দেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বাড়বে শীতের দাপট
২২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
দেশের অনেক স্থানে বিক্ষিপ্ত হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ‘শীত নামানো বৃষ্টি’র পর ভরা শীতকালের পৌষ মাসে ক্রমেই বেড়ে যাবে শীতের দাপট। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে সাগর থেকে দেশের অনেক জায়গায় এসে ছড়িয়ে পড়েছে মেঘমালা। এরফলে হচ্ছে অকাল বর্ষণ। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খুলনার কয়রায় ৬ মি.মি.। এছাড়া রাজধানী ঢাকাসহ মাদারীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, খেপুপাড়াসহ দেশের অনেক জায়গায় বিক্ষিপ্ত হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। এর আগে গতকাল সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কয়রায় ৭ মি.মি.। এ সময়ে মোংলা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পটুয়াখালীতেও বিক্ষিপ্ত হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের অনেক জায়গায় মেঘ-বৃষ্টির ঘনঘটা রয়েছে। আবার অনেক জায়গা রাতে ও ভোরে কুয়াশাচ্ছন্ন এবং উত্তর দিক থেকে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে। বিরাজ করছে মিশ্র আবহাওয়া।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্ব-উত্তর জনপদের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ১০ দশমিক ৩ ডিগ্রি সে.। গত ৭২ ঘণ্টায় দেশের কোথাও তাপমাত্রা শৈত্যপ্রবাহের পর্যায়ে ছিল না। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে নামলে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হয়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ২৯ ডিগ্রি সে.। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২২.৭ এবং সর্বনিম্ন ১৮.২ ডিগ্রি সে.। রাতের সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি গতকালও দেশের অধিকাংশ স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি।
আবহাওয়া বিভাগের বিশেষ বুলেটিনে জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর আগে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১২৬৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১২২০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে ১১৪০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটি আরো উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি.র মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৪০ কি.মি., যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে