স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে নয়
০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি জানিয়েছেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। এ ছাড়া স্থানীয় সরকারের সব নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ দেয়ারও দাবি করা হয়েছে। একইসঙ্গে ডিসি, ইউএনওদের পরিবর্তে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি করা হয়েছে। গতকাল রোববার জাতীয় সংসদে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে তারা এসব দাবি জানান। বৈঠকে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকারের ২০ জন প্রতিনিধি ছিলেন। বৈঠক শেষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকার প্রতিনিধিরা সবাই বলেছেন, নির্দলীয় নির্বাচন হওয়া উচিত। যে পদ্ধতিতে আছে, সেই পদ্ধতিতেই যেন হয়, সংসদীয় পদ্ধতিতে যেন না হয়। তারা নারী প্রতিনিধিত্ব অর্থবহ করতে ঘূর্ণমান পদ্ধতির কথা বলেছেন। প্রেসিডেন্ট নির্বাচন অর্থবহ করতে সব স্থানীয় সরকার প্রতিনিধি এবং সংসদ সদস্যদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচন যেন হয় সেটি বলেছেন। অনেকেই স্থানীয় সরকার ভোট বর্তমান অন্তর্বর্তী সরকারে অধীনেই সংসদ নির্বাচনের আগে বা পরে করার জন্য বলেছেন। একই সঙ্গে তারা সব সময় সব নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার জন্য বলেছেন। এ জন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বাড়ানোর কথা বলেছেন। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকদের পরিবর্তে ইসি কর্মকর্তাদের চান তাঁরা। ড. বদিউল আলম বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর পদচ্যুত করায় মনঃক্ষুণ্ন সবাই প্রায় অসন্তুষ্ট। কিন্তু সবাই চান সত্যিকারের স্থানীয় সরকার যেন প্রতিষ্ঠিত হয়। কর্তৃত্ববাদী সরকার হয়েছিল, সেখানে স্থানীয় সরকার শক্তিশালী হলে কিছুটা নিয়ন্ত্রণ হতো। একই সঙ্গে তাঁরা স্থানীয় সরকার সংসদ সদস্য এবং কর্মকর্তাদের নিয়ন্ত্রণ মুক্ত যেন হয় সেটা চেয়েছেন। এ ছাড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদ বিলুপ্ত করে নারীদের অন্যভাবে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন প্রতিনিধিরা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপক দাবি উঠেছে। জনপ্রতিনিধিদের অনেকেই প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনে এসে সম্মানিত বোধ করেছেন। তারা বলেছেন, এই সুন্দর ভবনে যেন কখনোই আর অসুন্দর ব্যক্তিরা প্রবেশ করতে না পারেন। নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের কাজ শেষ করা হবে।
ড. মজুমদার বলেন, আমরা সময়মতো কাজ শেষ করতে চাই। আমরা ৩১ ডিসেম্বরের মধ্যেই সততা, নিষ্ঠার সঙ্গে শেষ করতে চাই। শেষ পর্যন্ত আমরা প্রস্তাব নেব।
বৈঠক শেষে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন (বুলবুল) সাংবাদিকদের বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। কমিশন যেন কঠোর হয়। আমরা মতামত দিয়েছি, মানুষ যেন অল্প সময়ের মধ্যে ভোট দিতে পারে। রিটার্নিং কর্মকর্তা ইসি কর্মকর্তা যেন হয়। আমরা ডিসি বা ইউএনওকে চাই না। নির্বাচনের সময় বিচার বিভাগ ছাড়া সব ইসির নিয়ন্ত্রণে চাই। আমরা তাড়াতাড়ি নির্বাচনের কথা বলেছি। বৈঠকে জনপ্রতিনিধি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত এসেছে, নির্বাচন যাতে স্বচ্ছ নিরপেক্ষ হয়, দিনের ভোট যেন রাতে না হয়, আগের সরকারের আমলের কেউ যেন পুনর্বহাল হতে না পারে, সংরক্ষিত নারী আসনে ঘূর্ণমান পদ্ধতিতে ভোট, মেয়রের ক্ষমতা কমানোর জন্য প্যানেল থেকে একজন পুরুষ ও একজন নারীকে স্বাক্ষরের ক্ষমতা দেওয়া, উপজেলা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতায়িত করা, ভোটের সময় আঙুলের ছাপ নেওয়া, যাতে একজনের ভোট আরেকজন দিতে না পারে, স্থানীয় সরকারের জন্য সমন্বিত আইন করা, কোনো ভোটার তাঁর নির্বাচনী এলাকার বাইরে অবস্থান করলে, এমনকি প্রবাসে থাকলেও ই-ভোটিং-এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাখা, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেসব সুপারিশ করবে সেগুলো যাতে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো বহাল রাখে।
গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, জনপ্রতিনিধি যেন ন্যূনতম ডিগ্রি পাস হয়। স্থানীয় নির্বাচনে যেন দলীয় মার্কা না থাকে। সাবেক এক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস বলেন, আগের সরকারের আমলের কেউ যেন পুনর্বহাল হতে না পারে। সঠিক সময়ে, সঠিক উপায়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে দলীয়ভাবে স্থানীয় নির্বাচন না করা হয়, সে প্রস্তাব আমরা করেছি। অন্য এক সাবেক জনপ্রতিনিধি বলেন, দ্রুত সব নির্বাচন চাই। দিনের ভোট রাতে চাই না। নির্বাচন যাতে স্বচ্ছ-নিরপেক্ষ হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা