ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মুসলমানরা বদ্ধপরিকর
০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ খতিব মাওলানা মুফতি আবদুল মালেক জুমার পূর্ব খুৎবায় বলেন, আল্লাহ পাক ইরশাদ করেনÑ তোমরা ভালো কাজ ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো। গুনার কাজে ও শত্রুতার কাজে সহযোগিতা করো না। আল্লাহ শাস্তি বড় কঠিন।’ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, যাদের মধ্যে তাকওয়ার গুণ আছে তাদের দ্বারা ভালো কাজ করা সহজ। ভালো কাজ কি? আল্লাহ ও আল্লাহর রাসূল যে কাজকে ভালো বলেছেন, সেটিই ভালো। তিনি বলেন, ভালো কাজ না করাই নিজের উপর নির্যাতন ও জুলুম। এখন শুধু সমাজে দুটি শব্দ বেশি শোনা যায় নারী নির্যাতন ও শিশু নির্যাতন। নির্যাতনের অর্থ কি? যাকে যেটি দেয়া। তা না দেয়াই নির্যাতন।
আজকে আমরা মুসলমান হয়ে আমাদের সন্তানদেরকে খ্রিস্টান ও অমুসলিম স্কুলে পড়ালেখা করাচ্ছি। ইসলামি শিক্ষা দিচ্ছি না। এটিও শিশুদের প্রতি নির্যাতন। নারীদের নিরাপত্তার জন্য আল্লাহ পর্দার বিধান রেখেছেন। আমরা নারীদেরকে পর্দা করতে বাধা দিচ্ছি, এটিও নারী নির্যাতন। খতিব আরো বলেন, জাতিসংঘ বাংলাদেশে তাদের সেন্টার খুলতে চায়। যেন নারী পুরুষের পোশাক পরে এবং পুরুষ নারীদের পোশাক পরে চলতে পারে এই স্বাধীনতার জন্য। এটি স্বাধীনতা নয়; বরঞ্চ একটি নির্যাতন। তিনি আরো বলেন, ইসলামে কোনো সংখ্যালঘু নেই। সব নাগরিকের অধিকার সমান। ইতিহাস সাক্ষী, মুসলমানরা সংখ্যালঘু হয়েও রাষ্ট্র পরিচালনা করেছে। ইনসাফ ও ন্যায়Ñ এটিই মূল উদ্দেশ্য। যে জুলুম ও নির্যাতন করবে তার ফলাফল দুনিয়াতে ভোগ করবে। পরকালে তো বিচার নিশ্চিত। যেকোনো তথ্য পেলেই তা অন্যদেরকে জানিয়ে দেয়া বা শেয়ার করা মুমিনের আলামত নয়; এটি মিথ্যাবাদী হওয়া ও গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
তিনি বলেন, তথ্য পেলে শেয়ার করার আগে মূলনীতি হলো তথ্যসূত্র যাচাই করা, তথ্যের বিষয়বস্তুর সত্যতা ও বিশুদ্ধতা যাচাই করা। সঠিক ও বিশুদ্ধ হলেও তথ্যটি সাধারণ জনগণের জন্য উপকারী কি-না তা বুঝা। যদি কোনো বিশেষ আমানতের তথ্য থাকে, তবে তাকে ছাড়া অন্য কাউকে না জানানো। যদি সত্যিকার অর্থেই কোনো বিষয় সবার জন্য উপকারী হয় তাহলে তা শেয়ার করা অন্যথায় চুপ থাকা। মুফতি আবদুল মালেক আরো বলেন, যার যে বিষয়ে জ্ঞান নেই, পা-িত্য নেই, বিশেষজ্ঞতা নেই, সে যেন সেই বিষয়ে কোনো কথা না বলে না লিখে। হাদিসে এ বিষয়ে বলা হয়েছে, মুসলমান হলো ওই ব্যক্তি যার জিহবা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। খতিব আরো বলেন, এ জিহবা আকৃতিতে ছোট কিন্তু তার অপরাধ অনেক বড়। আজকের আধুনিক যুগে গণমাধ্যম ও যোগাযোগ মাধ্যমে এ জিহ্বা ও হাত দ্বারা অনেক রকম অপরাধ সংগঠিত হচ্ছে। মোবাইলে টাচ করা হোক, কম্পিউটারে কিবোর্ডে লেখা হোক, বা মুখেও মাইকে আলোচনা করা হোক সব ক্ষেত্রেই আমাদেরকে সতর্ক থাকতে হবে।
মীরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। দেশের বিরুদ্ধে আজ গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। পরাজিত শক্তি বিভিন্ন উপায়ে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। প্রতিবেশী দেশ ভারত আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে বিভিন্ন উসকানি দিয়ে যাচ্ছে। ইসকন নামক জঙ্গি সংগঠনের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করছে। ওদেরকে এখনই রুখে দিতে হবে। বারবার প্রমাণ হয়েছে, এদেশে ধর্মীয় কোনো দাঙ্গা-হাঙ্গামা নেই। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের অনুসারীরা আমাদের ভাই। এ দেশের নাগরিক। আমাদের যেমন অধিকার রয়েছে; তাদেরও তেমন অধিকার রয়েছে। এ বিধান ইসলামের। ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম কোনো ধর্মের উপরে আঘাত করার ইসলাম শিক্ষা দেয় না। তাই এদেশের মুসলিমরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেনÑ ‘নিশ্চয়ই ইসলাম ধর্মই আল্লাহর কাছে মনোনীত ধর্ম।’ (আল কোরআন) রাসূল (সা.) বলেন, ‘তাদের ধন-সম্পদ জান-মাল তোমাদের জান-মালের মতো। অর্থাৎ মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের জান-মাল ইজ্জত ও সম্মানের সংরক্ষণ মুসলিমদের মতোই বজায় থাকবে।’ (আল হাদিস)
খতিব বলেন, বাংলাদেশের মুসলিমগণ ইসলামে বিশ্বাসী, প্রত্যেক ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। একে যদি কেউ নষ্ট করতে চায় তবে তার সমুচিত জবাব দেয়া হবে। ইনশাআল্লাহ। অতএব আসুন, আমরা সবাই জাতি ধর্ম-বর্ণ ও মতবিরোধের বশবর্তী না হয়ে ঐক্যবদ্ধভাবে আগ্রাসন শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আল্লাহ তাআলা সবাইকে তাওফিক দান করেন। আমিন।
গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর সরকার বাড়ী ঈদগাহ মসজিদুল আকসার খতিব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদক্ষেপ ও পদ্ধতি ছিল অনন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের পর মক্কার বাজারে তদারকি করার জন্য সাঈদ ইবনে সাঈদ ইবনুল আস (রা.) কে নিযুক্ত করেছেন। শুধু তা-ই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজে বাজারে গিয়ে খাদ্যে ধোঁকাবাজি কিংবা ভেজাল হচ্ছে কি না সে খবরদারি করতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদ্যশস্যের একটি স্তূপের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি স্তূপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন, ফলে হাতের আঙুলগুলো ভিজে গেল। তখন স্তূপের মালিককে ডেকে বললেন, এ কি ব্যাপার? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এতে বৃষ্টির পানি লেগেছে। তিনি বলেন, ‘সেগুলো তুমি স্তূপের ওপরে রাখলে না কেন? তাহলে লোকেরা দেখে নিতে পারত। জেনে রাখো, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, সে আমার উম্মত নয় (আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই) বুখারি শরিফ । পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ -সম্পদ অন্যায় ভাবে খেয়ো না, এবং মানুষের ধন-সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকদের কাছে পেশ কোরো না। সূরা : বাকারা-১৮৮। নিরপেক্ষভাবে অধীনস্থের অধিকার আদায়ে কাজ করা এবং জনগণের জান-মালের হেফাজত করা শাসকের মৌলিক দায়িত্ব ও কর্তব্য। এ প্রসঙ্গে গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমাদের প্রত্যেককেই (কিয়ামত দিবসে) তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে-বুখারি শরিফ। সুতরাং জনগণের শাসকও একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পুরুষ তার পরিবারের একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাবাদ করা হবে। স্ত্রী তার স্বামীর ঘরসংসার ও সন্তানের দায়িত্বশীল, তাকে তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। গোলাম তার মনিবের মালসম্পদের ওপর একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। দুর্নীতিবাজ শাসকের ব্যাপারে হুঁশিয়ার বাণী উচ্চারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কোনো বান্দাকে যদি আল্লাহ জনগণের নেতৃত্ব প্রদান করেন, আর সে যদি কল্যাণ কামনার সঙ্গে তাদের তত্ত্বাবধান না করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না-বুখারি শরিফ। অন্যায়, অবিচার ও দুর্নীতি মুক্ত একটি আদর্শ দেশ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজীবন প্রয়াস বিশ্বমানবতার জন্য মহান অনুকরণীয় আদর্শ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম