ডিভিশন দিচ্ছে না, কনডেম সেলে ফাঁসির আসামির সাথে রাখার অভিযোগ পলকের, রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন,

নতুন মামলায় গ্রেপ্তার মেনন, ইনু, দীপু মনি ও পলক,

Daily Inqilab কোর্ট রিপোর্টার

০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম

 

রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন এলাকায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এদিকে রাজধানীর রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানার পৃথক মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডা. দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে কারাগারে ডিভিশন দিচ্ছে না বরং কমডেম সেলে ১৫শত ফাঁসির আসামির সাথে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে রাখা হচ্ছে বলে আদালতে তিনি অভিযোগ করেছেন।
এছাড়া রাজধানীর পল্লবী থানা এলাকায় আকরাম হোসেন রাব্বি হত্যা মামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুনকে রোববার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব এ আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পুলিশ পরিদর্শক আদিল হোসেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত ৩০ নভেম্বর রাজধানী পল্লবী থানাধীন বালুঘাট এলাকায় মিছিলের প্রস্তুতির সময় সাফিয়া খাতুনকে পুলিশ গ্রেপ্তার করে।

গতকাল সোমাবার সকালে আসামি মেমন, ইনু ও দিপু মনিকে কারাগার থেকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসব মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। সঙ্গে জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন ছিল। কিন্তু পলককে তখন না আনায় মেমন, ইনু ও দিপু মনিকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে সাড়ে ১১ টার দিকে পলককে আদালতে আনা হয়। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুলকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর একরামুল হক। শুনানির সময় পলক নিজে কিছু বলতে চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সাথে সাক্ষাৎসহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে না। এ কারাগারে বেশিরভাগ ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তাদের মধ্যে তাকে রাখা হয়েছে। এ সময় আদালত পলককে অভিযোগটি লিখিত আকারে দাখিল করতে বলেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

আনিসুল হকের গত ২০ নভেম্বর এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তাকে কারাগারে রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে পলকের আইনজীবী ফারজানা ইসলাম রাখি জানান,'জুনায়েদ আহমেদ পলক আজ (সোমবার) আদালতে তার ব্যক্তিগত অপিনিয়ন পেশ করেছেন। তিনি জানিয়েছেন, তাকে ডিভিশনে না রেখে নরমাল কয়েদীদের সাথে সেলে রাখা হয়েছে। যে সেলে সব ফাঁসির আসামি রয়েছে। সেখানে দুই হাজার আসামির মধ্যে ১৫শ জন আসামি রয়েছে যারা ফাঁসির আসামি। এমন ধরনের একটা জায়গায় তাকে রাখা হয়েছে। গত ২৭ অক্টোবর তিনি ডিভিশন প্রাপ্ত হন। ডিসির কাছ থেকেও অনুমোদন পান। তিনি ডিভিশনেও ছিলেন।
পরবর্তীতে কাশিমপুর নিয়ে যাওয়ার পর হাইসিকিউরিটির ৪ নং সেলে তাকে রাখা হয়েছে। যেখানে কোনো ধরনের ডিভিশন নাই। শারীরিকভাবে তিনি অনেক অসুস্থ। ডিভিশনাল সেলে সুযোগ সুবিধা না থাকার ফলে তিনি শারীরিক, মানসিকভাবে ও অনিরাপত্তার মাঝে জীবন-যাপন করছেন। বিষয়টি আদালতের দৃষ্টিগোচরে আনা হয়েছে। আদালত এ বিষয়ে লিখিত আবেদন দিতে বলেছেন। সবকিছু পর্যালোচনা করে ডিসিশন দিবেন আদালত।'
এক প্রশ্নের জবাবে ফারজানা ইসলাম রাখি জানান,'ওখানে সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি যেহেতু রয়েছে, তাদের ব্যাকরাউন্ড আসলে অনেক ভয়ংকর থাকে। অনেকে আছে এর মধ্যে জঙ্গি। এ ধরণের জঙ্গিদের সাথে তাকে এক জায়গায় রাখা হয়েছে। তিনি অনিরাপত্তায় ভুগছেন। আর একটা বিষয় সপ্তাহে প্রত্যেক আসামি তার পরিবারের সাথে কথা বলার সুযোগ থাকে। এখানে তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তাকে তার পরিবারের কারো সাথে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে না। ফোনে যে যোগাযোগের ব্যবস্থা কাট করে দয়া হচ্ছে। বিষয়টি আদালতকে জানিয়েছি মৌখিকভাবে। যদি রেজাল্টটা না আসে আমরা অবশ্যই লিখিতভাবে জানাবো।'


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর

খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার

লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !

লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!

খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’

‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল

রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪

রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪

স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস

স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা

‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!

‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!

ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু

কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু

ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী

ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী

ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি

ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি

না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’

না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’

আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা

আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা