ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
হাতে হাতে স্মার্টফোন : সহজলভ্য এমবি তরুণরা অর্থ সংগ্রহে জড়িয়ে পড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধে

অনলাইন জুয়ায় সর্বনাশ

Daily Inqilab জয়পুরহাট জেলা এবং ঈশ্বরগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা

০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম


সকালে সূর্য উঠছে স্বাভাবিক নিয়মে, অস্তও যাচ্ছে যথানিয়মে। সকালে গাছে গাছে পাখি ডাকে, কাজের তাকিদে ঘর থেকে বেরিয়ে যায় বহু মানুষ। সবকিছুই যেন যথারীতি চলছে। কিন্তু এর মাঝেই সমাজকে কুরে কুরে খাচ্ছে অনলাইন জুয়া। কর্মহীন নামের একদল মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে নিজেরা হচ্ছে নিঃস্ব, পঙ্গু করে দিচ্ছে পরিবারকে, সমাজ ও রাষ্ট্রকে করছে ক্ষতিগ্রস্ত। দেশের সীমান্ত এলাকাসহ অনেকটা সারাদেশেই বিস্তার লাভ করেছে ভয়াবহ অনলাইন জুয়ার। জুয়ার টাকা সংগ্রহে এসব বেকাররা নেমে পড়েছে নানা ধরনের সামাজিক অপরাধে। সংসারে মা-বাবা, স্ত্রী-সন্তানের সাথে লেগে থাকছে ঝগড়া-বিবাদ। আমাদের সংবাদদাতাদের প্রেরিত প্রতিবেদনে উঠে এসেছে সেসব এলাকার ভয়াবহ চিত্র।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, জেলা শহরের পৌর এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শহরের বিভিন্ন জায়গায় অনলাইনে জুয়ার আসর বসিয়েছেন সমাজের বেকার যুবকেরা। বিশেষ করে বেকার ও মাদকাসক্ত যুবকেরা এ অনলাইন জুয়ার প্রতি আসক্ত অনেক বেশি। জয়পুরহাট খঞ্জনপুরের জমি রেজিস্ট্রী অফিসের সামনে এ জুয়ার আসর প্রায় বসে বলে জানান আশেপাশের এলাকাবাসী। এছাড়াও জয়পুরহাট স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ মাথায় এমন জুয়ার আসর বসা সন্ধ্যায় দেখা যায় বলে জানান স্টেশনের একজন ব্যবসায়ী। তিনি বলেন, কমবয়সী ও মধ্যে বয়সী যুবকেরা এ এমন জুয়ার আসর বসান এবং প্রায়ই টাকা নিয়ে তারা হট্টগোল করেন। এদিকে জয়পুরহাট সদরের ভাদসা বাজারের বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন জুয়ার আসর বসে বলে জানান নুরুজ্জামান লিটুন নামের এক বাংলা বিষয়ের শিক্ষক। তিনি আরো বলেন এমন অনলাইন জুয়া বন্ধ না করলে অদূর ভবিষ্যতে যুবসমাজ অনেক ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবে বলে অভিযোগ করেন। জয়পুরহাট বৈরাগী মোড়ের ঔষধ বিক্রেতা রনি বলেন, এ অনলাইন জুয়া বেশি দেখা যায় বিশেষ করে যখন আইপিএল ফুটবল এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেলা হয়। তখন একটি দলের পক্ষ নিয়ে এমন জুয়ার আসল বসান। অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামের ইমরান মন্ডলের ছেলে নুর আলম ১৩ নভেম্বর বাঁশঝাড়ে নিহত অবস্থায় ঝোলানো পাওয়া যায় এলাকাবাসী জানান নিহত নুর আলম মোবাইল গেমস ও অনলাইন জুয়ায় আসক্ত ছিল এ ব্যাপারে ল্যাংড়া পীরহাট এস এ ফাজিল ডিগ্রি মাদরাসার একজন ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক বলেন, নুর আলম হত্যা বা আত্মহত্যার সাথে সম্পর্কিত ঘটনা হতে পারে অনলাইন মোবাইল গেমস অথবা মেয়েলি কোনো ঘটনা এমন ধারণা করেন তিনি। জয়পুরহাট জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, যারা মাদক নেয় তারাই অনলাইনের জুয়ার সাথে সম্পর্কিত এমন ঘটনা রেকর্ডেড নয়। তবে অনেক মাদকাসক্ত ব্যক্তি অনলাইন জুয়া খেলতে পারে। জয়পুরহাট সদরের প্রফেসর পাড়ার বাসিন্দা আবু রায়হান বলেন, মোবাইলে ওয়ান এক্স বিট নামক অ্যাপস এ ক্যাসিনো খেলা যায় আর এটি জায়গায়, জায়গায় ব্যাপক চলছে। জয়পুরহাটের উত্তর জয়পুর দাখিল মাদরাসা সহকারী শিক্ষক গৌড় দাস বলেন, হাতে হাতে স্মার্টফোন সহজেই এমবি কেনার সুযোগ ও যুব সমাজের মধ্যে হতাশা এমনটি দায়ী করেছেন তিনি। তবে এই যুব সমাজকে ক্রিকেট ফুটবল শারীরিক পরিশ্রম হয় এমন খেলা নিযুক্ত করলে এই অনলাইন জুয়া কমানো সম্ভব বলে তিনি মনে করেন। এ ব্যাপারে জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব দৈনিক ইনকিলাবকে বলেন, সুনির্দিষ্ট কোন অভিযোগ বা সুনির্দিষ্ট কোনো স্থান যেখানে অনলাইন জুয়ার আসর বসে এমন তথ্য পেলে পুলিশ ব্যবস্থা নেবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ায় ব্যাপকভাবে জড়িয়ে যাচ্ছে তরুণরা। ভিন্ন ভিন্ন নামের বেশ কয়েকটি অ্যাপে এমন জুয়া খেলা হচ্ছে। স্থানীয় যুবকরা সবেচেয়ে আসক্ত হয়ে পড়েছে এসমস্ত অনলাইন জুয়ার অ্যাপে। সহজে প্রচুর টাকা উপার্জনের লোভে পড়ে তরুণরা এই খেলা শুরুর পরই নেশায় পড়ে যাচ্ছে। প্রথমে লাভবান হয়ে পরবর্তী সময় খোয়াচ্ছে লাখ লাখ টাকা। বিভিন্ন অ্যাপে অনলাইন জুয়ায় লোভনীয় ফাঁদে বেশিরভাগ স্কুল-কলেজের শিক্ষার্থী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসক্ত হয়ে পড়ছে।
অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্মার্ট ফোনে নির্ধারিত কয়েকটি অ্যাপ ডাউনলোড করে সেখানে জুয়া খেলা চলে। এসব অ্যাপে কম টাকা থেকে শুরু করে যেকোনো অঙ্কের টাকা দিয়ে শুরু করা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি অ্যাপের একজন গ্যাম্বলিং মাস্টার এজেন্ট জানান, ঈশ্বরগঞ্জ পৌর শহরে বেশকিছু যুবক সর্বপ্রথম গ্যাম্বলিং মাস্টার এজেন্ট হয়। তারপর এজেন্ট হয়। বর্তমানে তারা প্রায় কোটি টাকার মালিক। পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করে জুয়া আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করলে সাথে সাথেই জামিন হয়ে যায়। তবে বেশিরভাগ অনলাইন জুয়াড়ি উপজেলার বিভিন্ন দলের নেতৃবৃন্দের ছত্রছায়ায় রয়েছে বলে জানান সে।
স্থানীয়দের অভিযোগ, সামাজিক এ অবক্ষয়ের নেপথ্যে রয়েছে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বেশ কয়েকজন গ্যাম্বলিং মাস্টার এজেন্টসহ ১০০ জনেরও বেশি সাব এজেন্ট। তাদের মাধ্যমে চলছে লাখ লাখ টাকার অবৈধ অনলাইন ব্যবসা। এ কারণে বাড়ছে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ। এ ছাড়াও উপজেলার দত্তপাড়া, রহমতগঞ্জ, শিমরাইল, চরনিখলা, ধামদী, কাকনহাটি, চরহোসেনপুর, চরশিহারি, বড়হিতসহ প্রত্যন্ত গ্রামগুলোয় রয়েছে এই জুয়ার মাস্টার এজেন্ট এবং সাব এজেন্ট। তাদের দৌরাত্ম্যে প্রত্যন্ত গ্রামগুলোতেও মারাত্মকভাবে বিস্তার লাভ করছে এই অপরাধমূলক অনলাইন জুয়া।
স্থানীয়রা আরো জানান, রহস্যময় বিষয় হলো ঈশ্বরগঞ্জ পৌর শহরে এজেন্টদের আইনশৃঙ্খলা বাহিনী আটক করে কোর্টে পাঠানো হলেও শক্তিশালী কোন আইন না থাকায় তারা সহজেই জামিনে চলে আসে। যে কারণে বছরের পর বছর ধরে এমন খেলা চলমান রয়েছে। অনলাইন জুয়ার নেশায় পড়ে টাকা-পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসছে এবং পথে বসতে চলেছে অসংখ্য পরিবার।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা জুড়ে অনেক তরুণ বিভিন্ন ব্যাংক ও বেসরকারি সমিতি থেকে টাকা তুলে জুয়া খেলে কয়েকদিনেই সব টাকা হেরে নিঃস্ব হয়ে যায়। অবশেষে সেই ঋণের বোঝা বইতে না পেরে অনেকেই ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অনলাইন জুয়া খেলোয়াড় জানান, জুয়ার নেশা মস্তিষ্কের জন্য খুব বেশি ভয়াবহ। কারণ গেমসটি না খেলতে পারলে কিছুই ভালো লাগে না। বিরাট টেনশন হয়। আরে সেই টেনশনে মাথা এলোমেলো হয়ে যায়। যে ব্যক্তি গেমসটিতে আসক্ত সে টাকার জন্য মানুষকে হত্যা করতেও দ্বিধা করবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, যেদিন থেকে আমার স্বামী মোবাইলে জুয়া খেলতে শুরু করেছে সেদিন থেকেই সংসারে অশান্তি শুরু হয়েছে। জুয়ায় হেরে বাসায় এসে আমাকে মারধর করে। তারকাছে টাকা না থাকলে ঘরের আসবাবপত্র বিক্রি করতে যায়। বাধা দিলে সেগুলো ভেঙে তছনছ করে ফেলে। মনে হয় সে পাগল হয়ে গেছে।
স্থানীয় কয়েকজন জানান, জুয়ার অর্থ উপার্জনে ঈশ্বরগঞ্জের তরুণরা বিভিন্ন অপরাধমূলক কাজে ঝুঁকে পড়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। বাড়ছে মাদকসহ নানা ধরনের অপরাধ। চুরি-ছিনতাই ও মাদক কারবারির অত্যাচারে সাধারণ জনগণ অতিষ্ঠ। অথচ এ নিয়ে প্রশাসনের কোনো নজরদারি নেই। যে কারণে পুরো উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। এলাকায় বখাটেদের উৎপাত বেড়ে গেছে। হাতে হাতে এখন স্মার্ট ফোন থাকায় ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকছে অনলাইন জুয়ার নেশায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, অনলাইন জুয়ার বিষয়টি যখন জানতে পেরেছি সাথে সাথেই অভিযান পরিচালনা শুরু করেছি। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, জুয়া আইনের চোখে অবশ্যই অপরাধ। পুলিশ মামলা দিয়ে কোর্টে পাঠিয়ে দেওয়ার পরপরই জামিন চলে আসে। মোবাইল কোর্টের বিষয়টি হলো প্রমানসহ হাতে নাতে ধরে তারপর মোবাইল কোর্ট করতে হয়। কিন্তু এমন প্রমাণ সহজে পাওয়া যায় না। যে কারণে মোবাইল কোর্ট করা যায় না। যদি মোবাইল কোর্ট করা যেতো তাহলে ব্যবস্থা নিতে পারতাম। তারপরও বিষয়টি নিয়ে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করবো।
মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ, (চাঁদপুর) থেকে জানান, ফরিদগঞ্জে অনলাইনে জুয়া ও মোবাইল গেমিংয়ে আসক্ত হয়ে পড়েছে শিশু-কিশোররা। পড়াশোনা বাদ দিয়ে দিনের সিংহভাগ সময়ই তারা ব্যয় করছে মোবাইল গেমিংয়ের পেছনে। এছাড়া অনলাইনের রেটিং সাইটগুলোতেও রয়েছে তাদের অবাধ চলাচল। অনেকেই জুয়ার টাকা যোগাড় করতে অল্প বয়সেই পড়াশোনা বাদ দিয়ে জড়িয়ে পড়েছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে।
ফরিদগঞ্জ পৌর এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় উপজেলা সদর থেকে গ্রামের প্রায় সবখানেই কিশোরদের দলবেঁধে মোবাইলে ঝুঁকে থাকার দৃশ্য। যে বয়সে মাঠে খেলাধুলা করার কথা, সেখানে তারা ডুবে রয়েছে মোবাইলে গেমিংয়ের নেশায়। শিশু-কিশোরদের প্রচ- আসক্তি বেড়েছে মোবাইল গেমিংয়ের প্রতি। বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটছে তাদের মোবাইল গেমিংয়ের পেছনে। মোবাইলে গেমিং খেলতে গিয়ে কেউ কেউ খরচ করছে হাজার হাজার টাকাও। অনলাইনে বাজি খেলার সংখ্যাটাও কম নয়। বিভিন্ন ধরনের বেটিং সাইট তৈরি হচ্ছে কিশোরদের টার্গেট করে। দ্রুত সময়ে কয়েকগুণ টাকার প্রলোভনে পা দিচ্ছে অনেকেই এই গেমিংয়ে।
মোবাইল গেমিং ও জুয়ায় আসক্ত একাধিক তরুণ নাম প্রকাশ না করার শর্তে জানায়, গেমিংয়ের আপডেট ভার্সন ইন্সটলেশনের জন্য তারা মোটা অঙ্কের অর্থ ব্যয় করে থাকে। টপ-আপ করার নামে ধাপে ধাপে অর্থ ব্যয় করে কিনতে হয়। গেমসের একেকটি ফিচার সুবিধা। এসব টাকা জোগাড় করতে অনেকে পড়াশোনা ছেড়ে কাজে নেমে পড়েছে। কেউ কেউ দামি মোবাইল কেনার আশায় পাড়ি জমিয়েছে রাজধানী ঢাকায়। উঠতি বয়সীদের এমন মোবাইল আসক্তিতে শঙ্কায় অভিভাবকরাও।
বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক সোহেল হোসেন, লাউতুলি কলেজের শিক্ষার্থীর অভিভাবক মনির মফিজ হোসেন, ইব্রাহীম মিয়াসহ আরো কয়েকজন অভিভাবক জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসের বিভিন্ন অ্যাসাইনমেন্টের কথা বলে সন্তানরা মোবাইল নিয়ে যায়। তাদের কাছ থেকে মোবাইল নিতে চাইলেও কথা শোনে না। তাই সন্তানদের নিয়ে ভবিষ্যতের স্বপ্ন এখন ভেস্তে যেতে বসেছে। আগামী প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হওয়া থেকে রক্ষায় সরকারি পদক্ষেপের দাবি অভিভাবকদের। বেশিরভাগ মোবাইল গেম বাংলাদেশে নিষিদ্ধ হলেও, ভিপিএন নামের একটি সপ্টয়ারের মাধ্যমে তাতে যুক্ত থাকে এসব শিশু-কিশোররা। সম্প্রতি সময়ে অনলাইন জুয়া বা মোবাইল গেমিংয়ে আসক্ত হয়ে শিশু-কিশোররা তাদের মেধা শক্তি হারাচ্ছে বলে মনে করেন অভিভাবকরা। নতুন এ মোবাইল গেমিং আতঙ্ক থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারী প্রয়োজন বলে মনে করছেন অভিভাবক ও স্থানীয় সুধি মহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, শিশুদের ভবিষ্যতের কথা ভেবে অভিভাবক ও শিক্ষকরা আরো সচেতনতার সাথে তাদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে। তারা যেন শুধু মোবাইল গেমিংয়ের নেশা, ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, এমন কোনো নেশার সাথে যেন না জড়াতে পারে। আমরাও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেনতা সভা অব্যাহত রেখেছি।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন
আরও

আরও পড়ুন

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

শুধু নারীদের জন্য

শুধু নারীদের জন্য

নিথর দেহ

নিথর দেহ

আত্মহননে

আত্মহননে

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

শুধু নামেই জিমনেসিয়াম

শুধু নামেই জিমনেসিয়াম