নীলফামারীতে শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বাড়ছে রোগী
০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
উত্তরের জেলা নীলফমারীতে রাত যতই গভীর হচ্ছে ততই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে পৌষ মাস। পৌষের আগমনে সূর্যের তাপ ধীরে ধীরে কমতে শুরু করেছে। সন্ধ্যা নামতে না নামতেই গায়ে জড়াতে হচ্ছে গরম কাপড়। হিমালয়ের পাদদেশে অবস্থিত নীলফামারীসহ রংপুর বিভাগের অন্যান্য জেলায় স্থানীয় হাসপাতাল গুলোতে শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়া, নিউমোনিয়া, অ্যাজমা, সর্দি, কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বিশেষ করে গ্রামে গঞ্জে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। ক্রমেই রোগীর ভিড় বাড়ছে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। গতকাল শনিবার বিকেলে হাসপাতালের তথ্যে জানা যায়, ইনডোরের নয়টি ওয়ার্ডে ৩১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আবার আউটডোরে শীত জনিত নানা রোগে ৮৬০ জন অসুস্থ্য মানুষ সেবা নিয়ে চলে গেছে। এতে মোট ১১৭৯ জন সেবা নিয়েছেন। এরমধ্যে ইনডোরে পুরুষ ওয়ার্ডে ৭২ জন, মহিলা ওয়ার্ডে ৭৮ জন, নবজাতকে ২৯ জন, ডায়রিয়া ওয়ার্ডে (শিশু ৩৪ বয়স্ক ২২জন) ৭৬ জন, গাইনীতে ২৭ জন, সার্জারীতে (নারী, পুরুষ) ৫৯ জন, নাক, গলা, কান (ইএনটি) ও চক্ষু ওয়ার্ডে ২৪ জন। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া ও সর্দি জ্বরে শিশু রোগীদের প্রচুর ভিড়।
সদরের টুপামারী ইউনিয়নের লাভলি বেগম জানান, গত দুইদিন ধরে পাতলা পায়খানায় তার শিশুটি অসুস্থ্য হয়ে পড়ে। গ্রামের ডাক্তার দিয়ে চিকিৎসা করে কিছুই হয় নাই। গতকাল শনিবার বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করে দেই। এসে দেখি আমার ছেলের মতো অনেকেই ডাইরিয়া ওয়ার্ডে ভর্তি।
ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ রিংকু আকতার জানান, দুইদিন আগে এই ওয়াডে শিশুসহ অর্ধশতাধিক ডায়রিয়া রোগী ভর্তি ছিল। এখন কিছুটা কমেছে। তিনি বলেন, শীতজনিত রোগের কারণে এসব শিশু ডাইরিয়ায় আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, ২০ শয্যার ওয়ার্ডে ৩৪ জন রোগীর চিকিৎসায় সমস্যায় পড়তে হয়।
হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোয়াজ্জেম হোসে জানান, নিউমোনিয়া, ডায়রিয়া ও আগুনে পুড়ে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের গরম কাপড়, গরম পানি ও গরম খাবার খাওয়াতে হবে। সমস্যা বেড়ে গেলে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিতে হবে। শীত নিবারণে মায়েদের সচেতন থাকতে হবে।
নীলফামারী সৈয়দপুর বিমান বন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, গতকাল সকাল ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই সাথে বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ ও গতিবেগ ছিল ২ থেকে ৩ কিলোমিটার।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানায়, আবহাওয়া পরিবর্তনের ফলে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু রোগীদের প্রচুর ভিড় দেখা গেছে। জেলার ছয় উপজেলা থেকে আগত রোগীর ভিড়ে সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহিম বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে হঠাৎ মানুষ সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। মাথা ব্যাথা, গলা ব্যাথা, হাঁচির মতো লক্ষণ রয়েছে। ডায়রিয়াসহ অ্যাজমা রোগীর প্রচুর ভিড় হচ্ছে।
তিনি আরও বলেন, এসব রোগে সতর্ক থাকার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং যাদের অ্যাজমা, হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের বেশি সতর্ক থাকতে হবে। গরম কাপড় পড়তে হবে। শরীরে শক্তি জোগায় এমন খাবার খেতে হবে। আর জটিলতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু আল হাজ্জাজ ইনকিলাবকে জানান, শীতের কারণে শিশুরা ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসছে। তূলনামূলকভাবে বয়স্ক নারী-পুরুষরা শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে। তিনি শিশুদের পর্যাপ্ত শীত বস্ত্র পরানো ও সকাল, সন্ধ্যায় ঘরের বাইরে বের না করার পরামর্শ দিয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে ৪ মাসেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে
সউদী আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে
মুজিবনগর সেচ প্রকল্পে দুদকের অভিযান ব্যাপক দুর্নীতির অভিযোগ
শীত আসতেই রাজনগরে শুরু হয়েছে নাচ-গান আর জুয়ার আসর
বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
বুড়িচংয়ে কাকদী নদীর পাড় কাটায় বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান
বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ
কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি
কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল
রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
নিষিদ্ধ সংগঠন সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে
কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ট্রাম্পের শপথের আগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
টেকনাফের কৃতিসন্তান সাইফুল্লাহকে পুলিশের এআইজি পদে পদায়ন
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেল ফরিদপুরের চার আলেম
টিকটক কিনছেন না মাস্ক, জল্পনা উড়াল চীনা সংস্থা
সাতক্ষীরায় নববধূকে নির্যাতন করে হত্যা! স্বামী আটক
ফরিদপুরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় বাড়ির কেয়ারটেকারকে হত্যা : গ্রেপ্তার ৩