সমন্বয়হীনতায় নাগরিক ভোগান্তি চরমে
০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
রাজধানী ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলছে। এরই মধ্যে এই রুটে বিআরটিসি বাস চালু করা হয়েছে। উদ্বোধন করা হবে ১৬ ডিসেম্বর বলে জানানো হয়েছে। দেশে প্রথমবারের মতো বিমানবন্দর-কমলাপুর রুটে ভূগর্ভস্থ মেট্রোরেলের নির্মাণ কাজ চলছে। ২০২৮ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যে ইতোমধ্যে ইউটিলিটি পরিষেবাগুলো স্থানান্তর করা হচ্ছে। সরকার যানজট নিরসনে ২০৩০ সালের মধ্যে ঢাকা ও এর আশপাশের এলাকায় ১৪০ কিলোমিটার মেট্রোরেল নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে মেগা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। বিমানবন্দর এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজও চলছে এই এলাকাতেই। এছাড়াও এই এলাকাকে ঢাকার প্রকল্প এলাকা বলা হচ্ছে।
অপরদিকে এই এলাকায় রয়েছে নামীদামি বেশকিছু উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ, হাসপাতাল, মাদরাসা। বিমানবন্দর সড়কটি ব্যবহার করে দেশের উত্তরবঙ্গের সব জেলার মানুষ। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বেশিরভাগ যানবাহনই এই সড়ক ব্যবহার করে। এছাড়াও প্রতিদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে যাতায়াত করে হাজার হাজার মানুষ। তাদের সঙ্গে আসা আত্মীয়স্বজনরা আসেন। এসব বিভিন্ন বিষয় নিয়ে বিবেচনা করলে দেখা যায় ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগের হাব হচ্ছে বিমানবন্দর এলাকা। আর এই এলাকায় প্রায় প্রতিদিনই লেগে থাকে তীব্র যানজট। এতে মানুষের রাস্তায়ই বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এই এলাকায় এখন উন্নয়ন কাজের সমন্বয়হীনতার কারণে এই যানজট স্থায়ীভাবে রুপ নিচ্ছে এমনটাই জনালেন সংশ্লিষ্টরা। ধীর গতিতে কাজের কারণে দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কে প্রতিদিন মহাযানজট লেগেই যাচ্ছে। গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর জেলাসহ আশপাশের জেলা থেকে যারা এ রোডে ঢাকায় যাতায়াত করেন প্রতিদিন তাদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে। দায়িত্বশীলদের এই উদাসীনতায় প্রতিদিন লাখ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
কাওলা এলাকায় এমআরটি প্রকল্পের কাজ শুরু হওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এমআরটি প্রকল্পের কাজ শুরু হওয়ায় গত কয়েকদিন যাবৎ সকাল থেকে সন্ধ্যা ও রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। যানজটের কবলে পরে সরকারি-বেসরকারি চাকরিজীবী ও বিভিন্ন অফিসগামী লোকজন চরম ভোগান্তিতে রয়েছে। গাড়ি থেকে নেমে যাত্রীরা হেঁটে হেঁটে কর্মস্থল ও যার যার গন্তব্যে রওয়ানা দিয়েছে। এ সময় সব চেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বয়স্ক ও অসুস্থ লোকজন।
কয়েকজন প্রাইভেট কার চালকের সাথে কথা বলে জানা যায়, আব্দুল্লাহপুর থেকে এয়ারপোর্ট আসতে ১ ঘণ্টা সময় লেগেছে। এভাবে প্রতিদিন সড়কে যানজট চলতে থাকলে মানুষ পাগল হয়ে যাবে। গণপরিবহন বাস চালক কামাল হোসেন বলেন, ৪০ মিনিট জ্যামে আটকা পড়ে থাকায় বিএনএস সেন্টার থেকে গাড়ি থেকে যাত্রী নামা শুরু করেছে। এয়ারপোর্ট আসতে আসতে গাড়ি খালি। সড়কে নিত্যদিনের যানজট আমাদের আয় কমে লোকসান গুনতে হচ্ছে।
যাত্রীরা বলেন, বিমানবন্দর মহাসড়কে হুটহাট করে একটার পর একটা কাজ শুরু করার যানজট লেগেই থাকে। যানবাহন চলাচলের বিকল্প ব্যাবস্থা না করেই রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর মহাসড়ক কাওলা এলাকায় এমআরটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। পরিকল্পনা ছাড়াই যখন তখন সড়কে এমআরটি প্রকল্পের কাজ শুরু করায় উত্তরা বিমানবন্দর মহাসড়কে যানজটে জনজীবন অস্থির হয়ে উঠেছে। এ অবস্থা থেকে এখানকার মানুষ মুক্তি চায়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে এবং পরিবেশবান্ধব যাত্রীসেবা উন্নত করতে যথাসময়ে এমআরটি লাইন-১ চালু করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের মধ্যে এমআরটি লাইন-১-এর দুটি অংশ থাকবে। বিমানবন্দর এবং পূর্বাচল রুট। প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর মেট্রোরেল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় প্রতি ঘন্টায় ৭০ হাজার লোক যাতায়াত করতে পারবে।
টঙ্গীর এলাকার বাসিন্দা মনসুর আহমেদ ইনকিলাবকে বলেন, কয়েকটি প্রকল্পের কাজের কারণে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত পুরো সড়কেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এই যানজট শুধু যে অফিস খোলার দিন তা নয়। সপ্তাহের সাতদিনই এই সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। জরুরি কাজে কোথাও বের হলে ঠিক সময়ে ফিরতে পারি না। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকা যাত্রীরা পোহাচ্ছেন অসহনীয় দুর্ভোগ।
মাইক্রোবাসের চালক আনোয়ার ইনকিলাবকে বলেন, এই রাস্তায় সবদিনই যানজট লেগে থাকে। একবার যানজট লাগলে আর শেষ হয় না। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয়। মাঝে মাঝে রাস্তা খারাপের কারণে গাড়ি নষ্ট হয়ে যায়। এতে সময় ও অর্থ দুইই নষ্ট হয়।
আজমপুর ট্রাফিক বক্সের টিআই মোহাম্মদ মাসুম বলেন, বিমানবন্দর রেলস্টেশন পাড়হয়ে কাওলা এলাকায় গত কয়েক দিন আগে এম আর টি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে,এর ফলে রাস্তার এক অংশ বন্ধ রয়েছে। এ ছাড়াও সপ্তাহের প্রথম অফিস হওয়ায় ঢাকার বাইরের লোক জন ছুটি শেষে অফিসে যোগ দিতে ঢাকামুখী হচ্ছে। তিনি আরো বলেন প্রচন্ড গাড়ির চাপে যানচলাচলে ধীর গতি চলে আসছে। গাড়ির গতি সচল রাখতে বিমানবন্দর মহাসড়কে ট্রাফিক পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। আমাদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে কোন অবহেলা নেই। ট্রাফিক পুলিশের তৎপরতায় আশা করছি ধীরে ধীরে যানজট কমে আসবে।
উত্তরা জসিম উদ্দিন ট্রাফিক বক্সের টিআই ইউনুস ইনকিলাবকে বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল এলাকায় এমআরটি প্রকল্পের কাজ শুরু হওয়ায় রাস্তার একাংশ বন্ধ রয়েছে। এর ফলে কুড়িল বিশ্ব রোড থেকে টঙ্গী আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, বিআরটি প্রকল্পে অনেক টাকা-পয়সা খরচ হয়েছে। অনেক সময় নষ্ট হয়েছে। বহুদিন ধরে মানুষ এর প্রতীক্ষায় আছে। এর একটা অবসান হওয়া উচিত। সড়কটি চালু হলেও বেশ কিছু সমস্যা থেকে যাবে। এ মুহূর্তে সড়কের প্রতিটি স্টেশনে ফুটওভার ব্রিজ রয়েছে, যা মানুষ পারাপারের জন্য পর্যাপ্ত নয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা