ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
চট্টগ্রামে আইনজীবী আলিফের খুনি চন্দন ও রিপন দাস রিমান্ডে

কুপিয়ে পিটিয়ে হত্যার পর লাশের ওপর উল্লাস!

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম


চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় আদালত ভবনের অদূরে রঙ্গম সিনেমা কমপ্লেক্স এলাকায়। সেখানে তাকে লম্বা কিরিচ দিয়ে কোপাতে শুরু করেন চন্দন দাশ। বটি হাতে এলোপাথারি কোপান রিপন দাশ। তাদের দুজনের মাথায় ছিলো হেলমেট। কিরিচ, রাম-দা, ত্রিশূল, খঞ্জরসহ ধারালো অস্ত্র, লাঠি, লোহার রড নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন আরো কয়েক জন। জয় শ্রীরাম সেøাগান দিয়ে দিয়ে সাদা শার্ট আর কালো প্যান্ট পরা শ্মশ্রুমন্ডিত আলিফের মাথা থেকে পা পর্যন্ত কুপিয়ে রক্তাক্ত করে। ঘাতক দলের ভয়ঙ্কর আঘাতে জর্জরিত তরণ এই আইনজীবীর নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। এরপর হায়েনার দল উপর্যুপরি লাঠি আর রডের আঘাতে তার মাথা থেকে শুরু করে পুরো শরীর থেতলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে। তার পর থামেনি রক্ত পিপাসুদের উন্মত্ততা। এরপর লাশের ওপর দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে উল্লাসে ফেটে পড়েন খুনি চক্রের সদস্যরা। হত্যাকা-ের ঘটনাস্থল থেকে উদ্ধার করা সিসি টিভি ফুটেছ এবং গ্রেফতার খুনি চক্রের সদস্য চন্দন দাস এবং রিপন দাসের কাছ থেকে পাওয়া তথ্যে আলোচিত আলিফ হত্যার ঘটনার এমন রোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে।
হত্যাকা-ের ব্যাপারে আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য চন্দন দাসকে আট দিনের রিমান্ডে নেয়া হয়েছে। অপর আসামি রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ড দেয়া হয়।

গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে হাজির করে তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন চাঞ্চল্যকর এই মামলার তদন্তকারী কর্মকর্তা-আইও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো মাহফুজুর রহমান। শুনানি শেষে আদালত চন্দন দাসকে আট দিনের এবং রিপন দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন চন্দন ও রিপন। আদালত প্রাঙ্গণে নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। বন্ধের দিন আদালতে বিচার প্রার্থীদের আনাগোনা না থাকলেও দুই আসামিকে হাজির নিয়ে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়। দুজনই চট্টগ্রাম নগরের কোতোয়ালি সেবক কলোনি ও পাথরঘাটা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা থেকে রিপনকে গ্রেফতার করে পুলিশ। রিপন পাথরঘাটা হরিদাস লেনের সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। নগরীর চকবাজার এলাকায় মেডিসিন শপ নামের একটি ওষুধের দোকানে চাকরি করেন তিনি।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ ইনকিলাবকে বলেন, রিপন এই মামলায় এজাহার নামীয় আসামি না হলে ঘটনায় সে সরাসরি অংশগ্রহণ করে। আলিফ হত্যাকা-ের সময় তার হাতে বঁটি ছিল। পরনে ছিল নীল রঙের গেঞ্জি, জিনস প্যান্ট ও মাথায় লাল হেলমেট। ভিডিও ফুটেজ দেখে পুলিশ রিপনকে শনাক্ত করে।

এর আগে বুধবার রাতে হত্যায় অংশ নেয়া চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ বলছে, কিরিচ দিয়ে আইনজীবীকে কোপান চন্দন। ভিডিওতে দেখা যায়, হাতে কিরিচ, পরনে কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট ও মাথায় ছাই রঙের হেলমেট ছিল চন্দনের। স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অবমাননার ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে ঘিরে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরো পাঁচটি মামলা হয়। ৬ মামলায় গ্রেফতার হন ৪১ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ১১ জন গ্রেফতার হলেন।

মামলার আইও এসি মাহফুজুর রহমান ইনকিলাবকে বলেন, মামলার তদন্ত চলছে। হত্যাকা-ে কিরিচ ও বঁটি হাতে অংশ নেয়া চন্দন দাস ও রিপন দাসকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় আরো কারা জড়িত ছিল তাদের পরিচয় সনাক্ত করতে ওই দুই জনের কাছ থেকে তথ্য চাওয়া হবে। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য এবং সিসি টিভি ফুটেজ থেকে ঘটনায় জড়িত প্রায় সবাইকে চিহ্নিত করা হয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রকাশ্যে দিবালোকে এই খুনের ঘটনায় যারা অংশগ্রহণ করেছেন তারা চিহ্নিত। অনেকে এখন আত্মগোপন করে আছে। তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। সেই সাথে কাদের ইন্ধনে এই হত্যাকা-ের ঘটনা ঘটানো হয়েছে তাদেরও চিহ্নিত করা হবে।

তদন্ত তদারকির দায়িত্বে থাকা নগর পুলিশের একজন কর্মকর্তা জানান, ওইদিন নাশকতার মাধ্যমে চট্টগ্রাম থেকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামে একটি গোষ্ঠী। এই লক্ষে প্রথমে তারা আদালত এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে। এরপর কোর্ট হিল মসজিদে হামলা করে বসে। এরপরও সাধারণ আইনজীবী ও বিচারপ্রার্থী লোকজন এবং মুসল্লিরা চরম ধৈর্য্যর পরিচয় দেন। চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর সমর্থক উগ্রবাদী ইসকন সদস্যদের হামলা মুসল্লি আহত হওয়ার পর তারা সংঘবদ্ধ হয়ে উগ্রবাদী ইসকন সদস্যদের ধাওয়া দিয়ে আদালত এলাকা থেকে বের করে দেয়। তবে দেশে ভয়ঙ্কর নৈরাজ্য সৃষ্ট করতে মরিয়া উগ্রবাদী রা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

পুলিশের সংগ্রহ করা একটি ফুটেজে দেখা যায়, চট্টগ্রাম আদালত ভবনের অদূরে কোতোয়ালি থানা-সংলগ্ন সেবক কলোনির একটি বাসার সামনের রাস্তায় পিটিয়ে-কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। কিরিচ হাতে কোপাতে থাকা যুবকের নাম চন্দন দাস। পুলিশ বলেছে, শুধু চন্দন দাস নন, আইনজীবীকে খুনের ঘটনায় ২৫ থেকে ৩০ জন অংশ নেন। কোপানোয় অংশ নেন চারজন। ৫২ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজের সূত্র ধরে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারালো অস্ত্র দিয়ে আইনজীবী সাইফুলকে কোপান ওম দাশ, চন্দন ও রনব। তার নিথর দেহ পড়ে থাকলেও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটাতে থাকেন অন্যরা। সেখানে আরো ছিলেন ২৫-৩০ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত থাকার অভিযোগে রমিত দাস, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমান দাস, মনু মেথর ও রাজীব ভট্টাচার্যকে ঘটনার দিনগত রাতে গ্রেফতার করা হয়। তাদের বেশির ভাগই পরিচ্ছন্নতাকর্মী। একজন রয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। আদালত এলাকায় হত্যা নৈরাজ্যের ইন্ধন দিয়েছে পতিত স্বৈরাচারী সরকারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় নেতা। #

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন
আরও

আরও পড়ুন

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

শুধু নারীদের জন্য

শুধু নারীদের জন্য

নিথর দেহ

নিথর দেহ

আত্মহননে

আত্মহননে

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

শুধু নামেই জিমনেসিয়াম

শুধু নামেই জিমনেসিয়াম