ফেনী মুহুরী নদী থেকে ৩৫টি ড্রেজার জব্দ
১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। গতকাল সোমবার পরশুরাম পৌরসভার ১নং ওয়ার্ড বিলোনিয়া সংলগ্ন বাউরখুমা ও কাউতলী মৌজায় অবস্থিত মুহুরী নদীর প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বিজিবি-পুলিশসহ যৌথবাহিনীর সহযোগিতা নিয়ে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় সেখানে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, বিগত আ.লীগ সরকারের আমল থেকে মূহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী থেকে অবৈধভাবে বালু লুটপাটের উৎসব চলে আসছে। সেখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতা মীরু আহমেদ চৌধুরীর নামে মূহুরী নদীর বাউরখুমা ও কাউতলীর মৌজার একটি অংশ শাপলা ট্রেডার্সের নামে ইজারা ছিল। কিন্তু গত দুই দশকে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল শতাধিক ড্রেজার মেশিন বসিয়ে মূহুরী নদী থেকে শত কোটি টাকার বালু লুট করেছেন। সাজেল পরশুরাম উপজেলার কুখ্যাত মাদক সম্রাট ছিলেন। সাজেল ফেনী-১ আসনের সাবেক সাংসদ আলাউদ্দিন আহাম্মেদ চৌধুরী নাসিমের চাচাতো ভাই। এসব বালু মহলের টাকা নাসিমসহ উপরমহলের এমপি মন্ত্রীদের পকেটে যেতো। সাজেল-নাসিম দুজনে হত্যা মামলার আসামি। বর্তমানে তারা দুজনে পলাতক রয়েছেন। গেল ৫ আগস্টের পট পরিবর্তনের পর মীর আহমেদ চৌধুরী গা ঢাকা দেন। অভিযোগ করেন এসময় তার উত্তোলনকৃত কয়েক কোটি টাকার বালু স্থানীয় বিএনপি নেতাকর্মীরা লুট করে নিয়ে যায়।
এদিকে সরকার পতনের পর ২৩ অক্টোবরের পর থেকে থেকে মীর আহমেদ চৌধুরীর প্রতিনিধি হিসেবে বালু তোলার দায়িত্ব নেন স্থানীয় ইমাম হোসেন সজীব নামের একব্যক্তি। অভিযোগ রয়েছে, তার সাথে স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা বালু তোলার সাথে জড়িত রয়েছেন। তার দাবি, আগামী ২০২৫ সালের ২৫ এপ্রিল পর্যন্ত ইজারাকৃত বাউরখুমা অংশ থেকে বালু তোলার অনুমতি রয়েছে।
গত ৪ নভেম্বর ফেনী জেলা প্রশাসক স্বাক্ষরিত একটি চিঠিতে জেলায় ইজারা চুক্তিভিত্তিক ৩টি বালু মহালের কার্যক্রম স্থগিত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে পরশুরাম উপজেলার মুহুরী নদীর বালু মহালের ১ম অংশ (বাউরখুমা) রয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরশুরাম থানার ওসি মো.আবদুল হাকিমসহ স্থানীয়রা।
ফেনীস্থ-৪ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনী জেলার যে কোনো নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এসব অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী