ভারতের শাসকগোষ্ঠী বাংলাদেশবিরোধী -রিজভী
০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ভারতের শাসকগোষ্ঠি বিদ্বেষ পরায়ণ, বাংলাদেশ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওরা বিদ্বেষ পরায়ণ, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না, ওরা বাংলাদেশ বিরোধী। ভুটান তাদের (ভারত) সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান তাদের সাথে নেই, শ্রীলংকা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই। ওদের সাথে বন্ধুত্ব করতে পারে না। কারণ ওরা মুখে যাই বলুক, ধর্ম নিরপেক্ষ বলুক আর সেকুল্যার বলুক, ওদের মনের ভেতরে হচ্ছে কট্টর হিন্দুবাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই।
গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভারতীয় হাইকমিশন অভিমুখে যুবদল-স্বেচ্ছাসেবক দল- ছাত্র দলের যৌথ প্রতিবাদী পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ভারতের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, আপনারা বলছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, আমি তো দেখলাম এখানে ইসকন দ্বারা একজন আইনজীবী মারা গেলেন। তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে মারা হলো। কৈ আপনাদের ওখানে যে সুবেন্দু, তারপরে কিছু বিন্দু-টিন্দু যারা রয়েছেন তারা তো এই ব্যাপারে একটা কথাও বললেন না, একটা আওয়াজ পর্যন্ত তুললেন না। মানুষ মারা গেলো, একজন আইনজীবীকে মেরে ফেলা হলো, কোনো কথা নেই। তাহলে প্রতিদিন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় বলে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত এই যে এক ভয়ংকর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন তাতে কোনো লাভ হবে না।
তিনি বলেন, আপনারা (ভারত) মনে করেছেন, ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে ভারতে যেতে দিবেন না। আপনারা তো এটি করে বরং বাংলাদেশের মানুষের উপকার করেছেন। বাংলাদেশের মানুষ সেখানে গেলে ডলার খরচ হতো, বিলিয়ন বিলিয়ন ডলার পাচারও হতো, আমাদের ডলারগুলো এখন সেখানে (ভারতে) যাবে না। যে সমস্ত খাদ্যপণ্য আমদানি করতাম- চাল, পেঁয়াজ, আদা- এখন আমাদের মানুষ আরো শ্রম দিয়ে এসব পণ্য আরো বেশি উৎপাদন করবে। বাংলাদেশ বিরোধী হয়ে কেনো ‘বাংলাদেশের ইলিশ নিতে কাতর হয়ে থাকে ভারত’ তা নিয়েও প্রশ্ন তুলেন রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই পদযাত্রা একটি অন্যায়, বিচারমূলক, প্রপাগান্ডার বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তির। যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বুকের মধ্যে যে আগুন জ্বলছে এই আগুন দ্রোহের, এই আগুন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে। তিন সংগঠনের এই প্রতিবাদ হবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল প্রতিবাদ। কারণ পার্শ্ববর্তী দেশ প্রতি মুহুর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা চালাবে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায় গেছে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলব, তোমরা চট্টগ্রাম দাবি করবে কি কারণে? এই সমস্ত ফাপা, ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। তোমরা যদি এটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব সিরাজ উদ্দৌলার বাংলা-বিহার-উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে।
রিজভী বলেন, ভারত নানা অপ্রচার অপতথ্য দিয়ে ভাসিয়ে দেয়ার চেষ্টা করছেন। কিন্তু লাভ কি তাতে? কলকাতার নিউ মার্কেট বন্ধ, ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, হাসপাতালে রোগী নেই, ক্লিনিকগুলো বন্ধ। এতে আপনাদের আনন্দ হতে পারে। আমাদের এখানে কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই। ভারতে যায় মানুষ চিকিৎসা করার জন্য, টুকটাক কেনাকাটার জন্য।
বিএনপির এই নেতা বলেন, আমরা একেবারে অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে আইনসম্মত সশ্বস্ত্র বাহিনীর যে শক্তিও কম নয়, ১৮ কোটি মানুষের শক্তি। আমরা প্রত্যেকটি দিক থেকে দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও ছাত্রদলের সাধারণ নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা