উত্তরে আমনের বাম্পার ফলন
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
উত্তরের রাজশাহী ও রংপুর বিভাগে শেষ পর্যন্ত বাম্পার ফলন হয়েছে আমনের। এই দুই বিভাগের ৪টি কৃষি অঞ্চল, রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরের ১৬ জেলায় ১৯ লাখ ৪৫ হাজার ৬৫৩ লাখ হেক্টর জমিতে চাষ হয়েছে আমনের। অগ্রহায়ণের মাঝামাঝি এসে প্রায় অর্ধেক পরিমানে জমির ধান কাটা মাড়াইয়ের কাজ শেষের পথে। বাজারে এসেছে নতুন চাল। হাটে নতুন ধানের সরবরাহ বাড়ছে। তবে চালের দাম কমাতো দূরের কথা। বরং বেড়েছে।
খুচরা বিক্রেতারা বলছেন, চালের বাজারে আপাতত সুখবর নেই দাম কমার। বগুড়া সহ উত্তরের সর্বত্র গতকাল মানভেদে কাটারি চাল বিক্রি হয়েছে ৭২ থেকে ৭০ টাকা কেজি। এছাড়া বি আর ২৮ প্রতি কেজি ৬৭/৬৩, বি আর ৪৯ প্রতি কেজি ৫৭ এবং গরীবের চাল বলে খ্যাত মোটা রঞ্জিত চাল ৫৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে লক্ষ্য করা গেছে। সিন্ডিকেটের মোবাইল ফোনের কারণে উত্তরের ১৬ জেলাতেই খুচরা বাজার স্থানভেদে এই দরেই বিক্রি হয়েছে চাল। খাদ্য বিভাগের সূত্রগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ক্রয় অভিযানে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সাড়া মিলছেনা। কারণ পাইকারি হাট বাজারে ধান চালের বাজার ভরা মৌসুমেও বেশ চড়া। ঈশ্বরদী, নওগাঁ ও বগুড়ার নন্দীগ্রামের হাটে গড়ে ধানের মন গড়ে ১৪০০ টাকা দরে স্থির আছে। ধান কাটা মাড়াইয়ের কাজ শেষ হওয়ার পরও দাম একই রকম থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা মনে করেন চালের দাম না কমলেও এবার সরাসরি কৃষক বর্ধিত দামে উৎপাদক চাষিররা উপকৃত হবে।
বগুড়ার একজন অভিজ্ঞ অটোরাইস মিল মালিক জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে এখনই চাল আমদানির ব্যবস্থা রাখতে হবে। এখনেই উপযুক্ত সময় চাল আমদানির উন্মুক্ত করে না দিলে এবং ইমপোর্ট ট্যাক্স না কমালে ২ থেকে ৩ মাসের মধ্যে চালের সঙ্কট সরকারকে বেকায়দায় ফেলে দেবে। চালের সঙ্কট এমনকি রাজনৈতিক সঙ্কটও সৃষ্টি করতে পারে। কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, এবার উত্তরে ৪টি কৃষি অঞ্চল তথা ১৬ জেলায় ১৯,৪৫,৬৫৩ হেক্টরে আমনের চাষ হয়েছে। এরমধ্যে পাবনা, সিরাজগঞ্জ জয়পুরহাট ও বগুড়া সহ বগুড়া অঞ্চলে ৩,৮৪,৪০ হেক্টরে আমন আবাদের বিপরীতে উৎপাদন হবে ১২,৬৯,৭১৮ মেট্রিক টন ধান। রাজশাহী, নাটোর, চাপাইনবয়াবগঞ্জ ও নওগাঁ জেলা মিলিয়ে রাজশাহী অঞ্চলে আমনের চাষ হয়েছে ৪৭,০০০ হাজার হেক্টরে আমন চাষের বিপরীতে উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৩ লাখ মেট্রিক টন।
সুত্র আরও জানায়, সবকিছু ঠিকঠাক মতো চললে কেবল উত্তরেই মিলবে ৫৬ লাখ ৯৩১ মেট্রিকটন চাল। একটি গবেষণা সংস্থার মুখপাত্র কে জি ফারুক সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, উত্তরে আমনের বাম্পার ফলনে খুশি হয়ে কুমিল্লা অঞ্চলে অকাল বন্যার জেরে যে ফসলহানী হয়েছে তা ভুলে গেলে চলবেনা।
ভয়াবহ চাল সঙ্কট সৃষ্টির আগেই সম্ভাব্য ঘাটতি এস্টিমেট করে চাল আমদানির ব্যবস্থা মানুষ বাঁচবে বাজাও স্থিতিশীল থাকবে। বগুড়ার বকশি বাজারের খুচরা চাউল বিক্রেতা রতন জানান, পাইকারি বাজারে নতুন চাউল কিনতে গিয়ে কাটারি নতুন চালের কেজি ৭০ টাকা আর নেইনি। ৭০ টাকায় কিনে লাভ সহ কত টাকায় কাটারি চাল বিক্রি করবো? একই বাজারে ক্রেতা রেজাউল বারী জানান, বাজারে আলু সিন্ডিকেট মোকাবেলায় ব্যর্থ সরকারের নিষ্ক্রিয়তায় চাল সিন্ডিকেটও সক্রিয় হতে উৎসাহী হবে নিশ্চয়ই!
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল
বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ!
বাগেরহাটে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত