গোপন তথ্য ফাঁস করছেন পুলিশ কর্মকর্তারাই
২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
আন্তবর্তীকালীন সরকারের সাড়ে চার মাস হলেও আওয়ামীপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে। পুলিশ সদর দফতরসহ পুলিশের আটটি ইউনিটে কর্মরত থেকে কৌশলে সরকারের গোপন তথ্য পলাতক কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের কাছে ফাঁসও করছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের তথ্য ফাঁসের কারণেই জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ভাটা পড়েছে। শুধু তাই নয়, পলাতক আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা নানাভাবে দেশের বাইরে পালিয়ে গেছেন তাদেরও সহযোগিতা করার অভিযোগও রয়েছে আওয়ামীপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। সংশ্লিস্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের দুই শতাধিক শীর্ষ কর্মকর্তা আত্মগোপনে থাকলেও তাদের আস্থাভাজনরা (সিন্ডিকেট) আছেন প্রশাসনে। তারা পুলিশের বিভিন্ন ইউনিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সেখান থেকে কৌশলে বাহিনীর গোপন তথ্য পলাতক কর্তাদের কাছে ফাঁসও করছেন বলে অভিযোগ উঠেছে। আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পরও তাদের আস্থাভাজনরা আছেন বহাল তবিয়তে। জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের ঘটনায় সম্পৃক্ত থাকায় মামলা হয়েছে, তাদের প্রায় সবাই রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তাদের আদৌ আইনের আওতায় আনা যাবে কি-না, তাও নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। তাদের মধ্যে অনেকেই ভোল পাল্টে আওয়ামী লীগবিরোধী হওয়ার চেষ্টা করছেন। এই চেষ্টা করে কেউ সফল হয়েছেন। আবার কেউ ব্যর্থ হচ্ছেন। এমনকি অর্থ খরচ করে ভালো স্থানে পোস্টিং নিয়েছেন। অথচ এখন তারা বিশাল আওয়ামী লীগবিরোধী হয়ে আছেন।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কোটা সংস্কার নিয়ে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী দমন-পীড়ন চালায়। গুলিতে শিক্ষার্থী ও নিরীহ লোকজন, পুলিশ, আনসারসহ দুই হাজারের মতো প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এই প্রথম। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে চলে যান ভারতে। আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের বড় বড় নেতা চলে যান আত্মগোপনে। তাদের মতোই ছাত্র-জনতার হত্যার সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত থাকেন আত্মগোপনে। পুলিশের খাতায় ১৮৭ জন পুলিশ সদস্য কর্মস্থলে আছেন অনুপস্থিত। তাছাড়া প্রায় ২৫ জনের মতো হয়েছেন গ্রেফতার। তাদের রিমান্ডে নিয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের বেপরোয়া বলপ্রয়োগ পুরো পুলিশ বাহিনীকে দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে আন্তর্বর্তীকালীন সরকার তদন্ত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে পুলিশে চেইন অব কমান্ড ফিরিয়ে আনার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে।
সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামীপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তারা পুলিশ সদর দফতরসহ পুলিশের আটটি ইউনিটে কর্মরত থেকে কৌশলে সরকারের গোপন তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে ফাঁসও করছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের তথ্য ফাঁসের কারণেই জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ভাটা পড়েছে। শুধু তাই নয়, পলাতক আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা নানাভাবে দেশের বাইরে পালিয়ে গেছেন তাদেরও সহযোগিতা করার অভিযোগ রয়েছে আওয়ামীপন্থী সিন্ডিকেট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন তথ্য ফাঁসকারী সিন্ডিকেটে। পুলিশ সদর দফতর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ না করায় ওই সব কর্মকর্তা শেকড় গেঁড়ে বসেছেন।
পুলিশ সদর দফতরের পরেই আওয়ামীপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তাদের শক্ত অবস্থান রয়েছে এসবি (স্পেশাল ব্র্যাঞ্চ)। পুলিশের একমাত্র গোয়েন্দা সংস্থা এসবিতে ইমিগ্রেশনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় রয়েছেন আওয়ামীপন্থী সিন্ডিকেট পুলিশ কর্মকর্তারা। তারা দেশের ইমিগ্রেশনসহ সীমান্ত এলাকা দিয়ে ছাত্র-জনতার হত্যার সাথে জড়িত অনেককেই পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে।
গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডিএমপির যুগ্ম কমিশনারসহ বেশ কয়েকজন ডিসি ও এডিসি রয়েছেন যারা আওয়ামীপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তারা। পলাতক পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সময় এদের ডিএমপিতে পদায়ন করা হলেও বর্তমান সরকারের সাড়ে চার মাস গেলেও এদের সরানো হয়নি। ফলে এরা ডিএমপি বর্তমান প্রশাসনের আস্থাভাজন হয়ে তথ্য ফাঁস করছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশর একটি গুরুত্বপূর্ণ ইউনিট সারদা পুলিশ একাডেমি। যেখানে বিসিএস পুলিশ কর্মকর্তাসহ নতুন নিয়োগপ্রাপ্ত এসআইদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেয়া হয়। ওই গুরুত্বপূর্ণ ইউনিটে অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন যারা সাবেক আইজিপি বেনজীর ও মনিরুল-হাবিব সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিল। যা ওপেন সিক্রেট। তারাও বহাল তবিয়তে রয়েছে। এছাড়া নৌপুলিশ, সিআইডি, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এটিইউ ও পিবিআইয়ের মতো পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে বহাল থেকে নানা কায়দায় তথ্য ফাঁস করছেন বেনজীর ও মনিরুল-হাবিব সিন্ডিকেটের অন্যতম সদস্যরা।
সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা ইনকিলাবকে বলেন, সিআইডিতে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা রয়েছে। এছাড়া বিদেশে টাকা ও মানব পাচার, সোনা ও মাদক চোরাচালানসহ অতিগুরুত্বপূর্ণ মামলার তদন্ত করা হয়। মোবাইল মনিটরিং ও সাইবার ক্রাইম ইউনিট রয়েছে সিআইডিতে। একই সাথে ব্যাংকের জালিয়াতিসহ আন্তজাতিক জালিয়াতি নিয়েও কাজ করে সংস্থাটি। এমন একটি গুরুত্বপূর্ণ সংস্থায় পতিত সরকারের সময় খুন-গুমের সাথে জড়িত কর্মকর্তারাও বহাল তবিয়তে থেকে দায়িত্ব পালন করছেন। যা ওপেন সিক্রেট হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেখবর।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬
আওয়ামীলীগ লাশের ওপর নৃত্য করে ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছিল : ড. রেজাউল করিম
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নীলফামারী ছাড়লেন আসিফ মাহমুদ
ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
কচুয়ার একাধিক মামলার আসামি বাবু দুমকীতে গ্রেফতার
পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম: হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ধামরাইয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা স্বামী আটক
দৌলতদিয়ায় বয়স্ক যৌনকর্মীদের শীতবস্ত্র ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ
যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত: বদিউল আলম
নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুসা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত
কুষ্টিয়ায় দরজা ভেঙে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাজীগঞ্জে ৩৫ একর কৃষি জমিতে পানিবদ্ধতা
টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফায়ারফাইটার নিহতের ঘটনায় যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বোয়ালমারীতে পর্ণোগ্রাফির চক্রের ২ সদস্য আটক, প্রায় বারো লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে