বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে নেই -উপদেষ্টা সাখাওয়াত
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে নেই বলে দাবি করে নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সম্প্রতি যাকে নিয়ে এত হৈ চৈ তার সাথে ইসকনের সম্পর্ক নেই বলে নিজেরাই বলছে। এমনকি হিন্দু ধর্মাবলম্বিরা বিষয়টি স্বিকার করেছেন। আর যারা এর পেছনে জড়িত তারা টের পেয়েছেন তাদের সাথে কেউ নেই। আগামীতে এ ধরনের কোনো ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানান তিনি। গতকাল সোমবার বরিশাল মেরিন একাডেমীতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার সাখাওয়াত কথা বলেন।
সংস্কার ও নির্বাচন সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, ৬ থেকে ৭টি স্থানে সংস্কার চলছে যা ডিসেম্বরে শেষ হবে। নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ উপদেষ্টাদের নেই। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তারা কবে নির্বাচন করবে। নতুন নির্বাচন কমিশনকে সংগঠিত হতে দিন। তারাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।
পাচিং আউট কুচকাওয়াজে ক্যাডেটদের উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। যেকারণে বাংলাদেশে মেরিন একাডেমির সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের একাডেমি সমূহের মেরিনাররা পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজে কর্মরত রয়েছে এবং উল্লেখযোগ্য হারে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। যা দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখছে বলেও জানান তিনি।
এর আগে মেরিন একাডেমীর ক্যাডেটদের কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুচকাওয়াজে প্রধান অতিথি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর শিক্ষা সমাপনী কেক কাটা হয়।
বরিশাল মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমান সভাপতিত্ব অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেন উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
এ বছর একাডেমির নটিক্যাল বিভাগে ২৭ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৬ জন ক্যাডেটসহ ৫৩ জন ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণ সমাপ্ত করেছে। বরিশাল মেরিন একাডেমীতে বর্তমানে অধ্যয়নরত রয়েছে ১১৬ জন ক্যাডেট।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম