রাজশাহী-পঞ্চগড়-কুড়িগ্রাম-ঠাকুরগাও-নীলফামারী

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত

Daily Inqilab কৃষক ও দিনমজুরদের দুর্ভোগ বাড়ছে রোগ-বালাই

১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম

রেজাউল করিম রাজু/ মো. সম্্রাট হোসাইন/ শফিকুল ইসলাম বেবু/ মাসুদ রানা পলক/নজির হোসেন নজু/ গোলাম মোস্তাফিজার রহমান মিলন
রাজশাহীতে কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে পদ্মা পাড়ের রাজশাহী। রাতের আড়মোড়া ভেঙে সবাই যখন চোখ মেলেছে ভোরের আলো তখনও ফোটেনি। গতকাল সোমবার ভোর সাড়ে ৬টার পর রাজশাহীতে সূর্যোদয় হয়েছে। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। কুয়াশার চাদরে মুড়ি দিয়ে আছে পুরো রাজশাহী। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে। আর এ কারণেই বেড়েছে শীতের দাপট। নিম্নআয়ের মানুষ রয়েছে চরম দুর্ভোগে। ক্ষতি হচ্ছে ফসলের। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগবালাই। ঘনকুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমেছে। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে তাপমাত্রার পারদ দিন দিন কমে আসছে। শীতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্নআয়ের মানুষের। স্থানীয়রা জানান, জেলায় প্রতিদিন শীতের তীব্রতা বেশি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে গরীব অসহায় মানুষের। তাদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া জরুরি দাবি তাদের। বোদা এলাকার গোলাম মোস্তফা জানান, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো জেলা। যদিও কুয়াশা ভেদ করে সকালের পরপরই সূর্য উঁকি দিয়েছে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ভীমপুকুর এলাকার দিল আফরোজা জানান, দিনদিন শীত বেশি হচ্ছে। আরো বেশি হবে দাবি তার। গরীব অসহায় মানুষের জন্য গরম কাপড়ের প্রয়োজন। সরজমিনে দেখা যায়, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে পঞ্চগড়ের চারপাশ। এ সময়ে উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় শীত অনুভূত হচ্ছে। সামনে তাপমাত্রা আরো কমে আসবে।

এছাড়া ঠাকুরগাঁওয়ে দিন দিন শীতের প্রকোপ বাড়ছে। কয়েক দিন ধরে হিমেল হাওয়া ও কুয়াশায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গতকাল সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে ধেয়ে আসা ঠাণ্ডা হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রা আরো কমতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। বিশেষ করে ভোরে ও রাতে শীতের কারণে মানুষজনকে শীতের কাপড় পরে ঘর থেকে বের হতে হচ্ছে। এদিকে জেলার রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল কমে গেছে। বিশেষ করে কৃষক ও দিনমজুরদের দুর্ভোগ বেড়েছে। রাণীশংকৈল উপজেলার ধানচাষি মো. নাজমুল হোসেন বলেন, ধান কাটার মৌসুম চলছে। কিন্তু ভোর বেলা শীতের কারণে মাঠে নামা যাচ্ছে না। সকালে কাজ শুরু করতে দেরি হচ্ছে। ফলে সময়মতো কাজ শেষ করা কঠিন হয়ে পড়ছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. শাহীন ইনকিলাবকে জানান, শীতের শুরুতেই হাসপাতালে সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে গেছে। প্রায় প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালে প্রয়োজনীয় শয্যা ও ওষুধের সঙ্কট দেখা দিচ্ছে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সিরাজুল ইসলাম ইনকিলাবকে জানান, কৃষকদের শীত সহনশীল পদ্ধতিতে ফসল উৎপাদনের পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে শস্য খেতে পানি সংরক্ষণ ও সেচের ব্যবস্থা করতে বলা হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামে ঘনকুয়াশায় জবুথবু হয়ে পড়েছে এ অঞ্চলের জনপদ। গতকাল সোমবার সকাল ৭ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হতে হচ্ছে। এসময় মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। ঘনকুয়াশার কারণে যানবাহনগুলো হেড-লাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে। আবহাওয়া পরিবর্তনের হাসপাতালগুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। কুড়িগ্রাম সদরের যাত্রপুর ইউনিয়নের ভগবতীপুর চরের বাসিন্দা কৃষক মতিয়ার রহমান জানান, শীতের প্রকোপ বেশি হওয়ায় আমরা চরবাসী মহাবিপদে আছি। কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার ইনকিলাবকে জানান, চলতি মাসের ১৫ তারিখের পর কমপক্ষে ২টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। সেইসঙ্গে তীব্র শীত অনুভূত হচ্ছে। সৈয়দপুরে বিমান চলাচলে বিঘ্নসহ জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। শীতের কারণে শ্রমিক ও দিন-মজুররা ঠিক মতো কাজ করতে না পারায় তাদের পরিবারে নেমে আসছে স্থবিরতা। স্থানীয় বিমানবন্দরের আবহাওয়া অফিস জানায়, গতকাল সোমবার সকাল ৬টার দিকে তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু করে দুপুর ১২টার পর। ফলে বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এদিকে ঘন-কুয়াশার কারণে সৈয়দপুর শহরসহ মহাসড়কে যানবাহনগুলো চলাচল করছিল হেডলাইট জ্বালিয়ে। সন্ধ্যার পর থেকে সৈয়দপুরে ঘন-কুয়াশা পড়তে থাকে সেইসাথে শির-শির ঠাণ্ডা বাতাসও অনুভূত হতে থাকে। যার ফলে শহর-গ্রাম-বন্দর-গ্রাম এলাকাগুলো ঘন-কুয়াশা আর তীব্র শীতে ছেয়ে যায়। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম সালাউদ্দিন জাকারিয়া জানান, গতকাল কোনো ফ্লাইট বাতিল করা হয়নি আবহাওয়ার উন্নতি হওয়ায় দুপুরের পর বিমান চলাচল স্বাভাবিক হয়। এদিকে তীব্র শীতের কারণে অভাবী ও ছিন্নমূল মানুষরা কষ্ট পাচ্ছেন। সরকারি ও বেসরকারিভাবে এখনো কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি।

দিনাজপুরের সীমান্ত ঘেঁষা হিলিতে বেড়েছে শীতের তীব্রতা। প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন সূর্য না উঠা পর্যন্ত থাকছে শীতের প্রকোপ। সেই সাথে পড়েছে ঘন কুয়াশা। কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শীত উপেক্ষা করেই যানবাহনে চলাচল করছেন যাত্রীরা। জীবিকার তাগিতে কাজ করছেন শ্রমিকেরা। আকাশ মেঘাছন্ন হয়ে আছে। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গেলো এক সপ্তাহ ধরে দিনাজপুর জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠা-নামা করছে। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলতুত মিশ আকন্দ জানান, হাসপাতালে বাড়ছে বিভিন্ন শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিদিন বর্হিবিভাগ হতে ১৫০ থেকে ১৬০ জন রোগী সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট জনিত রোগের চিকিৎসা নিচ্ছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন

শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন

শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’

শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড

মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে

অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা

অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা

ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'

ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির

আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন

আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন

বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী

বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী

মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক

মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক

লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর