চার মাসেও আঁচড় পড়েনি হাসিনার দুর্নীতিতে
০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
ভারত পালিয়ে যাওয়া শেখ হাসিনার পর্বতপ্রমাণ দুর্নীতিতে একটি আঁচড়ও পড়েনি অন্তর্বর্তীকালীন সরকারের চার মাসে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার শপথ নেয়ার পর হাসিনার অনুগত কমিশন চাকরি করে গেছেন আড়াই মাস। ওই সময়টিতেও হাসিনা কিংবা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শুরু হয়নি কোনো অনুসন্ধান। না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এক মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে-কমিশন শূন্য। যখন দুর্নীতিবিরোধী অভিযান তুঙ্গে থাকার কথা-সেই সময়টিতে রহস্যজনকভাবে অকার্যকর করে রাখা হয়েছে সংস্থাটিতে। এমন বাস্তবতার মধ্য দিয়ে আজ (৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন উদযাপন করছে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ ইউনাইটেড নেশন্স কনভেনশন এগেনেস্ট করাপশন (আনকাক)র আলোকে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবছর দিবসটি উদযাপন করে। ‘রুটিন ওয়ার্ক’ হিসেবে এবারও দুদক দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছে। দিবসটিকে কেন্দ্র করে আজ (৯ ডিসেম্বর, সোমবার) নানা কর্মসূচি পালন করবে সংস্থাটি। সকাল ৮টায় সেগুনবাগিচাস্থ দুদক কার্যালয়ের সামনে মানব বন্ধন, প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। সকাল ১০টায় রাজধানীর কাকরাইস্থ ‘ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবি’র মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয়েছে আলোচনা সভার। এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, বিশেষ অতিথি থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সভায় সভাপতিত্ব করবেন কমিশন সচিব খোরশেদা ইয়াসমীন।
এদিকে ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ উপলক্ষে মানব বন্ধন কর্মসূচি পালন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। দিবসটিকে সামনে রেখে গতকাল রোববার জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হয় এ মানব বন্ধন। কর্মসূচিতে অংশ নিয়ে সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন না আসবে, ততোদিন দুদক বা অন্য দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানের কার্যক্রম কাজে আসবে না।
বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম উদ্দেশ্য দুর্নীতি বিরোধী চেতনাকে ধারণ করতে রাজনৈতিক ব্যক্তিত্ব ও আমলাতন্ত্রের প্রতি আহ্বান জানান তিনি। ড. ইফতেখারুজ্জামান বলেন, দলীয়করণ, আমলাতন্ত্র, অভ্যন্তরীণ দুর্নীতি, অনিয়ম, অনাচারের কারণে দুদক দুর্বল প্রতিষ্ঠানে পরিণত সাঁড়াশি বা শুদ্ধি অভিযানের মাধ্যমে দুদককে ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকার নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক সমঝোতা নিয়ে কাজ করে যাচ্ছে। সংস্কার কার্যক্রমের মধ্যে অন্যতম দুর্নীতি বিরোধী কার্যক্রম ও দুদক সংস্কার। প্রশাসন সংস্কার কাজও চলছে। এবার বিশেষ পরিপ্রেক্ষিতে দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে। সেটি হচ্ছে অনেক রক্তের বিনিময়ে অর্জিত নতুন সম্ভাবনার বাংলাদেশ। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের রাজনৈতিক কোনো উচ্চাকাক্সক্ষা নেই। দুদকের পাশাপাশি রাষ্ট্র কাঠামো এমনভাবে সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে, তাদের কাছে যেনো একটি অবকাঠামো তৈরি হয়, দুর্নীতি বিরোধী অবস্থান অব্যাহত রাখার জন্য।
টিআইবির উপ-সমন্বয়ক জাফর সাদিক বলেন, বাংলাদেশ থেকে বছরে গড়ে ১০-১২ বিলিয়ন ডলার পাচার হয়। বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে বিভিন্ন প্রকল্প থেকে অর্থ লুটপাটের জন্য প্রকল্প পাসের আগে কৃত্রিমভাবে খরচ বৃদ্ধি, বাড়তি অর্থ নানাভাবে সরিয়ে নেয়া, কেনাকাটার ক্ষেত্রে প্রতিযোগিতাহীন দরপত্র ও পছন্দের লোককে কাজ দেয়ার ঘটনা অহরহ ঘটেছে।
এমনকি বিভিন্ন প্রকল্পে নিয়োগের ক্ষেত্রেও ব্যাপকভাবে স্বজনপ্রীতি, বিশেষ করে প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা বেশি প্রাধান্য দেয়া, ঠিকাদার নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দিয়ে অতিমূল্যায়িত চুক্তি, ঘুষ গ্রহণ একটি নিয়মিত চর্চায় পরিণত হয়েছিলো পতিত সরকারের শাসনামলে। মূলত সে সময়ের দুর্নীতির মহোৎসবের পাশাপাশি বিচারহীনতাকে স্বাভাবিকতায় পরিণত করা হয়েছিলো।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা