ঢাকা   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১
ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে বিক্ষোভ

ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল দেশ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম

বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ সারাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। ইসকনকে হাসিনার আমদানি করা দাবি করে বলা হয়, আওয়ামী লীগ এখন ইসকনের ওপর ভর করে দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার নীল-নকশা করছে। ‘ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ অভিহিত করে সংগঠনটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি অভিহিত করে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। ইসকনের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকদের সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

ইনকিলাবের সারাদেশের ব্যুরো, আঞ্চলিক অফিস, জেলা, উপজেলা সংবাদদাতারা জানান, গতকাল বাদ জুমা ছাত্র-জনতাসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা ইসকন নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসেন। তারা ভারতের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর দাবিতে স্লোগান দেন এবং দিল্লির ষড়যন্ত্রে ইসকনকে মাঠে নামানো হয়েছে বলে মন্তব্য করেন।

গতকাল জুমার নামাজ শেষে রাজধানী ঢাকায় বাইতুল মোকাররমে দেখা যায়, বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লি, ছাত্র-জনতা বের হয়ে মসজিদের উত্তর গেটের সামনে সমবেত হন। এ সময় বিভিন্ন স্লেøাগানে বিক্ষোভ মিছিল করেন তারা। হাজার হাজার জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
বিক্ষোভকারীরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানান।

ছাত্র-জনতার পক্ষ থেকে বক্তারা বলেন, আমরা অসাম্প্রদায়িক জাতি হিসেবে পরিচিত। আমরা গণ-অভ্যুত্থানের পরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ‘ইসকন’ আর সনাতন ধর্মাবলম্বী এক নয়। আমরা এ উগ্রবাদী সংগঠনের সাম্প্রদায়িক সঙ্ঘাতের বিরুদ্ধে কথা বলছি। হিন্দু ভাইবোনদেরও দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

ঢাকায় হেফাজতের সমাবেশ : বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, সুপরিকল্পিত একটি সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পাঁয়তারা চালাচ্ছে সন্ত্রাসী ইসকন। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকা-ের ঘটনা শুধু বর্বর নয়; বরং একটি ঘৃণ্য হত্যাকা-। চট্টগ্রামে প্রকাশ্যে দিবালোকে আদালত চত্বরে সন্ত্রাসী সংগঠন ইসকনের সশস্ত্র সন্ত্রাসীরা সরকারি একজন তরুণ আইনজীবীকে টেনেহিঁচড়ে নিয়ে হত্যা করবে এরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ মোটেও প্রস্তুত নয়। আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ভারতকে স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশের ব্যাপারে আপনারা নীতি পরিবর্তন করুন। অন্যথায় গোটা বাংলাদেশের ২০ কোটি মানুষ রাজপথে নেমে আসবে এবং ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে। ইসকন কর্তৃক মসজিদ ও আদালতের স্থাপনা ভাঙচুর এবং বিচারালয় প্রাঙ্গণে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যাসহ ‘র’-এর ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যড়যন্ত্রের বিরুদ্ধে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মাওলানা মামুনুল হক তার বক্তব্যে বলেন, সর্বপ্রথম আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের নৃশংস আক্রমণে শাহাদাতবরণকারী চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশুসহ তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, আলিফ হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেই শুধু বিচারের আওতায় আনলে চলবে না। এক্ষেত্রে আমাদের স্পষ্ট দাবি হলোÑ এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে, সেই নেপথ্যের খুনিদেরকে বের করে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শহীদ আলিফের হত্যাকা-ে জড়িত ইসকনের স্পষ্ট মদদদাতা খুনি হাসিনাকে আসামি করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সমাবেশে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রব্বানী বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা একটি জঙ্গি সংগঠন। তারা দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকারের দোসর হয়ে কাজ করছে। এছাড়া ভারত এই দেশকে বিপথগামী করার অপচেষ্টা চালাচ্ছে। সেটি কখনোই সফল হতে দেয়া যাবে না। সভাপতির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, মুসলমানরা ৮০০ বছর ভারতবর্ষ শাসন করেছে। যদি আমরা সেই সময় হিন্দুদের ওপর নির্যাতন চালাতাম, তাহলে আজ ভারতবর্ষে একজন হিন্দুকেও খুঁজে পাওয়া যেত না। অথচ ইতিহাস সাক্ষী, সেই শাসনকালেও হিন্দু-মুসলমানের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। বর্তমানে, আমার দেশের ফ্যাসিবাদী সরকার যখন হিন্দুস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, তখনই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা নাটক তৈরি করে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এ কাজের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর সামনে বাংলাদেশের ভাবমর্যাদা নষ্ট করা। তিনি বলেন, আমি আমার হিন্দু ভাইদের বলতে চাই, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মতো সংগঠনগুলো কাজ করছে। কিন্তু আমরা, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং মাদরাসার ছাত্ররা, সর্বদা আপনাদের পাশে থেকেছি। এমনকি আপনাদের মন্দির রক্ষার জন্য পাহারা দিয়েছি। সম্প্রতি দুর্গাপূজা উদযাপন হয়েছে। আমরা বাংলাদেশে নির্বিঘেœ, শান্তি ও নিরাপত্তার সাথে দুর্গাপূজা পালন করতে পারেন তা নিশ্চিত করেছি। তিনি আরো বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি কেউ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করে, সেই ষড়যন্ত্র আমরা মূলোৎপাটন করব। আমরা বিশ্বাস করি, এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হয়ে থাকবে। সবশেষে বলতে চাই, আসুন, আমরা মিলেমিশে শান্তি, সম্প্রীতি এবং উন্নতির পথে এগিয়ে যাই।

ঢাকা মহানগর দক্ষিণ জমঈয়ত শুব্বানে আহলে হাদিস : ঢাকা মহানগর দক্ষিণ জমঈয়ত শুব্বানে আহলে হাদিসের উদ্যোগে গতকাল বাদ জুমা পুরান ঢাকার বংশালে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মহানগর সভাপতি হাফেজ ওয়াসিম উদ্দিন সজীবের সভাপতিত্বে মুসলিম জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফী, কেন্দ্রীয় দফতর সম্পাদক চৌধুরী মমিনুল ইসলাম, মাদরাসা মুহাম্মাদিয়া আরাবিয়্যার প্রিন্সিপাল শাইখুল হাদিস মুস্তফা বাহাউদ্দীন কাসেমী, হাবিবুর রহমান খেলন, প্রিন্সিপাল শাইখ মুকাররম বিন মুহসিন মাদানী, হেদায়েতুল্লাহ, শাইখ আল আমীন মাদানী, মো. রবিউল্লাহ, মো. সুমন, ফরহাদ নাঈম, প্রিন্স, সজীব, রনিসহ বিভিন্ন এলাকার জমঈয়ত এবং শুব্বানের নেতারা।

বাংলাদেশ আহলে হাদিস জামাআত ও আহলে হাদিস ছাত্রসমাজ : জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আহলে হাদিস জামাআত ও আহলে হাদিস ছাত্রসমাজ। বাদ জুমা মনববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোসলেহুদ্দীন। এ সময় আরো উপস্থিত ছিলেন শায়খ আব্দুল লতিফ, হাফেজ আব্দুস সামাদ মাদানী প্রমুখ।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে গতকাল জুমার নামাজের পর নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে উলামা ও তৌহিদি জনতার মানববন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর সাহেববাজার-মনি চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আলিফের হত্যাকারীদের ফাঁসি দিতে হবে। তারা বলেন, উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। অবিলম্বে ইসকন নিষিদ্ধ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

সিলেট ব্যুরো জানায়, সিলেটের মাঠিতে গগণবিদারী স্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর ও জেলা শাখা। গতকাল বাদ জুমা অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, ন্যায়ের পক্ষে কথা বলায় আদালত প্রাঙ্গণে দিনে-দুপুরে আইনজীবীকে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলোÑ এখনো আসামিদের নাম জনসম্মুখে প্রকাশ করা হয় নাই। প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তিÑ ফাঁসি চাই আমরা। তিনি আরো বলেন, সন্ত্রাসী ইসকনের কার্যক্রম এদেশে নিষিদ্ধ করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে আইনজীবী হত্যাকারীদের।

সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদের সভাপতিত্বে এবং সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লর রহমানের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, আনজুমানে আল ইসলাহর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মোহাম্মদ কুতবুল আলম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন প্রমুখ।

খুলনা ব্যুরো জানায়, খুলনায় নগরীর ডাকবাংলা মোড়ে বিক্ষোভ মিছিল বের হয়। খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সালেহর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এএফএম নাজমুস সউদ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা আনম আব্দুল কুদ্দুস, প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুস ও মাওলানা মুশতাক আহমেদ প্রমুখ।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মকবুল হোসেন, মাওলানা রফিকুল ইসলাম, মো. আলআমিন, ইফতেখার শাওন প্রমুখ।

নরসিংদী জেলা সংবাদদাতা জানান, নরসিংদী থেকে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ ও আস্তানা বন্ধ করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন বক্তারা। গতকাল নরসিংদী পৌরসভা মোড়ে বিভিন্ন মসজিদের মুসল্লি ও খতিবসহ বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতারা প্রতিবাদ সভা করেন।

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কলেজ রোড কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের খতিব মাওলানা মো. নিজাম উদ্দিন ও মাওলানা আমজাদ হোসাইনের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদরাসা মসজিদের খতিব মাওলানা আবদুস কাদের জেহাদী, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আতা উল্লাহ সিফাত, দৈনিক ইনকিলাবের ছাগলনাইয়া উপজেলা সংবাদদাতা মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে তৌহিদি ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক এইচ এম বাবলু ও কালাইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান।
শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা জানান, শরণখোলায় গতকাল জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লি ছাত্র-জনতার ব্যানারে শরণখোলা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ করে পাঁচরাস্তা মোড়ে পথসভা করে। এতে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মাসুদুর রহমান জাহেদী, মাওলানা মো. মনিরুজ্জামান, পাঁচরাস্তা মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন মাহমুদি প্রমুখ।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল বাদ জুমা ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে তৌহিদি জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সমাবেশ জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদরাসার মোহতামিম ও ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আযীযী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার দাউদকান্দি পৌরসদরে তৌহিদি জনতার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম ফয়েজী, পৌর হেফাজতে ইসলাম সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সি, সেক্রেটারি মাওলানা আবুল বাশার প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা জানান, ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাঈম হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মো. সাদিকুল ইসলাম, তালামীযে ইসলামিয়া উপজেলা সভাপতি মো. নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি নাজমুল ইসলাম সাঈদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস উপজেলা দায়িত্বশীল মোজাহিদুল ইসলাম প্রমুখ।
সাদুল্লাপুর (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সাদুল্লাপুরে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সাধারণ মুসল্লিরা উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ ও সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি দাবিতে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বক্তব্য রাখেন হাফেজ নাহিদ, গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ছামসুজ্জামান সিদ্দিকী মামুন, যুগ্ম সদস্য সচিব মমিনুর রহমান মমিন, গাইবান্ধা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, হেফাজতে ইসলাম সোনাগাজী শাখা উদ্যোগে জিরোপয়েন্টে উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি আবদুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মুফতি নিজাম উদ্দিন, হিজবুল্লাহ প্রমুখ।

সালথা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাহেবজাদা আল্লামা জহুরুল হক (রহ.) মাওলানা নেছারুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সালথা উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম, সালথা বাজার মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল হান্নান, মাওলানা কাজী কামরুজ্জামান।

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, হাটহাজারী উপজেলা হেফাজতের সভাপতি মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলার সভাপতি মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার প্রমুখ।

সদরপুর (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, সদরপুর উপজেলা উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সাদেকুর রহমান, মুফতি জাকির হুসাইন ফরিদী, মুফতি মাওলানা রেজাউল করিমসহ আরো অনেকে।

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, ইসকনকে নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওলানা মোকারম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াস আহমেদ, মুফতি ইকবাল হোসেন, মাওলানা শাহ মাখদুম, মুফতি ফয়জুল্লাহ মানসূর, মুফতি আশরাফ আলী, মাওলানা বিল্লাল হোসেন, মুফতি বোরহান উদ্দিন।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল ও খাবার মিলবে না
খোশরোজ কিতাব মহলের মালিক মহীউদ্দীন আহমদ আর নেই
‘ভারত বয়কট হোক’
বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি
আজ ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস
আরও

আরও পড়ুন

কুরস্কে ইউক্রেনের সৈন্যদের কঠিন সংগ্রাম এবং ট্রাম্পের জন্য অপেক্ষা!

কুরস্কে ইউক্রেনের সৈন্যদের কঠিন সংগ্রাম এবং ট্রাম্পের জন্য অপেক্ষা!

আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল ও খাবার মিলবে না

ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল ও খাবার মিলবে না

কক্সবাজারে গোয়েন্দা অভিযানে ২ অস্ত্রধারী আটক

কক্সবাজারে গোয়েন্দা অভিযানে ২ অস্ত্রধারী আটক

খোশরোজ কিতাব মহলের মালিক মহীউদ্দীন আহমদ আর নেই

খোশরোজ কিতাব মহলের মালিক মহীউদ্দীন আহমদ আর নেই

চীনের ‘ঝুহাই এয়ারশো ২০২৪’,ভবিষ্যৎ বিমান শক্তির এক ঝলক

চীনের ‘ঝুহাই এয়ারশো ২০২৪’,ভবিষ্যৎ বিমান শক্তির এক ঝলক

ভারত নিজেকে মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়-দাদা : কবীর সুমন

ভারত নিজেকে মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়-দাদা : কবীর সুমন

‘ভারত বয়কট হোক’

‘ভারত বয়কট হোক’

ইসরায়েলকে ‘গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণা করলো মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিয়ন

ইসরায়েলকে ‘গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণা করলো মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিয়ন

সকালে ঝলমলে রোদ,সন্ধ্যা নামতেই শীতে কাঁপছে পঞ্চগড়

সকালে ঝলমলে রোদ,সন্ধ্যা নামতেই শীতে কাঁপছে পঞ্চগড়

বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি

বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি

আজ ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস

আজ ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস

সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির, ভারতকে নিয়ে বার্তা হাসনাতের

সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির, ভারতকে নিয়ে বার্তা হাসনাতের

আসছে নতুন টাকা, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি

আসছে নতুন টাকা, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি

রায়গঞ্জে ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসকে বরণ করে নিলেন সাধারণ মানুষ

রায়গঞ্জে ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসকে বরণ করে নিলেন সাধারণ মানুষ

চাঁদপুরে দুই কোটি টাকার ব্রিজে উঠতে লাগে মই দিয়ে

চাঁদপুরে দুই কোটি টাকার ব্রিজে উঠতে লাগে মই দিয়ে

ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

খুনি হাসিনা সরকারের অর্থপাচারের তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে’

খুনি হাসিনা সরকারের অর্থপাচারের তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে’

শীতের শুরু থেকেই সীমান্তবর্তী অঞ্চলে লেপ-তোষকের দোকানে কারিগরদের ব্যস্ততা বেড়েছে

শীতের শুরু থেকেই সীমান্তবর্তী অঞ্চলে লেপ-তোষকের দোকানে কারিগরদের ব্যস্ততা বেড়েছে

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে পর্তুগালে প্রতিবাদ সভা

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে পর্তুগালে প্রতিবাদ সভা