পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৮ কোটি ২১ লাখ টাকা
০১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স (সিন্দুক) থেকে পাওয়া ২৯টি বস্তার টাকা গণনা করে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া যায়।
এ ছাড়াও স্বর্ণ ও রূপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ৭টায় মসজিদটির ১০টি দানসিন্দুক ও ১টি ট্রাঙ্ক খোলা হয়েছে। জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে এসব দানবাক্স খোলা হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দানের সিন্দুক থেকে টাকা প্রথমে সদা বস্তায় ভরা হয়। এরপর টাকাগুলো গণনার জন্য বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বস্তা থেকে টাকা মেঝেতে ঢেলে দেওয়ার পর শুরু হয় গণনার আনুষ্ঠানিকতা। টাকা গণনায় পাগলা মসজিদ মাদরাসার ১৩০ জন ছাত্র, জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার ১৫৫ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৬ জন স্টাফ, রুপালী ব্যাংকের ৭০৫ জন কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনীর ১০ জন সদস্য, ১০ জন আনসার সদস্য, ২০ জন পুলিশ, ৫ জন র্যাব ও জেলা প্রশাসন থেকে ২০ জন কাজ করছেন। এবার দান বাক্স খোলার সময় পার হয়ে যাওয়ায় অতিরিক্ত একটি ট্রাঙ্ক বাড়ানো হয়েছে।
জেলা প্রশাসক, কিশোরগঞ্জ ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ইনকিলাবকে জানান, ৩ মাস ১৪ দিন পর শনিবার পাগলা মসজিদের ১০টি দানবাক্স খোলা হয়েছে। এর আগে চলতি বছরের গত ১৭ আগস্ট মসজিদের ৯টি দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। সেই টাকা গণনার কাজে ২২০ জনের একটি দল দীর্ঘ সাড়ে ১৮ ঘণ্টা গণনা শেষে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল। জেলা প্রশাসক ফৌজিয়া খান আরো বলেন, কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার ২৯ বস্তা টাকা পাওয়া গেছে।
ঐতিহাসিক পাগলা মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান ইনকিলাবকে আরো জানান, পাগলা মসজিদের দান সিন্দুক খুলে পাওয়া টাকাগুলো রুপালী ব্যাংকে জমা করা হয়। এছাড়া স্বর্ণালঙ্কার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নিলামে বিক্রি করা হয়। সাধারণত তিন মাস পর পর মসজিদের দান সিন্দুকগুলো খোলা হয়।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে পাগলা মসজিদের টাকা গণনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন অভিযোগ তোলেন যে, ‘২০২৪ সালের বিপ্লবের পর আমরা ছাত্র-জনতা সবকিছুর মধ্যেই অংশগ্রহণ করি এবং খোঁজ-খবর নিই, এখানে কোনো অনিয়ম দুর্নীতি হচ্ছে কি না। এরই ধারাবাহিকতায় বিপ্লবের পর পাগলা মসজিদের দানবাক্স খোলার মতো কোনো পরিস্থিতি ছিল না। কিশোরগঞ্জসহ সারাদেশের মানুষ জানতে চাচ্ছিল বছরের পর বছর পাগলা মসজিদের দানবাক্সে কোটি কোটি টাকা আসছে। এই টাকা কোথায় রাখা হচ্ছে। এখন পর্যন্ত পাগলা মসজিদের কত কোটি টাকা রয়েছে। এই টাকা কোথায় ব্যয় হচ্ছে। দেশের মানুষ এবং কিশোরগঞ্জের আপামোর ছাত্র-জনতা প্রশ্নœ তুলেছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এখন পর্যন্ত কিশোরগঞ্জের প্রশাসন যারা পাগলা মসজিদের দায়িত্বে রয়েছে তারা এটা পরিস্কার করেনি। কত টাকা আসছে, সোনা-রুপা কী আসছে, বৈদেশিক মুদ্র্রা কী আসছে, ওই টাকা কোথায় রাখা হচ্ছে। কাদের মাধ্যমে রাখা হচ্ছে, কোথায় ব্যয় করা হচ্ছে। পাগলা মসজিদ নিয়ে এই যে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা, এটা নিয়ে লুকোচুরি করা হচ্ছে।’
অভিযোগ করে ইকরাম হোসেন আরো বলেন, আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে পাগলা মসজিদের টাকা সরিয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা পাগলা মসজিদের দায়িত্বে রয়েছেন তারা যদি অনতিবিলম্বে দেশবাসীর কাছে পাগলা মসজিদের অর্থের বিষয়টি স্পষ্ট না করেন তাহলে কিশোরগঞ্জের ছাত্র-জনতাসহ এদেশের মানুষ এই হিসাব নেবে ইনশাআল্লাহ।
সমন্বয়ক ইকরাম হোসেন আরো বলেন, আপনারা লক্ষ্য করেছেন বিপ্লবের পরে যখন টাকা গণনা করা হয়েছিল, ধরা পড়েছিল যে এখান থেকে টাকা চুরি করা হয়েছে গণনার সময়। পরে তারা এটাকে লামছাম দিয়ে সমাধান করেছে।
তিনি বক্তব্যে আরো বলেন, কথা ছিল টাকা গণনার সময় সব রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন কিশোরগঞ্জকে যারা প্রতিনিধিত্ব করে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের নিয়েই এই দানের টাকা গণনার কার্যক্রমটি হবে। আজ যখন দানবাক্স খোলা হয় আমাদের ছাত্র-জনতাসহ কোনো সংগঠনকেই তারা জানায়নি। যারা প্রশাসনে রয়েছে তাদের আচরণ অনেকটাই লুকোচুরির মতো। যারা এই মসজিদের দায়িত্বে রয়েছে তারা কীভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ফেঁপে-ফুলে কলা গাছ হয়েছে। আমাদের স্পষ্ট কথা যদি প্রশাসন থেকে সুস্পষ্ট কোনো তথ্য প্রমাণ না দেওয়া হয়, হিসাব প্রকাশ না করা হয়, তাহলে কিশোরগঞ্জসহ সারাদেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা এর হিসাব নিশ্চিত করবো।
টাকা গণনাকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খানকে সংবাদকর্মীরা প্রশ্ন করেন, পাগলা মসজিদের অ্যাকাউন্টে সর্বমোট কত টাকা রয়েছে? কিন্তু তিনি এই প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান।
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূইয়াকেও প্রশ্ন করা হয় পাগলা মসজিদের অ্যাকাউন্টে সর্বমোট কত টাকা রয়েছে? তিনিও এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। তিনি জানান, এটা আমি বলতে পারবো না। জেলা প্রশাসক এটার সভাপতি। উনার নিয়ন্ত্রণে থাকে। আমাদের জানতে দেন না। এ অ্যাকাউন্টটি স্যার নিজে মেনটেইন করেন।
ওয়াকফ এস্টেট কিশোরগঞ্জের ওয়াক্ফ হিসাব নিরীক্ষক মো. আলাউদ্দিনকেও একই প্রশ্ন করা হলে তিনি জানান, পাগলা মসজিদের অ্যাকাউন্টে মোট কত টাকা রয়েছে এ বিষয়টি আমি এখন আপনাদের বলবো না। জেলা প্রশাসক মহোদয় কিছুক্ষণ আগে এই প্রশ্নের উত্তর দেননি, আমিও দেবো না। এটা সরকারের সিকিউরিটির ব্যাপার। গত অর্থবছর পাগলা মসজিদ থেকে সরকার রাজস্ব পেয়েছে ১ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা।
রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলামের কাছেও জানতে চাওয়া হয় পাগলা মসজিদের অ্যাকাউন্টে মোট কত টাকা রয়েছে? তিনি জানান, ব্যাংকের নিয়ম অনুযায়ী আমি তা বলতে পারি না। অ্যাকাউন্টের মূল হিসাব একমাত্র অ্যাকাউন্টের মালিকের জানার অধিকার রয়েছে।
জেলা শহরের পশ্চিম হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ ভূমির ওপর এই মসজিদটি গড়ে উঠেছিল। সময়ের বিবর্তনে আজ এ মসজিদের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্যও। বর্তমানে ৩.৮৮ একর ভূমির উপর সম্প্রসারিত পাগলা মসজিদ এলাকায় মসজিদকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে। স্বভাবতই ঐতিহাসিক এই মসজিদকে নিয়ে জেলার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলেই গর্ববোধ করেন। এবার সবচেয়ে বেশি ১ বস্তা ফরিয়াদি চিঠি পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা
ঘণকুয়াশায় সাড়ে ৫ ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে
মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
ফেসবুকে নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব