর এক দেশের স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। ধর্মীয় হাঙ্গামা সৃষ্টির মহা ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে তারা সিলেটে ইমাম ও চট্টগ্রামে আইনজীবী হত্যা করতে সক্ষম হয়েছে। বিভিন্ন স্থানে তারা ভূমি দখল করেছে। তাদের অত্যাচারে এমনকি হিন্দু সম্প্রদায়ের লোকেরাও নিস্তার পায়নি। তারা যত্রতত্র উগ্রপন্থা অবলম্বন করে দেশের শান্তি বিনষ্ট করছে। এ কারণে ইসকনকে এখনই নিষিদ্ধ ঘোষণা করা অপরিহার্য হয়ে পড়েছে। ওদেরকে এখনই রুখতে না পারলে মহাবিপদ। ওদের থেকে সকল মুসলমানসহ দেশের সব ধর্মের নাগরিকদের সতর্ক থাকতে হবে। ওরা ইসলাম ও মুসলমানের চরম পরম শত্রু। সন্ত্রাসী কর্মকা- ও বিশৃঙ্খলা সৃষ্টি করাই ওদের কাজ। এজন্যে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে কঠোর বার্তা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আজ যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তারাই হচ্ছে জ্বলন্ত আগুনের বাসিন্দা। (সূরা হজ আয়াত নং ৫১)
অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, দাঙ্গা বিশৃঙ্খলা নৈরাজ্য হত্যা অপেক্ষা গুরুতর অপরাধ (সূরা বাকারা, আয়াত-১৫১)। আল্লাহ তায়ালা আরো বলেন, তারা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় আল্লাহ তাদের পছন্দ করেন না (সূরা মায়েদা, আয়াত নং-৬৪)। আল্লাহ তায়ালা আরো ইরশাদ করেন যারা(ইহুদিদের মধ্যে) জমিনের বুকে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে তোমরা যেখানে পাও সেখানে পাকড়াও কর। (আল কোরআন)। খতিব সকলকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে স্বাধীনতা রক্ষার্থে অশান্তিকারী সৃষ্টিদের বিপক্ষে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী রিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের
৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালক নিহত
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ার আলফা মোড়ে সিএনজি স্ট্যান্ড’ নাম দিয়ে চাঁদাবাজি
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা : বহিস্কার হলেন শাবির ২৯ শিক্ষার্থী
জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১৬ দিন
সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা, পতাকা বৈঠক অনুষ্ঠিত