সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ এএম | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ এএম
দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে সংঘটিত আগুনকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ করছেন রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সচিবালয় গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে কেপিআইভুক্ত (কি পয়েন্ট ইনস্টলেশন) এলাকা। সেই স্থাপনায় মধ্যরাতে আগুন নিয়ে উদ্বিগ্ন সরকারের উচ্চপর্যায় থেকে শুরু করে গোটা দেশের মানুষ। তারা বলছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন স্থানে আরো অনেক ঘটনার ধারাবাহিকতায় সচিবালয়ের এই অগ্নিকা-। ভয়াবহ এই অগ্নিকা-ে ভস্মীভূত হয়েছে গুরুত্বপূর্ণ পাঁচ মন্ত্রণালয়ের নথিপত্র। আগুন লাগার ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন, এটি পরিকল্পিত নাশকতা।
অন্যদিকে অগ্নিকা-ের ঘটনা তদন্তে মাঠে নেমেছে তদন্ত কমিটিসহ একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। প্রাথমিক অবস্থায় শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছেন তদন্ত কমিটির সদস্য ও গোয়েন্দা কর্মকর্তারা। তবে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় গান পাউডার ব্যবহার হয়েছে কি-না তা খতিয়ে দেখতেই গঠিত তদন্ত কমিটিতে বিস্ফোরক বিশেষজ্ঞ রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার ঘিরে রাখা সাত নম্বর ভবনে অনুসন্ধান কাজ শুরু করেন তদন্ত কমিটির পাশপাশি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার সকালে গোয়েন্দা সংস্থার সদস্যদের সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের আট সদস্যের তদন্ত কমিটির সদস্যরাও প্রবেশ করেন। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সকাল সাড়ে ১০টায় কমিটি তাদের সভার কাজ শুরু করে। নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, সচিবালয়ে কোনো গাডি প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সরকারের ঊচ্চ পর্যায়ের কর্মকর্তাকেও মূল প্রবেশপথের বাইরে গাড়ি রেখে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।
গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। কমিটি কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত আলোচনা শেষে মন্ত্রণালয়ের আগুনে পোড়া ফ্লোরগুলো পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভায় যোগ দিয়েছেন কমিটির সদস্যরা। এছাড়াও কী কারণে আগুন লেগেছে, তা যাচাইয়ে সিআইডি, র্যাব, পুলিশের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তাদের সঙ্গে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলও ছিল বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, সচিবালয়ে মধ্য রাতে লাগা এই আগুনের ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ফেসবুকে নানাজন বিভিন্ন রকমের প্রশ্ন তুলে তার উত্তর খুঁজছেন। বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই এই আগুনকে নাশকতা বলছেন। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তুলছেন প্রশ্ন অনেকে। গত বুধবার জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবি করে আল্টিমেটাম দিয়েছিলেন আমলারা। প্রশাসনে এমন চলমান অস্থিরতার মধ্যেই এই অগ্নিকা-ের ঘটনা ঘটল।
আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে বলে মনে করেন সচিবালয়ের কাছে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী। তারা বলছেন, সচিবালয়ের ভেতরে শতাধিক নিরাপত্তাকর্মী ও সব গোয়েন্দা সংস্থার লোক থাকে। আগুন লাগার পর কি একজনেরও চোখে পড়েনি। এটা কীভাবে সম্ভব। অন্যদিকে সচিবালয়ে কর্মরত একাদিক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, একই সময়ে দুই জায়গায় আগুনের সূত্রপাত দেখে সন্দেহ তৈরি হয়েছে এটি কি শর্টসার্কিট না অন্য কিছু। বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন জাগছে বলেও জানান তারা।
নাম প্রকাশ না করার শর্তে তদন্তের সাথে জড়িত একজন দায়িত্বশীল গোয়েন্দা কর্মকর্তা ইনকিলাবকে বলেন, সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনা নাশকতা এটি বলতে আরো কিছু সময়ের প্রয়োজন। প্রাথমিক তদন্তে মনে হয়েছে আগুন লাগার পেছনে কারো হাত থাকতে পারে। অগ্নিকা-ের ঘটনায় গান পাউডার ব্যবহার হয়েছে কি-না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
তদন্ত কমিটির ঘটনা স্থল পরিদর্শন : সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, নাশকতা নাকি দুর্ঘটনা সেটি তদন্তের পর বলা যাবে। শুক্রবার পরিদর্শন শেষে তদন্ত কমিটি কাজ শুরুর কথা জানিয়েছেন কমিটির সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
তিনি বলেন, অগ্নিকা- নাশকতা নাকি দুর্ঘটনা এ বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। বিষয়গুলো পর্যবেক্ষণ করছি, তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে। ২৫ ডিসেম্বর মধ্য রাতে সচিবালয়ে অগ্নিকা-ের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। এরপর সেটি বাতিল করে আট সদস্যদের নতুন কমিটি গঠন করে। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়। এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়ার কথা বৃহস্পতিবার বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই কমিটিতে সদস্য হিসেবে আরো আছেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব, পুলিশের আইজিপি, সশস্ত্রবাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে তিনজন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ার।
উল্লেখ্য, সচিবালয়ের সাত নম্বর ভবনে বুধবার ২৫ ডিসেম্বর রাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পেয়ে একে একে সেখানে যায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা বেজে যায়। প্রায় ১০ ঘণ্টা ধরে জ্বলতে থাকা এই আগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গণহত্যার টপ কমান্ডারদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে: চিফ প্রসিকিউটর
কনস্টাস কান্ডে কোহলির দোষ দেখছেন অস্ট্রেলিয়ার বোর্ড প্রধান
চরমোনাই মাদরাসা ছিল মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প: মাসুম বিল্লাহ
বগুড়ায় বালু ব্যবসায়ী হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ
মাগুরার শ্রীপুরে জোড়া শিশুর জন্ম
রিক্সা ভ্যানে চলন্ত ট্রাকের ধাক্কায় বাবা মেয়ে সহ নিহত ৩
পদ্মা নদীর ভয়ঙ্কর আগ্রাসনে হুমকির মুখে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: চালকসহ গ্রেপ্তার ২
গোপালগঞ্জ আড়াই শ’ বেডের আরএমও জেল -হাজতে
বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে আবারও মাঠে নামতে হবে: ধর্ম উপদেষ্টা
সাংবাদিক আনিসুর রহমানের মৃত্যু
নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার অবিশ্বাস্য পরাজয়
রাশিয়ার উপর আজারবাইজানের বিমান ভূপাতিতের অভিযোগ : যুক্তরাষ্ট্রের ইঙ্গিত
ফিরে দেখা ২০২৪: সংস্কারের বছরে মাঠের ক্রিকেটে হতাশা
মানুষ সুন্দর ও কল্যাণের অপেক্ষায় আছে : হাজী ইয়াছিন
সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ছে
সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন
ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখার উদ্বোধন করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে: নিয়ামত উল্যা ভূঁইয়া
ঐতিহ্যবাহী শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত